শশাঙ্ক ও গৌড়ের উত্থান সম্পর্কিত প্রশ্ন উত্তর

শশাঙ্ক ও গৌড়ের উত্থানঃ  শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার একজন শাসক। তিনি বাংলার বিভিন্ন ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌড় নামের জনপদ গড়ে তোলেন। খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে তিনি রাজত্ব করেছেন বলে ধারণা করা হয়। কারো কারো মতে তিনি ৬০০ হতে ৬২৫ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন। তাঁর রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ বা কানসোনা।

গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর যার অবস্থান বর্তমান ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। এটি লক্ষণাবতী নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

শশাঙ্ক ও গৌড়ের উত্থান

  • প্রশ্ন: বাংলার প্রথম প্রকৃত সার্বভৌম রাজা ছিলেন কে?
    উত্তরঃ – শশাঙ্ক।
  • প্রশ্ন:  শশাঙ্ক কার উপাসক ছিলেন?
    উত্তরঃ-  তিনি ছিলেন শৈব (শিবের উপাসক)।
  • প্রশ্ন: শশাঙ্কের রাজধানী ছিল কোথায় ?
    উত্তর – মুর্শিদাবাদ জেলায় বহরমপুরের পাশে কর্ণসুবর্ণ।
  • প্রশ্ন: শশাঙ্ক কে ছিলেন?
    উত্তর – গৌড়ের রাজা ছিলেন।
  • প্রশ্ন: হর্ষবর্ধনের জ্যেষ্ঠ ভ্রাতা রাজ্যবর্ধনকে হত্যা করেন কে?
    উত্তর – শশাঙ্ক (৬০৬ খ্রিস্টাব্দে)।
  • প্রশ্ন: শশাংকের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
    উত্তর – ৬৩৭ খ্রিস্টাব্দে।

এগুলিও পড়ুন

Leave a Reply