পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা PDF সহ – Chief Ministers of West Bengal

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাঃ পূর্বাঞ্চল নিয়ে গঠিত হয় পাকিস্তানের পূর্ব বাংলা প্রদেশ বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমাঞ্চল তথা পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। সেই সময় থেকে মোট আট জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৪৭ সালের অগস্ট মাস থেকে ১৯৫০ সালের জানুয়ারি মাস পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নামে অভিহিত হতেন। তারপরই “প্রধানমন্ত্রী” শব্দটির পরিবর্তে “মুখ্যমন্ত্রী” শব্দটি চালু হয়।

এটিও প্রুন – বিভিন্ন যুদ্ধ ও সময়কাল বিজয়ী এবং পরাজিত কারা

পশ্চিমবঙ্গের প্রিমিয়ারের  তালিকা

  • প্রফুল্ল চন্দ্র ঘোষ ১৯৪৭ সালের ১৫ আগস্ট ১৯৪৮ সালের ২২ জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস
  • বিধান চন্দ্র রায় ১৯৪৮ সালের ২৩ জানুয়ারি ১৯৫০ সালের ২৫ জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস

১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ১৯৫০ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত সব রাজ্যের প্রধানকে প্রিমিয়ার বলে অভিহিত করা হত।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

নাম
বিধানসভা কেন্দ্র

মেয়াদ

মেয়াদের দৈর্ঘ্য বিধানসভা
(নির্বাচন)
রাজনৈতিক দল
(জোট)
ড. বিধানচন্দ্র রায়
বউবাজার
২৬ জানুয়ারি, ১৯৫০ ৩০ মার্চ, ১৯৫২ ১২ বছর, ১৫৬ দিন
(মোট: ১৪ বছর, ১৫৮ দিন)
বিধানসভা (১৯৪৬-৫২)
(জানুয়ারি, ১৯৪৬-এর নির্বাচন)
ভারতীয় জাতীয় কংগ্রেস
৩১ মার্চ, ১৯৫২ ৫ এপ্রিল, ১৯৫৭ প্রথম বিধানসভা (১৯৫২-৫৭)
(জানুয়ারি, ১৯৫২-এর নির্বাচন)
৬ এপ্রিল, ১৯৫৭ ২ এপ্রিল, ১৯৬২ দ্বিতীয় বিধানসভা (১৯৫৭-৬২)
(মার্চ, ১৯৫৭-এর নির্বাচন)
৩ এপ্রিল, ১৯৬২ ১ জুলাই, ১৯৬২ তৃতীয় বিধানসভা (১৯৬২–৬৭)
(ফেব্রুয়ারি, ১৯৬২-এর নির্বাচন)
প্রফুল্লচন্দ্র সেন[
আরামবাগ পূর্ব
৯ জুলাই, ১৯৬২ ২৮ ফেব্রুয়ারি, ১৯৬৭ ৪ বছর, ২৩৪ দিন
অজয়কুমার মুখোপাধ্যায়
তমলুক
১ মার্চ, ১৯৬৭ ২১ নভেম্বর, ১৯৬৭ ২৬৫ দিন চতুর্থ বিধানসভা (১৯৬৭–৬৮)
(ফেব্রুয়ারি, ১৯৬৭-এর নির্বাচন)
বাংলা কংগ্রেস
(যুক্তফ্রন্ট)
প্রফুল্লচন্দ্র ঘোষ
ঝাড়গ্রাম
২১ নভেম্বর, ১৯৬৭ ১৯ ফেব্রুয়ারি, ১৯৬৮ ৯০ দিন
(মোট: ২৫০ দিন)
নির্দল
(প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট)
শূন্য পদ[ঞ]
(রাষ্ট্রপতি শাসন)
২০ ফেব্রুয়ারি, ১৯৬৮ ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ ১ বছর, ৫ দিন বিলুপ্ত প্রযোজ্য নয়
অজয়কুমার মুখোপাধ্যায়
তমলুক
২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ ১৬ মার্চ, ১৯৭০ ১ বছর, ১৯ দিন পঞ্চম বিধানসভা (১৯৬৯-৭০)
(ফেব্রুয়ারি, ১৯৬৯-এর নির্বাচন)
বাংলা কংগ্রেস
(যুক্তফ্রন্ট)
পদ শূন্য[ঞ]
(রাষ্ট্রপতি শাসন)
১৯ মার্চ, ১৯৭০ ৩০ জুলাই, ১৯৭০ ১ বছর, ১৪ দিন প্রযোজ্য নয়
৩০ জুলাই, ১৯৭০ ২ এপ্রিল, ১৯৭১ অবলুপ্ত
অজয়কুমার মুখোপাধ্যায়
তমলুক
২ এপ্রিল, ১৯৭১ ২৮ জুন, ১৯৭১ ৮৭ দিন
(মোট: ২ বছর, ৬ দিন)
ষষ্ঠ বিধানসভা (১৯৭১)
(মার্চ, ১৯৭১-এর নির্বাচন)
ভারতীয় জাতীয় কংগ্রেস
(গণতান্ত্রিক জোট)
শূন্য পদ
(রাষ্ট্রপতি শাসন)
২৯ জুন, ১৯৭১ ২০ মার্চ, ১৯৭২ ২৬৫ দিন অবলুপ্ত প্রযোজ্য নয়
সিদ্ধার্থ শঙ্কর রায়
মালদহ
২০ মার্চ, ১৯৭২ ৩০ এপ্রিল, ১৯৭৭ ৫ বছর, ৪১ দিন সপ্তম বিধানসভা (১৯৭২–৭৭)
(মার্চ, ১৯৭২-এর নির্বাচন)
ভারতীয় জাতীয় কংগ্রেস
(প্রগতিশীল গণতান্ত্রিক জোট)
শূন্যপদ
(রাষ্ট্রপতি শাসন)
৩০ এপ্রিল, ১৯৭৭ ২০ জুন, ১৯৭৭ ৫১ দিন অবলুপ্ত প্রযোজ্য নয়
জ্যোতি বসু
সাতগাছিয়া
২১ জুন, ১৯৭৭ ২৩ মে, ১৯৮২ ২৩ বছর, ১৩৭ দিন অষ্টম বিধানসভা (১৯৭৭–৮২)
(জুন, ১৯৭৭-এর নির্বাচন)
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
(বামফ্রন্ট)
২৪ মে, ১৯৮২ ২৯ মার্চ, ১৯৮৭ নবম বিধানসভা (১৯৮২–৮৭)
(মে, ১৯৮২-এর নির্বাচন)
৩০ মার্চ, ১৯৮৭ ১৮ জুন, ১৯৯১ দশম বিধানসভা (১৯৮৭–৯১)
(মার্চ, ১৯৮৭-এর নির্বাচন)
১৯ জুন, ১৯৯১ ১৫ মে, ১৯৯৬ একাদশ বিধানসভা (১৯৯১–৯৬)
(মে, ১৯৯১-এর নির্বাচন)
১৬ মে, ১৯৯৬ ৫ নভেম্বর, ২০০০ দ্বাদশ বিধানসভা (১৯৯৬–২০০১)
(মে, ১৯৯৬-এর নির্বাচন)
বুদ্ধদেব ভট্টাচার্য
যাদবপুর
৬ নভেম্বর, ২০০০ ১৪ মে, ২০০১ ১০ বছর, ১৮৮ দিন
১৫ মে, ২০০১ ১৭ মে, ২০০৬ ত্রয়োদশ বিধানসভা (২০০১–০৬)
(মে, ২০০১-এর নির্বাচন)
১৮ মে, ২০০৬ ১৩ মে, ২০১১ চতুর্দশ বিধানসভা (২০০৬–১১)
(এপ্রিল-মে, ২০০৬-এর নির্বাচন)
মমতা বন্দ্যোপাধ্যায়
ভবানীপুর
২০ মে, ২০১১ ২৫ মে, ২০১৬ ১০ বছর, ১১২ দিন পঞ্চদশ বিধানসভা (২০১১–১৬)
(এপ্রিল–মে, ২০১১-এর নির্বাচন)
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২৬ মে, ২০১৬ ২ মে,
২০২১
ষোড়শ বিধানসভা (২০১৬–২১)
(এপ্রিল-মে ২০১৬-এর নির্বাচন)
৫ মে,
২০২১
বর্তমান সপ্তদশ বিধানসভা (২০২১–২৬)
(মার্চ-এপ্রিল ২০২১-এর নির্বাচন)

This Post Has One Comment

Leave a Reply