You are currently viewing সাধারন জ্ঞান সম্পর্কিত জানা অজানা

সাধারন জ্ঞান সম্পর্কিত জানা অজানা

সাধারন জ্ঞান সম্পর্কিত জানা অজানা তথ্য নিয়ে এই পোষ্ট শেয়ার কড়া হয়েছে। আপনারা যারা সাধারন জ্ঞান সম্পর্কিত জানা অজানা তথ্য জানতে চান তাদেই এই পোষ্ট খুব কাজে আসবে। এই সব তথ্য গুলি প্রত্যেক ক্ষেত্রে এবং বিভিন্ন চাকুরী পরীক্ষায় কাজে আসে। এটিও পড়ুন  সাধারন জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর Latest 2020

সাধারন জ্ঞান সম্পর্কিত জানা অজানা

  • Extra ordinary Blood Donor-বলা হয় রাজ |কাঁকড়া বা লিমুলাস।
  • ডুগং মাছকে বলা হয় সমুদ্র কন্যা বা মৎস্য কন্যা।
  • কুকুরের দাঁত মোট ৪২টি।
  • Smoke Bomb প্রস্তুতিতে ব্যবহৃত হয় ফসফরাস।
  • সামুদ্রিক আগাছায় প্রধানত থাকে আয়োডিন।
  • National Academy of Sciences India (NASI) এর প্রতিষ্ঠা হয় ১৯৩০ সালে মেঘনাদ সাহার উদ্যোগে।
  • Cyanogenesis in HCN (হাইড্রোজেন সায়ানাইড) উৎপাদন বোঝায়।।
  • Lyophilic Colloid এর প্রাকৃতিক রঞ্জকের (natural dye) উদাহরণ হল – অ্যালিজারিন।
  • Blister Copper হল অশুদ্ধ তামা।
  • যে ভিটামিন ধাতব আয়রন থাকে তা হল Vita min B12
  • মোড়ক হিসেবে ব্যবহৃত সেলোফেন প্রস্তুত হয় Glucose Acetate থেকে।
  • সাধারণ চিনি হল সুক্রোজ।
  • Brain Tumour এবং Thyroid এর বিকৃতি খোঁজার জন্য ব্যবহৃত হয়।
  • দেশলাইয়ের তিলি মূলতঃ তৈরি হয় হলুদ ফসফরাস দিয়ে।
  • জীবাণুনাশক এবং গর্ভনিরোধক উপাদান হিসেবে Paraformaldehyde ব্যবহৃত হয়।
  • চিনি শোধনে ব্যবহৃত হয় bone black
  • ক্যানসারের জন্য বিস্ময়কর ওষুধ Jaxol তৈরী হয়। Yew উদ্ভিদ থেকে।
  • অন্ধকার দশায় উৎপন্ন প্রথম যৌগের উপর নির্ভর করে C3, ও C4. উদ্ভিদ এর শ্রেণী বিভাজন করা হয়। C3, উদ্ভিদ এই দশায় উৎপন্ন প্রথম যৌগ phos phoglyceric এবং C4 উদ্ভিদে ইহা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।।
  • বাতাসে ফুটবলের বাক খাওয়া Bernoulli নীতি অনুসারে হয়।। |
  • James Jeans বলেছিলেন পৃথিবী গ্যাস ও ধূলিকণা নির্মিত।
  • TV Set এর remote control এ একটি ছোট transmitter যার থেকে infrared signals বোঝায়।।
  • আলােকের বর্ণ নির্ভর করে রশ্মির কম্পাঙ্কের ওপর।
  • হাইড্রোজেন বোমা তৈরি হয় uncontrolled fusion reaction এর উপর নির্ভর করে।
  • শব্দ তরঙ্গের কম্পাঙ্ক তার তীব্রতার সাথে সম্পর্কিত।
  • মহাকাশে হাঁটার সময় মহাকাশচারী তার দিক পরিবর্তন করেন hand rocket এর সাহায্যে।
  • সূর্য পশ্চিম দিকে উদিত হয় একমাত্র শুক্রগ্রহে।।
  • Uranium বলতে Uranium ২৩৫ দ্বারা সমৃদ্ধ ইউরেনিয়াম বোঝায়।।
  • গাড়ির-হেডলাইটে parabolic concave mirror ব্যবহৃত হয়।
  • তড়িৎচুম্বকীয় বিকিরণ মাপার যন্ত্র হল অ্যাকটিনােমিটার।।
  • চোক হল নিম্নরােধ যুক্ত একটি বর্তনী যা তড়িৎকে অধিক শক্তিক্ষয় না করে নিয়ন্ত্রিত করে।
  • ঘড়ি নির্মাণের পদ্ধতিকে বলে Horology.
  • F number ব্যবহৃত হয় লেন্সের ক্ষেত্রে, তার ব্যাসের সাথে ফোকাস দূরত্বের অনুপাত বোঝানো।
  • গাড়ির গতিবেগ নির্ণয়ের জন্য যে speed gun পুলিশ ব্যবহার করে তা Doppler Effects এর নীতিতে কাজ করে। •
  • সূর্যের শক্তি উৎপন্ন হয় fusion পদ্ধতিতে।
  •  Milk of Magnesium হল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। |
  • রঞ্জক ও অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হলুদ পাওয়া যায় কান্ড থেকে।
  • হ্যাসিস পাওয়া যায় পাতা এবং স্ত্রী স্তবক নিঃসৃত রস থেকে।
  •  জন্মগত বিকৃতি তৈরী করে teratogens.
  • মানুষের চোখের রঙ নির্ভর করে তার কণীনিকা (iris) এর রঙের ওপর।।
  •  স্ত্রীলোকের গর্ভে নিষেক সম্পন্ন হয় ফেলোপিয়ান  টিউবে।।
  • চিলগােজা নামক শুকনাে ফল তৈরী হয় পাইন গাছ থেকে।
  • মাসিক এর ১৫ থেকে ১৯ তম দিনের মধ্যে মহিলাদের গর্ভধারণের সম্ভাবনা সর্বাধিক।
  • বাচ্চার লিঙ্গ নির্ধারিত হয় নিষেকের সময়ে।
  • মৃত্তিকাবিহীন কিভাবে উদ্ভিদের বৃদ্ধিকে বলে Hydroponics.
  •  Phenylketonuria রোগে আক্রান্ত ব্যক্তিদের মানসিক স্থবিরতা দেখা যায়।
  • নিম্ন প্রত্যঙ্গের paralysis যার নাম Lathyrism ঘটে খেসারির ডাল খেলে।
  • ভূট্টা যাদের প্রধান খাদ্য তারা প্রায়শই বেরিবেরি রোগাক্রান্ত হয়।
  • ছাগলের দুধ গরুর দুধের চেয়ে সহজ পাচ্যতার কারণ এতে ফ্যাটের দানা ক্ষুদ্রাকৃতির হয় ও এতে বেশি ক্যালসিয়াম থাকে।
  • প্রতি তিন বছরে উটের একটি বাচ্চা হয়।

Leave a Reply