কীভাবে SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট এর জন্য দরখাস্তঃ এই পোষ্টে কীভাবে SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট এর জন্য দরখাস্ত দরখাস্ত করবেন? কি কি কাগজ পত্র লাগবে? মোবাইল দিয়ে কী ভাবে কীভাবে SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট এর জন্য দরখাস্ত করবেন? ইত্যাদি।
কীভাবে SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট এর জন্য দরখাস্ত করবেন?
দরখাস্তের সময় যেসমস্ত ডকুমেন্ট স্ক্যান করতে হবে –
- আবেদন কারীর জন্ম সার্টিফিকেট
- আঁধার কার্ড
- স্কুল সার্টিফিকেট
- ফটো
- সিংনেচার
- বাবার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- নিকট রক্ত সম্পর্ক কাস্ট সার্টিফিকেট (যদি বাবার না থাকে)
কীভাবে দরখাস্ত করবেন চিত্র সহ এখানে
কীভাবে দরখাস্ত করবেন?
- স্টেপ ১) প্রথমে http://castcertificatewb.gov.in/ এই ওয়েবসাইটে যাতে হবে।
- স্টেপ ২) এরপর Apply for SC/ST/OBC Certificate অপশনে ক্লিক করতে হবে।
- স্টেপ ৩) এরপর আদেদন কারীর পুরো নাম (Full Name:) এবং মোবাইল নাম্বার (Mobile No) দিতে হবে।
- স্টেপ ৪) এরপর একটি User ID ও Password পেয়ে যাবেন। ( User ID- হবে আপনার Resisted Mobile Number)
- স্টেপ ৫) এরপর Applicant Login (if already applied) এ ক্লিক করুন। নতুবা এখানে ক্লিক করুন।
- স্টেপ ৬) User Id ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
দরখাস্তের ফর্ম ফিলাপ যেভাবে করবেন-
*** দরখাস্ত করার সময় * (স্টার) চিহ্নিত গুলো অবশ্যই পূর্ণ করতে হবে
- District (জেলা)* [ যে জেলার জন্য আবেদন করছেন তার নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিন]
- Sub-Division (মহকুমা)* [[ যে মহকুমার জন্য আবেদন করছেন তার নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিন]]
- Municipality/Block (মিউনিসিপ্যালিটি)/ব্লক)* [ যে মিউনিসিপ্যালিটি/ব্লক এর জন্য আবেদন করছেন তার নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিন]
- Recommending Authority (সুপারিশকারী আধিকারিক)* [ কে সুপারিশ করছেন ব্লক হলে ব্লকের নাম (মিউনিসিপ্যালিটি) /ব্লক) বেছে নিতে হবে।
- Gram Panchayat/Ward (গ্রাম পঞ্চায়েত / ওয়ার্ড) [ পঞ্চায়েত (গ্রাম পঞ্চায়েত / ওয়ার্ড) এর নাম বেছে নিতে হবে। ]
Applicant Basic Info (আবেদনকারীর সাধারন তথ্য) ‘Name Spelling’ documents need to attach on ‘Supporting Documents’ section
- Applicant Name (আবেদনকারীর নাম): [ আবেদনকারীর নাম টাইপ করতে হবে। ]
- First Name (নাম) [ আবেদনকারীর ফাস্ট নাম টাইপ করতে হবে ]
- Middle Name (মধ্যনাম) [ আবেদনকারীর মিডিল নাম টাইপ করতে হবে ]
- Last Name (পদবী) [ আবেদনকারীর পদবী টাইপ করতে হবে ]
- Father Name (পিতার নাম)* [ আবেদনকারীর বাবার নাম টাইপ করতে হবে ]
- Legal Guardian (আইনানুগ অভিভাবক) [ ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে। (Mother / Father Other Legal Gurdian)
- Mobile No ( মোবাইল নং) [ আবেদনকারীর মোবাইল নাম্বার টাইপ করতে হবে]
- Email (ই-মেল) [ আবেদনকারীর ইমেল টাইপ করতে হবে (যদি থাকে) ]
- Nationality (জাতীয়তা) [অটোম্যাটিক নিয়ে নেবে]
- Religion (ধর্ম) [ ড্রপ ডাউন মেনু থেকে আপনার ধর্ম বেছে নিতে হবে]
- Gender(লিঙ্গ) [ ড্রপ ডাউন মেনু থেকে (Male /Female / Others) বেছে নিতে হবে ]
** Applicant Photo(Max 200 kb)(JPEG) [ উপলোড করতে হবে ২০০ KB এর বেশী যেন না হয়]
** Signature of applicant / guardian in case [উপলোড করতে হবে ]
- Select Caste Type (বর্ণ প্রকার নির্বাচন করুন) [ ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিন ]
- Applying For (আবেদন করা হচ্ছে) [ড্রপ ডাউন মেনু থেকে ( SC/ST/OBC) বেছে নিন]
- Caste/Tribe/Community (জাতি / উপজাতি/সম্প্রদায়) [ ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিন ]
Existing Caste Certificate from Paternal Side (পৈতৃক দিক থেকে বিদ্যমান বর্ণের শংসাপত্র)
‘Documents establishing relationship’ documents need to attach on ‘Supporting Documents’ section
- Have Paternal Caste Certificate (পিতৃকুলের শংসাপত্র আছে)?* [ আছে কিনা বেছে নিতে হবে (Yes/ No) ]
- Have Paternal Caste Certificate (পিতৃকুলের শংসাপত্র আছে)?* [ শংসাপত্র যদি থাকে। আবেদন কারির সঙ্গে সম্পর্ক কি তা দিতে হবে।
- State of Issuing Certificate (কোন রাজ্য থেকে শংসাপত্র জারি হয়েছে)* [ ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে (Within West Bengal / Outside West Bengal) ]
- Certificate Holder Name (শংসাপত্রধারীর নাম)* [ শংসাপত্র সার্টিফিকেট ধারীর নাম ]
- Issuing Authority (শংসাপত্র জারির আধিকারিক)* [ ড্রপ ডাউন মেনু থেকে শংসাপত্র জারির আধিকারিক বেছে নিন ]
Applicant Date/Place of Birth (আবেদনকারীর তারিখ / জন্ম স্থান) ‘Age Proof’ documents need to attach on ‘Supporting Documents’ section
- Date of Birth (জন্ম তারিখ)* [আবেদন কারীর জন্ম তারিখ দিন]
- State/UT ( রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল)* [ আবেদন কারীর রাজ্যের নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে]
- District (জেলা)* [[ আবেদন কারীর জেলার নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে]]
- Sub Division (মহকুমা)* [ আবেদন কারীর মহকুমার নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে]
- Municipality/Block (মিউনিসিপ্যালিটি)/ব্লক)* [ আবেদন কারীর মিউনিসিপ্যালিটি)/ব্লক এর নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে]
- Police Station (থানা)* [আবেদন কারীর থানার নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে]
- Birth Certificate Issuing Authority (জন্ম শংসাপ্ত্র প্রদানকারী কর্তৃপক্ষ )* [আবেদন কারীর জন্ম শংসাপ্ত্র প্রদানকারী কর্তৃপক্ষ নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে]
- Present Address (for last 6 months) (বর্তমান ঠিকানা) ‘Proof of Local Residence’ documents need to attach on ‘Supporting Documents’ section
- State/UT ( রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল)* [ আবেদন কারীর রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল এর নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে]
- District (জেলা)* আবেদন কারীর থানার নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে
- Sub Division (মহকুমা)* [আবেদন কারীর মহকুমার নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে]
- Municipality/Block (মিউনিসিপ্যালিটি)/ব্লক)* [আবেদন কারীরমিউনিসিপ্যালিটি)/ব্লক এর নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে]
- Police Station (থানা)* [আবেদন কারীর থানার নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে]
- Ward/GP (ওয়ার্ড / পঞ্চায়েত)* [আবেদন কারীর ওয়ার্ড / পঞ্চায়েত লিখে দিতে হবে]
- Vill/Para/House No./Road ( গ্রাম / পাড়া / বাড়ির নং / রাস্তা)* [ গ্রাম / পাড়া / বাড়ির নং / রাস্তা এর নাম লিখে দিন]
- Post Office (ডাকঘর)* [ [আবেদন কারীর ডাকঘড় এর নাম ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে]]
- Pin Code (পিনকোড)* [ আবেদন কারীর পিন কোড লিখে দিন ]
- Staying Since (বসবাসের কাল)* [কত দিন ধরে বাস করছেন লিখে দিন]
Permanent Address (স্থায়ী ঠিকানা) ‘Proof of residence in West Bengal’ documents need to attach on ‘Supporting Documents’ section
- Same as present (ঐ) [ একই কিনা বেছে নিন]
- Residence Since (বসবাসের কাল)* [ কতদিন ধরে বাস করছেন জন্ম থেকে হলে DOB বসিয়ে দিন ]
- Any more address? (অন্য কোনো ঠিকানা) [অন্য ঠিকানা থাকলে বসিয়ে দিন]
In case you are not uploading any supporting document( আপনি যদি কোনো সহায়ক নথি না যুক্ত করেন)
I declare that I have not uploaded any supporting document (upload self signed declaration) ( আমি ঘোষনা করছি যে আমি কোনো শংসাপত্র প্রদানের জন্য সহযোগী নথী এখানে প্রদান করিনি (স্ব-সাক্ষরিত বয়ান দিন)) [টিক চিহ্নে ক্লিক করুন]
এরপর যে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে রেখেছেন তার – S.no Document Name ( নথির নাম), * Doc No. (নথির নং) ,* Document Type (নথির প্রকার)* বসিয়ে দিন এবং Upload করে দিন
- সবশেষে – Submit এ ক্লিক করতে হবে।
- এরপর অ্যাপ্লিকেশন টি প্রিন্ট করে রেখে দিন।
** এরপর শুনানির দিন আপনার যাবতীয় ডকুমেন্ট নিয়ে মিউনিসিপ্যালিটি)/ব্লক যেতে হবে।।
সাপোর্টেট ডকুমেন্ট সমূহ
Check list of required documents for issuance of Form I in r/o SC/ST certificates
1. 10th Admit / Mark Sheet/ School certificate of applicant.
2. Adhar card of applicant/father.
3. Ration Card / Voter ID card of applicant.
4. Birth certificate of applicant.
5. 3 copies of attested recent passport size photograph of applicant.
6. Ration Card / Voter ID card of applicant’s father.
7. Preferably any document of parents/ancestors of applicant proving settlement in West Bengal
as per requirement of the relevant Act/ Rule and orders.
8. Caste certificate of any relative having blood relation with applicant from paternal side and
proof of such relation with genealogical tree/chart.
Check list of required documents for issuance of Form I in r/o OBC certificates
1. 10th Admit / Mark Sheet / School certificate of applicant.
2. Adhar card of applicant/father.
3. Ration Card/Voter ID card of applicant.
4. Birth certificate of applicant.
5. 3 copies of attested recent passport size photograph of applicant.
6. Ration Card/Voter ID card of applicant’s father.
7. Preferably any document of parents/ancestors of applicant proving settlement in West Bengal
prior to 1993
8. Caste certificate of any relative having blood relation with applicant from paternal side and
proof of such relation with genealogical tree/chart.
9. Income certificate from local councilor / Pradhan of GP / Salary Slip from Head of Office.
10. Income tax return of last consecutive 3 years
11. Certificate of employer about service/designation with post status (i.e Group A, B, C, D)- Central
Govt./State Govt./PSUs/ Bank/ Educational Institutes / comparable post held by applicant’s
father and mother (equivalency certificate)
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
অফিশিয়াল ওয়েবসাইট http://castcertificatewb.gov.in
কি কি ডকুমেন্ট লাগবে PDF এখানে।