আঞ্চলিক যাত্রাঃ বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন – WBCS , UPSC , SCHOOL SERVICE COMMISSION , STAFF SELECTION COMISSION , RAIL , POLICE , BANK ইত্যাদি ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই ভারতের বিভিন্ন প্রদেশে আঞ্চলিক যাত্রার নাম পরীক্ষায় আসে।
যাত্রা (Jatra) ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একটি জনপ্রিয় লোকনাট্য ধারা। এগুলি প্রধানত চারঘণ্টাব্যাপী বিপুল আয়োজনের বিনোদন। উচ্চ শব্দ ও চড়া আলোর ব্যবহার এবং দৈত্যাকার মঞ্চে নাটকীয় উপস্থাপনা যাত্রার বৈশিষ্ট্য। অতিনাটকীয় ভাবভঙ্গি ও আবৃত্তির মাধ্যমে প্রায়ই যাত্রার উপস্থাপনা করা হয়ে থাকে। সম্প্রতি যাত্রার উন্নতিকল্পে পশ্চিমবঙ্গ সরকার কলকাতার বাগবাজারে স্থাপন করেছেন পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমি ও ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চ। যাত্রা বাংলাদেশ, ভারতের বিভিন্ন স্থানে হয়ে থাকে। ভারতের পশ্চিমবঙ্গে, অসাম, ত্রিপুরা ইত্যাদি প্রদেশে অনুষ্ঠিত হয়।
ভারতের বিভিন্ন প্রদেশে আঞ্চলিক যাত্রার নাম
রাজ্যের নাম | |
যাত্রা | পশ্চিমবঙ্গ |
রাসলীলা, রামলীলা, নৌটক্কী | উত্তরপ্রদেশ |
কোদিয়াট্টাম | কেরালা |
বাভাই | গুজরাট |
মাচ | মহারাষ্ট্র |
ভান্দ (Bhand), নাকুল (Naqual) | পাঞ্জাব |
ওয়াকসয়ানগনা | কর্ণাটক |
তামাশা | মহারাষ্ট্র |
খেয়াল | রাজস্থান |
এটিও পড়ুন – ব্যাক্টিরিয়া সম্পর্কিত প্রশ্ন উত্তর
Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব - Famous Festivals in India - KmdInfo
Pingback: Latest Top 25 Fathers of Different Branches of Biology জীবন বিজ্ঞানের বিভিন্ন শাখার আবিষ্কারক - KmdInfo