You are currently viewing সর্বকালের সেরা কুইজ 1000+ না জানলেই বিপদ

সর্বকালের সেরা কুইজ 1000+ না জানলেই বিপদ

সর্বকালের সেরা কুইজঃ এই পোষ্টে সর্বকালের সেরা কুইজ 1000+ শেয়ার করা হল। বিভিন্ন পরীক্ষায় এই কুইজগুলি জানা থাকলে কাজে আসবে। এটিও পড়ুন – মোবাইল ফোন সংক্রান্ত ফুল ফর্ম

সর্বকালের সেরা কুইজ

  • প্রঃ -সম্প্রতি যে মহাকাশযান মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করল তার নাম কী?
    উ-মার্স ফিনিক্স ল্যাণ্ডার।
  • প্রঃ – বিকটু কাকে বলে?
    উঃ – শুকনো আদা, গোলমরিচ আর পিপ্পলী।
  • প্রঃ – ত্রিফলা কাকে বলে?
    উঃ আমলকী, হরতকী, বহেড়া।।
  • প্রঃ – মধু আর ঘি সমান মাত্রায় হলে কী হয়?
    উঃ- সেটা বিষ হয়ে উঠবে।
  • প্রঃ “মদ ব্যক্তির আত্মা কে মেরে ফেলে” এটি কার উক্তি?
    উঃ-গান্ধীজীর।
  • প্রঃ – কোন ব্যায়ামটিকে পূর্ণ ব্যায়াম বলে?
    উঃ -সূর্য নমস্কার।
  • প্রঃ – গােরুর থেকে উটের দুধে কত গুন বেশি আয়রণ থাকে?
    উঃ- ১০ গুণ।
  • প্রঃ – বিমা শব্দটির আর্বিভাব কী ভাবে হয়?
    উঃ – বিমা একটি ফার্সি শব্দ, যার অর্থ আশঙ্কা, এই শব্দটি থেকে বিমা শব্দটির আর্বিভাব হয়, জীবন বিমা মানে জীবনের আশঙ্কা।
  • প্রঃ – বাঙালির আটপৌরে শাড়ি পরার ধরন বদলে দেন কে এবং শাড়ীর সঙ্গে ব্লাউজ ও পেটিকোট-সেমিজ পরার প্রচলন কে করনে?
    উঃ -সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী।
  • প্রঃ – মোটর গাড়ির নম্বর প্লেট প্রথম ব্যবহার কোথায় শুরু হয়?
    উঃ- ১৮৯৩ সালে ফ্রান্সে।
    প্রঃ – কোন প্রাণীর হাঁটুতে কান থাকে? উঃ ফড়িং।
  • প্রঃ – ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ গ্রন্থটি কার রচনা?
    উঃ – মদনমােহন তর্কালঙ্কার।
  • প্রঃ ভারতে সেতার নামক বাদ্যযন্ত্রের প্রবর্তন কে করেন?
    উঃ – আমির খসরু।
  • প্রঃ – গ্রামোফোন কোম্পানির লেবেলে ব্যবহৃত কুকুরটির নাম কী?
    উঃ- নিপা।
  • প্রঃ – পাক গুপ্তচর সংস্থা আই. এস আই, পুরো নাম কী ?

উঃ -ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স।

  • প্রঃ – ধ্রুপদ গানের স্রষ্টা কে?
    উঃ – গােয়ালিয়ের রাজা মান সিং।
  • প্রঃ – ভারতে সরোদ বাজানো প্রবর্তক কে?
    উঃ- ওস্তাদ আলাউদ্দিন খান।
  • প্রঃ- কোন রাজ্যের সরকারি কাজ কর্মে RBI-এর কোনও ভূমিকা নেই?

উঃ – জম্মু কাশ্মীর।

  • প্রঃ – প্লাস্টিক মানি কাকে বলা হয় ?
    উঃ – ক্রেডিট কার্ড।
  • প্রঃ – পুরীর জগন্নাথ মন্দিরের নির্মান কার্য কে শুরু করেন ?
    উঃ – অনন্ত বর্মন।
  • প্রঃ – কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?

উঃ – ওড়িশার রাজা নরসিংহ বর্মন।

  • প্রঃ – কোন রাষ্ট্রের সঙ্গে ভারতের রপ্তানি বাণিজ্য সর্বাধিক?

উঃ – মার্কিন যুক্তরাষ্ট্র।

  • প্রঃ – পৃথিবীর সবচেয়ে ব্যাপকভাবে কোন ফলের চাষ হয় ?
    উঃ -কুলা।
  • প্রঃ – কোন দেশের জাতীয় পতাকার দু-পিঠ দু-রকম ?
    উঃ- প্যারাগুয়ে।
  • প্রঃ – পেপের (ফল) জন্মস্থান ও আদি বাসভূমি কোথায় ?
    উঃ -ব্রাজিল।
  • প্রঃ – ভারতবর্ষে পেপে কী ভাবে আসে?
    উঃ – ভারতে প্রথম আসে ৫০০ বছর আগে পর্তুগিজ নাবিকদের হাত ধরে।
  • প্রঃ কোন দেশের কোন সময় বা কালে চকোলেটকে বিনিময় মুদ্রা হিসাবে প্রহার করা হত?
    উঃ – মেক্সিকোকে প্রাচীন অ্যাজটেক (Aztec) সভ্যতার সময়।
  • প্রঃ – চকোলেট কথাটির উৎপত্তি হয়েছে, কোন শব্দ থেকে?
    উঃ- মেক্সিকান শব্দ Xocolath থেকে।
  • প্রঃ – চায়ের মধ্যে এমন কী পদার্থ রয়েছে যা মানুষের শরীরে ব্যানাের এ হৃদরোগ প্রতিরােধ হিসাবে কাজ করে? উঃ – পলিফেনলস। প্রঃ – চায়ে ভেজাল আছে কী ভাবে বােঝা যাবে? উঃ – একটা ভেজা সাদা কাগজের ওপর বাজার থেকে কিনে আনা চা পাতা ছড়িয়ে দিতে হয়। কিছুক্ষণের মধ্যেই কাগজের ওপর গােলাপী বা লাল রঙের ছােপ ফুটে উঠলে বুঝবেন চায়ে ভেজাল আছে।

এটিও পড়ুন – শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রঃ – আধুনিক পৃথিবীতে সাতটি আশ্চর্য কি কি?
    উঃ – ১) আগ্রার তাজমহল (ভারত), ২) ইষ্টার আইল্যাণ্ড স্ট্যাচু, ৩) আইফেল টাওয়ার (প্যারিস), ৪) মায়ান সিটি অফ টিকাল (মধ্য আমেরিকা), ৫) স্পেস শাটল, ৬) চার্টার্স ক্যাথড্রিল, (৭) স্ফিংস (ইজিপ্ট)।
  • প্রঃ – হাতি কোন দেশের জাতীয় পশু?
    উঃ- থাইল্যাণ্ড।
  • প্রঃ – অস্কার পুরস্কার কেন দেওয়া হয়?
    উঃ-সিনেমার উপর কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ।
  • প্রঃ – ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার কেন দেওয়া হয় ?
    উঃ- ভারতের সংবিধানে স্বীকৃত যে কোন ভাষার প্রখ্যাত সাহিত্যিকদের সুজনী মূলক সাহিত্যের জন্য দেওয়া হয়।
  • প্রঃ – পরমবীর চক্র পুরস্কার কেন দেওয়া হয়?
    উ – যুদ্ধ ক্ষেত্রে শত্রুর উপস্থিতিতে লক্ষনীয় সাহসিকতা প্রদর্শনের জন্য সর্বোচ্চ সম্মান দেওয়া হয়।
  • প্রঃ – অর্জুন পুরস্কার কেন দেওয়া হয়?
    উঃ-আন্তর্জাতিক ও জাতীয় উভয়স্তরে তিন বছর ক্রীড়ার উল্লেখযোগ্য সফলতার জন্য দেওয়া হয়।
  • প্রঃ -ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে?
    উঃ- দামোদর হরি চাপেকার।
  • প্রঃ – ভারতে প্রথম মহিলা ইংরেজি ভাষার কবি কে?
    উঃ – তরু দত্ত।
  • প্রঃ – ভারতের প্রথম মহিলা ডাক্তার কে?
    উঃ- কাদম্বিনী গাঙ্গুলী।
  • প্রঃ – ভারতবর্ষে প্রথম মহিলা ইঞ্জিনিয়ার কে?
    উঃ-ইলা মজুমদার।
  • প্রঃ – বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোথায়?
    উঃ -খড়গপুর (ভারত)।
  • প্রঃ – বিশ্বের বৃহত্তম রেল স্টেশন কোথায় ?
    উঃ- নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, ৪৭টি ট্রাক এবং প্ল্যাটফর্ম আছে।
  • প্রঃ – সমান দিন এবং সমান রাত্রি কবে?
    উঃ – ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর (উত্তর গােলার্ধে)।
  • প্রঃ – দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি কবে?
    উঃ-২১শে জুন। প্রঃ ক্ষুদ্রতম দিন এবং দীর্ঘতম রাত্রি কাবে?
  • প্রঃ ক্ষুদ্রতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি কবে?
    উঃ- ২১শে ডিসেম্বর।
  • প্রঃ – কোন রাজ্যের দুটি রাজধানী?
    উঃ জম্বুকাশ্মীর।
  • প্রঃ বই প্রথম কবে কোথায় ছাপা হয়েছিল?
    উঃ-বই ছাপা প্রথম শুরু হয় চীন দেশে। মুদ্রণ যন্ত্র ছাড়া শুধু কাঠের ব্লকে র খােদাই করে তার পর কাগজ দিয়ে চাপ দিয়ে এক একটি পাতা ছাপা হয় ।

এগুলিও পড়ুন –

 

Leave a Reply