অর্থনীতি ও সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অর্থনীতি ও সংবিধান: এই পোষ্টে গুরুত্বপূর্ণ অর্থনীতি ও সংবিধান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। নিম্নে অর্থনীতি ও সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর –

ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ; মৌলিক অধিকার, রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি, এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে দেশের মৌলিক রাজনৈতিক আদর্শের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছে।

অর্থনীতি ও সংবিধান

প্রশ্ন : কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যদের কার কাছে জবাবদিহি করতে হয় ?

উত্তর – রাষ্ট্রপতি।

প্রশ্ন : রাজ্যসভার এক-তৃতীয়াংশ সদস্যদের মেয়াদ কত বছর থাকে ?

উত্তর – ২ বছর।

প্রশ্ন : হাইকোর্টের ক্ষমতা বাড়াতে পারেন কে?

উত্তর – রাষ্ট্রপতি।

প্রশ্ন : সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর: নতুন দিল্লিতে।

প্রশ্ন : জাতীয় পরিকল্পনা রােলিং প্ল্যান ধারণাটি প্রথম কোন সরকার চালু করে ?

উত্তর: জনতা সরকার।

প্রশ্ন : স্বাধীনতার পর ‘পঞ্চায়েতিরাজ প্রথম শুরু হয় কোন রাজ্যে ?

উত্তর → রাজস্থানে।

প্রশ্ন : ভারতের সংবিধান সংশােধন করা হয় কোন ধারা বলে ?

উত্তর → ৩৬৮নং ধারা বলে।

প্রশ্ন : কার ইমপিচমেন্ট সম্ভব নয় ?

উত্তর: রাজ্যপাল।

প্রশ্ন : ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের প্রথম ভারতীয় চেয়ারম্যান কে?

উত্তর – যােগেন্দ্র নারায়ণ।

প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ?

উত্তর: দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণ।

প্রশ্ন : ১৯৪৭ খ্রিস্টাব্দের আগে পঞ্চায়েতি ব্যবস্থা কোথায় ছিল ?

উত্তর: তামিলনাডুতে।

প্রশ্ন : সর্বজনীন মানবাধিকার ঘােষণা গৃহীত হয় কবে?

উত্তর – ১৯৪৮ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর।

প্রশ্ন : রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচির প্রধান কার্যালয় কোথায় ?

উত্তর: নাইরােবিতে।

প্রশ্ন : ভারতের উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় ?

উত্তর → ১৯৫১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : সমষ্টি উন্নয়ন প্রকল্পের লক্ষ্য কী ?

উত্তর: পূর্ণাঙ্গ গ্রামােন্নয়ন।
প্রশ্ন :  পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ?

উত্তর: জওহরলাল নেহরু।

প্রশ্ন: লােকসভার কোনাে সদস্য কতদিন পর্যন্ত অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয় ?

উত্তর – ৬০ দিন পর্যন্ত।

প্রশ্ন: দ্বাদশ অর্থকমিশনের চেয়ারম্যান কে?

উত্তর: মি. রঙ্গরাজন।

প্রশ্ন: নতুন শিল্পনীতি কবে কার্যকরী হয় ?

উত্তর – ১৯৯১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: ভারতের শাসনব্যবস্থা কার্যত কী ধরনের ?

উত্তর — আধাযুক্তরাষ্ট্রীয় ।

প্রশ্ন: সংবিধানে কতগুলো নির্দেশমূলকনীতি আছে ?

উত্তর — ১৩টি।

প্রশ্ন:  লােকসভা ও রাজ্যসভার সংযুক্ত অধিবেশনে অধ্যক্ষ হিসাবে কে থাকেন?

উত্তর – লােকসভার অধ্যক্ষ।

প্রশ্ন : ভােটদাতার বয়স ২১ থেকে ১৮ বছর করা হয়েছিল কততম সংশােধনের মাধ্যমে?

উত্তর → ৬১তম।

প্রশ্ন 24। রাষ্ট্রপতি সংবিধানের কোন ধারায় আর্থিক জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন ?

উত্তর – ৩৬০নং ধারায়।

প্রশ্ন: ভারতে পরিচালিত প্রথম ব্যাঙ্ক কোনটি ?

উত্তর – ওষুধ কমার্শিয়াল ব্যাঙ্ক।

প্রশ্ন: রাজ্যসভার বর্তমান সেক্রেটারি জেনারেল কে ?

উত্তর – বিবেক কুমার অগ্নিহােত্রী।

প্রশ্ন: লােকসভার বর্তমান সেক্রেটারি জেনারেল কে?

উত্তর – পি.ডি.টি. আচার্য।

প্রশ্নঃ নবম পরিকল্পনায় জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত শতাংশ ছিল ?

উত্তর: ১.৮% ছিল।

প্রশ্ন: আজ পর্যন্ত ভারতে কতবার লােকসভা নির্বাচন হয় ?

উত্তর – ১৪ বার।

প্রশ্ন: পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে?

উত্তর: প্রধানমন্ত্রী।

প্রশ্ন: এক টাকার বেশি মূল্যের কাগজের নােট ও মুদ্রা কে প্রকাশ করেন?

উত্তর – রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

প্রশ্ন: সমাজকল্যাণকর রাষ্ট্রের লক্ষ্য কী? উত্তর → গণতান্ত্রিক সমাজবাদ।

প্রশ্ন: সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশনে পােটো গৃহীত হয় কবে ?

উত্তর – ২০০২ খ্রিস্টাব্দে ২৬ মার্চ।

প্রশ্ন: এক টাকা কাগজের নােট ও তার নীচের মুদ্রা কে প্রকাশ করেন ?

উত্তর: অর্থমন্ত্রক।

প্রশ্না: লােকসভাতে অর্থসংক্রান্ত বিধেয়ক কার সম্মতিতে পেশ করা হয় ?

উত্তর – রাষ্ট্রপতি।

প্রশ্ন: ভারতে পঞ্চপার্যিকী পরিকল্পনা চূড়ান্তভাবে কে অনুমােদন করে ?

উত্তর – জাতীয় উন্নয়ন পর্ষদ।

প্রশ্ন: নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানের অন্তর্ভুক্ত হয় কীভাবে?

উত্তর: ৪২ তম সংশােধনীর সাহায্যে।

প্রশ্ন: কত সালে রিজার্ভ ব্যাঙ্ক জাতীয়করণ হয় ?

উত্তর → ১৯৪৮ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে।

প্রশ্ন: ভারতের অর্থনীতি কোন প্রকৃতির ? উত্তর মিশ্র প্রকৃতি।

প্রশ্ন: ভারতের সংসদীয় ছাঁটাই প্রস্তাব বলতে কী বােঝায় ?

উত্তর: কোনাে অধিবেশনে প্রস্তাব সংখ্যা হ্রাস করার প্রথা।

প্রশ্ন: সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে ?

উত্তর: – ৪৪তম।

প্রশ্ন: রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির শূন্যপদ থাকাকালে রাষ্ট্রপতির কাজ কে করেন ?

উত্তর → সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

প্রশ্ন: রাজ্যসভার বিশেষ শক্তি সংক্রান্ত বিষয় ভারতীয় সংবিধানের কত ধারায় আছে ? উত্তর – ২৪৯ ও ৩১২ ধারায়।

প্রশ্ন: সংবিধানের কততম সংশােধনীতে দলত্যাগ বিরােধী আইনের কথা বলা হয়েছে ? উত্তর: ৫২ তম সংশােধনীতে।

প্রশ্ন : কত নং ধারায় পুনর্বিবেচিত বিলে রাষ্ট্রপতি সম্মতিদানে বাধ্য ?

উত্তর – ১১১নং ধারায়।

প্রশ্ন: ভারতের নির্বাচন কমিশন কোন কর্তৃপক্ষের অধীনস্থ?

উত্তর → কোনাে কর্তৃপক্ষের অধীনস্থ নয়।

প্রশ্ন: ভারতীয় সংবিধানের কত নং ধারায় আইনের চোখে সবাই সমান ?

উত্তর – ১৪নং ধারায়।

এটিও পড়ুন – ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এবং সংবিধানের বিভিন্ন অংশ

ট্যাগঃ জেনে নিন অর্থনীতি ও সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, PDF অর্থনীতি ও সংবিধান প্রশ্ন উত্তর

This Post Has One Comment

Leave a Reply