You are currently viewing জীব বিজ্ঞান সংক্রান্ত 50 টি যন্ত্রের ব্যবহার
যন্ত্রের ব্যবহার

জীব বিজ্ঞান সংক্রান্ত 50 টি যন্ত্রের ব্যবহার

যন্ত্রের ব্যবহার: বিজ্ঞানের দৃষ্টিতে যন্ত্র হচ্ছে যেকোনো ধরনের একটি গাঠনিক পদ্ধতি যা শক্তির রূপান্তর ঘটায়। একটি মেশিন এক বা একাধিক অংশ সংবলিত কর্ম সঞ্চালন করার শক্তি ব্যবহার করার একটি কাঠামো। মেশিন সাধারণত, যান্ত্রিক রাসায়নিক, তাপ, অথবা বৈদ্যুতিক অর্থ দ্বারা চালিত হয়। এই মেশিন এর সাহায্যে বিভিন্ন কাজ সম্পাদন করা যায় খুব সহজ ভাবে এবং স্বয়ংক্রিয় ভাবে।

জীব বিজ্ঞান সংক্রান্ত 50 টি যন্ত্রের ব্যবহার

  •  মাইক্রোস্কোপ (Microscope): খালি চোখে দেখা যায় না এমন বস্তু পর্যবেক্ষণ করা হয়। যেমন—ভাইরাস, ব্যাকটিরিয়া, কোষ, রক্ত, উদ্ভিদ ও প্রাণীর দেহাংশের ছেদ ইত্যাদি।
  • স্টেথোস্কোপ (Stethoscope): এটি রক্ষ নিরীক্ষণ যন্ত্র, যার সাহায্যে হৃদ্‌গতি, হৃধ্বনি, ফুসফুসের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
  • অথ্যালমোস্কোপ (Opthalmoscope): চক্ষুর রেটিনা ও ভিতরের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ। করা হয়।
  • স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer) : রক্তচাপ পরিমাপ করা হয়।
  • স্পাইরোমিটার (Spirometer): এর সাহায্যে ফুসফুসের বায়ুর পরিমাণ নির্ণয় করা হয়।
  • হিমোসাইটোমিটার (Haemocytometer): রক্ত কোষ গণনা করা হয়। 7. হিমোগ্লোবিনোমিটার (Haemoglobinometer) বা হিমোমিটার (Haemometer) : হিমোগ্লোবিন পরিমাণ নির্ধারণ করা হয়।
  • অফ্যাক্টোমিটার (Olfactometer) : ঘ্রাণ অনুভূতির তারতম্য নির্ধারণ করা হয়।
  • অক্সানোমিটার (Auxanometer) : উদ্ভিদের কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা হয়।
  • আর্ক ইণ্ডিকেটর (Are indicator) : উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধির হার নির্ণয় করা হয়।
  • বেনেডিক্ট -রথ যন্ত্র (Benedict – Roth Apparatus) : এই যন্ত্রের সাহায্যে BMR নির্ণয় করা হয়।
  • ক্লিনিক্যাল থার্মোমিটার (Clinical Thermometer) : এর সাহায্যে মানুষের শরীরের তাপমাত্রা নির্ধারণ করা হয়।
  • ভিসকোমিটার (Viscometer) : রক্তের সান্দ্রতা নির্ণয় করা হয়।
  • উইনট্রোব টিউব (Wintrobe Tube ) : ESR অর্থাৎ লোহিত কণিকার থিতানোর হার পরিমাপ করা হয়।
  • মাইক্রোমিটার (Micrometer): এর সাহায্যে ক্ষুদ্র কোষের ব্যাস নির্ণয় করা হয়।
  • বম ক্যালোরিমিটার (Bom Calorimeter): খাদ্যবস্তুর ক্যালোরি মূল্য নির্ণয় করা হয়।
  • স্টেথোগ্রাফ (Stethograph) বা বক্ষলেখ যন্ত্র : এর সাহায্যে বক্ষপ্রাচীরের উঠানামা (প্রশ্বাস ও নিশ্বাসকালীন) রেকর্ড করা হয়।
  • কারডিওমিটার (Cardiometer) এর সাহায্যে হৃদ্-উৎপাদ নির্ণয় করা হয়।
  • গ্যালভানোমিটার (Galvanometer) : এর সাহায্যে ECG-র তরঙ্গ রেকর্ড করা হয়।
  • ডগ্‌গ্লাস ব্যাগ (Douglas bag) : এর সাহয্যে ফুসফুসে অক্সিজেন গ্রহণের পরিমাণ নির্ধারণ, খাদ্যের তাপন মূল্য নির্ণয় করা এবং BMR নির্ণয় করা হয়।

এটিও পড়ুন – রেচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ 300 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও PDF সহ

ট্যাগ: জীব বিজ্ঞান সংক্রান্ত 50 টি যন্ত্রের ব্যবহার PDF Download, Free জীব বিজ্ঞান সংক্রান্ত 50 টি যন্ত্রের ব্যবহার Download Link,

This Post Has One Comment

Leave a Reply