You are currently viewing সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তর

সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তর

সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ এই পোষ্টে সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তরশেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন –বিখ্যাত ভু-পর্যটক ও আবিস্কারক এর তালিকা

সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্ন উত্তর

সালোকসংশ্লেষ শব্দটি দুটি গ্রিক শব্দ photos (অর্থ: আলোক; এখানে সূর্যালোক) ও synthesis (অর্থ: সংশ্লেষণ, বা তৈরি করা) এর সমন্বয়ে গঠিত। আবার সালোকসংশ্লেষ কথাটি বিশ্লেষণ করলে দেখা যায়,সালোক শব্দটির অর্থ হলো–সূর্যালোকের উপস্থিতি এবং সংশ্লেষ শব্দটির অর্থ—কোনো কিছু উৎপাদিত হওয়া। এক কথায় সালোকসংশ্লেষ এর অর্থ দাঁড়ায় সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষ।যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড (CO2) ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষ বলে

  • সালোকসংশ্লেষের প্রধান অঙ্গটির নাম কী?
    উত্তরঃ- : পাতার (মেসােফিল অঞ্ল)
  • সালোকসংশ্লেষে সাহায্যকারী অঞ্চলগুলি হল?
    উত্তরঃ-
    মূল—গুলঞ্চ, অর্কিড,
    কান্ড—পুই, ফনিমনসা,
    পাতা—সবুজ পাতা,
    বৃত্তি—ফুলের সবুজ বৃতি,
    দল—আতা, কাঠালিচাপার সবুজ দল,
    সবজি ত্বক-কাচা ফুলের ত্বক।
  • সালোকসংশ্লেষের প্রধান স্থান হল?
    উত্তরঃ- মেসোফিল কলা।
  • সালোকসংশ্লেষ কারী অঙ্গাণুটির নাম কী?
    উত্তরঃ–ক্লোরোপ্লাস্ট।
  • সালোকসংশ্লেষ কারী রঞ্জকটি কী?
    উত্তরঃ- —ক্লোরোফিল।।
  • সালোকসংশ্লেষে সক্ষম প্রাণীটির নাম কী?
    উত্তরঃ- -ইউগ্লিনা, ক্রাইস্যামিবা।
  • সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদটির নাম কী?
    উত্তরঃ-—সমস্ত রকম ছত্রাক, স্বর্ণলতা।
  • সালােকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়াটি কী?
    উত্তরঃ–রোডােসিডােমােনাস, রােডােস্পাইরিলাম।
  • সালোকসংশ্লেষে উপজাত দ্রব্য গুলি কী কী?
    উত্তরঃ- H2,O, O2,
  • সালোকসংশ্লেষে কী কী প্রয়োজন?
    উত্তরঃ-  ৬ অণু CO, ও ১২ অণু H,O এর প্রয়ােজন।
  • ক্লোরোফিল কোন রং বেশী শোষণ করে?
    উত্তরঃ-  লাল ও নীল রঙ বেশি মাত্রায় শােষণ করে।
  • সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন জাতীয় যৌগটি কী?
    উত্তরঃ–ফসফোগ্লিসারিক অ্যাসিড।
  • উৎপন্ন গ্লুকোজের অক্সিজেনের উৎস কী?
    উত্তরঃ-  জল, কার্বন-ডাই-অক্সাইড।
  • উৎপন্ন অক্সিজেনের উৎস কী?
    উত্তরঃ- জল।
  • সালোকসংশ্লেষ একটি কী?
    উত্তরঃ-—উপচিতি বিপাক।।
  • সালোকসংশ্লেষের বিপরীত জৈবিক ক্রিয়াটি কী?
    উত্তরঃ-—শ্বসন।
  • সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য কী?
    উত্তরঃ-—শর্করা জাতীয়।
  • ক্লোরোফিল বিনষ্ট হয় কী ভাবে?
    উত্তরঃ-—ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেনের অভাবে।
  • সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয় কোথায়?
    উত্তরঃ–ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবাল।
  • সালোকসংশ্লেষণের ফলে উদ্ভিদের কী হয়?
    উত্তরঃ-  উদ্ভিদের সব অঙ্গে শ্বেতসার রূপে জমা হয়।
  • শ্বেতসারের মৌলিক উপাদানগুলি কী কী?
    উত্তরঃ- —C, H, O
  • ক্লোরোফিলের মৌলিক উপাদানগুলি কী কী?
    উত্তরঃ–C, H, O, N, Mg

এগুলিও পড়ুন-

Leave a Reply