দোলযাত্রা ( দোল পূর্ণিমা ) আসার ঠিক পাঁচ দিন আগে, শুক্লা একাদশী দিনে কুশমণ্ডি পাল পারায় (ধামুয়া) নাগরাজ বাসুকীর ভগিনী ও ঋষি জগৎকারু বা জরৎকারুর পত্নী। মনসা বিষহরি (বিষনাশকারিণী), জগৎগৌরী, নিত্যা (চিরন্তনী) ও পদ্মাবতী শ্রী শ্রী মা মনসা দেবীর আবির্ভাব হয়। লোক মুখে শোনা যায় বহুদিন আগেই নাকি মা মনসা দেবী আবির্ভাব হতে চেয়েছিলেন, কিন্তু মা মনসাকে পূজার আসনে বসার দেরি করায়, বিধারতার অসীম ক্ষমতায় শুভ দিনে মা নিজেই আমাদের মাঝে উপস্থিত হলেন।
দিনটি ছিল শিনিবার (৫ ই চৈত্র ১৪২২), JCP দিয়ে মাটি খনন করা হচ্ছিল ধামুয়া পুকুর (Dhamuya) পারে, কিন্তু বিধার অসীম ক্ষমতায় JCB আগায় উঠে এল মা মনসা দেবী মূর্তি। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ মা কে দেখার জন্য ভির জমাতে শুরু করলো। শুরু হল জাকজমক ভাবে মা মনসা দেবীর পূজা।
লোকর মুখে মুখে শুধু মা মনসার কথা। কুশমণ্ডি থানা অর্থাৎ লোকাল থানার পুলিশ মা মনসা দেবীকে থানায় সুরক্ষিত রাখার জন্য উপস্থিত হন , কিন্তু মা মনসার ভক্ত বৃন্দের অনুরধে সেখানেই স্থাপন করা হয় মা মনসাকে।
Malin Sarkar 04:12:00 New Google SEO Bandung, Indonesia
দিনটি ছিল শিনিবার (৫ ই চৈত্র ১৪২২), JCP দিয়ে মাটি খনন করা হচ্ছিল ধামুয়া পুকুর (Dhamuya) পারে, কিন্তু বিধার অসীম ক্ষমতায় JCB আগায় উঠে এল মা মনসা দেবী মূর্তি। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ মা কে দেখার জন্য ভির জমাতে শুরু করলো। শুরু হল জাকজমক ভাবে মা মনসা দেবীর পূজা।
লোকর মুখে মুখে শুধু মা মনসার কথা। কুশমণ্ডি থানা অর্থাৎ লোকাল থানার পুলিশ মা মনসা দেবীকে থানায় সুরক্ষিত রাখার জন্য উপস্থিত হন , কিন্তু মা মনসার ভক্ত বৃন্দের অনুরধে সেখানেই স্থাপন করা হয় মা মনসাকে।
মা মনসা দেবীকে কিভাবে সন্তুষ্ট করা যায় জানতে এখানে ক্লিক করুন।
মা মনসার সংক্ষিপ্ত কথা-
পুরাণ ও লোককথা অনুযায়ী, পিতা শিব ও স্বামী জগৎকারু উভয়েই মনসাকে প্রত্যাখ্যান করেন। সৎ-মা চণ্ডী (এই ক্ষেত্রে পার্বতীর নামান্তর) তাঁকে ঘৃণা করেন। এই কারণে মনসা সর্বদা নিরানন্দ ও বদরাগী। অন্য এক মতে, মনসার পিতা হলেন কশ্যপ। মনসা তাঁর ভক্তদের ভালবাসেন। কিন্তু যে তাঁর পূজা করতে অস্বীকার করে, তার প্রতি তিনি নির্দয় হন। প্রথম দিকে দেবতারা মনসার দেবীত্ব স্বীকার করেননি। এই কারণে মনসাকে নিজে উদ্যোগী হয়ে দেবী হিসেবে তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় এবং নিজেকেই নিজের পূজা প্রচার করে মানব ভক্তমণ্ডলীতে স্থান খুঁজে নিতে হয়।
কুশমণ্ডির আরও খবর জানতে চোখ রাখুন আগমনী বার্তা নিউজে (www.agomonibarta.com)
এই পোস্টে মন রাঙ্গিয়ে দেবার মতো কিছু রঙিন SMS (বার্তা ) শেয়ার করা হল। বন্ধুদের শুভেচ্ছা জানানোর মতো। তাহলে আর দেরি কেন পাঠিয়ে দিন আপনার বন্ধুকে? [ হিট হিট ১০০+ হোলি এসএমএস (SMS) ]
খেলি প্রেমের হোলি
এসো প্রিয় আজ বৃষ্টিস্নাত হই,
করি জলকেলি,
ভিজিয়ে তোমার অঙ্গ,
খেলি প্রেমের হোলি
এসো প্রিয় আজ বৃষ্টিস্নাত হই,
করি জলকেলি,
ভিজিয়ে তোমার অঙ্গ,
খেলি প্রেমের হোলি
** হ্যাপি হোলি **
ore grihobasi….
khol dwar khol, laglo je dol, jole sthole bonotole laglo je dol….
dwar khol, dwar khol
*** Happy Holi ***
aji bosonto jagroto dare….
notun rong e rangiye tolo sokol ke….
** Happy Holi **
এটা রঙের উত্সব ছিল,
তার সুখ সাথে নিয়ে আসা,
আপনি আমাদের কোনো রং দিতে আগে,
তাই ক্রিসমাস রং,
প্রথম পাঠানো হয় …
তার সুখ সাথে নিয়ে আসা,
আপনি আমাদের কোনো রং দিতে আগে,
তাই ক্রিসমাস রং,
প্রথম পাঠানো হয় …
** হ্যাপি হোলি **
aj hokna rong fakase, tomar amar akashe, chand-er hasi jotoi hok
na klanto, bristi asuk ba naiba ashuk, jhor uthuk ba naiba uthuk, ful futuk naiba futuk, aj BOSONTO….
aj hokna rong fakase, tomar amar akashe, chand-er hasi jotoi hok
na klanto, bristi asuk ba naiba ashuk, jhor uthuk ba naiba uthuk, ful futuk naiba futuk, aj BOSONTO….
** Happy Holi **
প্রথম প্রকাশ- আগমনী বার্তা ডট কম
আরও হোলি SMS চাই তাহলে পড়ুন আগমনী বার্তা, কিংবা এখানে ক্লিক করে নিয়ে নিন ১০০০+ হোলি SMS।
সঙ্গ সাধনাই যুগের সাধনা। সংহতিই উন্নতি অভ্যুদয়ের উপায় ও মহাশক্তি আবির্ভাবের মন্ত্র। হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে। ব্যাক্তিগত শক্তি সমার্থ ও যথেষ্ট আছে। কিন্তু নাই কেবল সংহতি শক্তি, এই সংহতি শক্তি জাগাইয়া দিলে জাতি অজয় হইয়া দাঁড়াইবে।
ভারতবর্ষে দিকে দিকে চলছে আন্তর্জাতিক চক্রান্ত বিভেদ কামী চিন্তাধারা, বিচ্ছিন্ন মতাবাদ, জড়বাদ, নাস্তিকতাবাদ, ভারতবাসীকে মুল স্রোত হইতে বঞ্চিত করিয়া ক্রমবর্ধমান সমগ্র ভারতবর্ষ মহাসঙ্কটের অন্ধকারে নিমজ্জিত। দেশ, জাতি ও সমাজকে এই বিপর্যয় ও দুদিন হইতে অবক্ষয় বোধের জন্য প্রয়োজন মহাজাগরণ, মহামিলন, মহাসমন্বয় ও মহামুক্তি।
ভারতবর্ষে দিকে দিকে চলছে আন্তর্জাতিক চক্রান্ত বিভেদ কামী চিন্তাধারা, বিচ্ছিন্ন মতাবাদ, জড়বাদ, নাস্তিকতাবাদ, ভারতবাসীকে মুল স্রোত হইতে বঞ্চিত করিয়া ক্রমবর্ধমান সমগ্র ভারতবর্ষ মহাসঙ্কটের অন্ধকারে নিমজ্জিত। দেশ, জাতি ও সমাজকে এই বিপর্যয় ও দুদিন হইতে অবক্ষয় বোধের জন্য প্রয়োজন মহাজাগরণ, মহামিলন, মহাসমন্বয় ও মহামুক্তি।
এরই আলোকে প্রতিবারের ন্যায় এবারো কুশমণ্ডি সার্বজনীন নামযজ্ঞ কমিটি এর আয়োজনে কুশমণ্ডি শিতলাপাড়ায় শুরু হতে চলছে ৪৭ তমবর্ষ, শ্রী শ্রী মা শীতলা মায়ের পূজা এবং ৪৪ তম বর্ষ, ৪৮ প্রহর ব্যাপী মহা নামযজ্ঞা অনুষ্ঠান। উক্ত পূর্ণ অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কাম্য করে কুশমণ্ডি সার্বজনীন নামযজ্ঞ কমিটি।
অনুষ্ঠান সুচি
- ২৫ শে ফাল্গুন ১৪২২ সাল রোজ বুধবার দুপুর ১০ টায় শ্রী শ্রী শীতলা মাতার পূজা ও নামযজ্ঞা অনুষ্ঠান শুভ অধিবাস।
- ২৬ শে ফাল্গুন ১৪২২ সাল রোজ বৃহস্পতিবার অরুনাদয় হইতে ৪৮ প্রহর ব্যাপী নামযজ্ঞা অনুষ্ঠান শুরু, চলবে ১ লা চৈত্র অবধি ।
- ২রা চৈত্র ১৪২২ সাল বুধবার সকালে ধুলট এবং কুঞ্জভঙ্গ, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরণ , বৈকালে পদাবলী কীর্তন।
- মা মনসা সম্প্রদায় (নদীয়া)
- কৃষ্ণগোপাল সম্প্রদায় (বহরমপুর মুর্শিদাবাদ)
- জয় জগৎ বন্ধু সম্প্রদায় (হেমতাবাদ)
- রাধাগোবিন্দ সম্প্রদায় (বালুরঘাট) নীলা কীর্তন।
- রাই কিশরী সম্প্রদায় (হিলি)
- বালক বালিকা সম্প্রদায় (রায়গঞ্জ)
- রাধারানি সম্প্রদায় ( কালিয়াগাঞ্জ)
- শ্রী কৃষ্ণ চৈতন্য কীর্তন সম্প্রদায় - দক্ষিণ দিনাজপুর ও আরও অনেক দল উপস্থিত হবেন।
বিস্তারিত আরও জানতে পারবেন, আগমনী বার্তা প্রতিকায় (www.agomonibarta.com)। পত্রিকাটি এখুনি পড়তে চাইলে এখানে ক্লিক করুন। আরও অনেক খবর ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিতে ভুলবেন না প্লিস।
Advertisement
Popular News
-
Chamor Kali Happy club Sarbajanin Durga Puja (চামোর কালি সার্বজনীন দুর্গা পূজা, কুশমণ্ডি) is one of the popular Sarbajanin Durga Puja Pand...
-
Kaliyaganj Chalantika Club Sarbajanin Durga Puja (চলান্তিকা ক্লাব, কালিয়াগঞ্জ) is one of the popular Sarbajanin Durga Puja Pandal at Kaliy...
-
Famous Durga Puja Live Photo - Kaliyaganj Beside Maa Boira Kali is one of the popular Sarbajanin Durga Puja Pandal at Kaliyaganj in Uttar D...
-
Kushmandi Baghraichandi Sarbajanin Durga Puja is one of the popular Sarbajanin Durga Puja Pandal at Kushmandi in Dakshin Dinajpur. ...
-
Kumari Puja (কুমারী পূজা কি এবং কেন) ছোট বেলা থেকেই রামায়ন ও মহাভারতে আমরা অনেক বড় বড় যজ্ঞের কথা শুনে এসেছি। কলি যুগের একটি বড় যজ্...