ভারতের বিভিন্ন প্রদেশে আঞ্চলিক যাত্রার নাম

আঞ্চলিক যাত্রাঃ বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন – WBCS , UPSC , SCHOOL SERVICE COMMISSION , STAFF SELECTION COMISSION , RAIL , POLICE , BANK ইত্যাদি ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই ভারতের বিভিন্ন প্রদেশে আঞ্চলিক যাত্রার নাম পরীক্ষায় আসে।

যাত্রা (Jatra) ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একটি জনপ্রিয় লোকনাট্য ধারা। এগুলি প্রধানত চারঘণ্টাব্যাপী বিপুল আয়োজনের বিনোদন। উচ্চ শব্দ ও চড়া আলোর ব্যবহার এবং দৈত্যাকার মঞ্চে নাটকীয় উপস্থাপনা যাত্রার বৈশিষ্ট্য। অতিনাটকীয় ভাবভঙ্গি ও আবৃত্তির মাধ্যমে প্রায়ই যাত্রার উপস্থাপনা করা হয়ে থাকে। সম্প্রতি যাত্রার উন্নতিকল্পে পশ্চিমবঙ্গ সরকার কলকাতার বাগবাজারে স্থাপন করেছেন পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমি ও ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চ। যাত্রা বাংলাদেশ, ভারতের বিভিন্ন স্থানে হয়ে থাকে। ভারতের পশ্চিমবঙ্গে, অসাম, ত্রিপুরা ইত্যাদি প্রদেশে অনুষ্ঠিত হয়।

ভারতের বিভিন্ন প্রদেশে আঞ্চলিক যাত্রার নাম

রাজ্যের নাম
যাত্রা পশ্চিমবঙ্গ
রাসলীলা, রামলীলা, নৌটক্কী উত্তরপ্রদেশ
কোদিয়াট্টাম কেরালা
বাভাই গুজরাট
মাচ মহারাষ্ট্র
ভান্দ (Bhand), নাকুল (Naqual) পাঞ্জাব
ওয়াকসয়ানগনা কর্ণাটক
তামাশা মহারাষ্ট্র
খেয়াল রাজস্থান

এটিও পড়ুন – ব্যাক্টিরিয়া সম্পর্কিত প্রশ্ন উত্তর

This Post Has 2 Comments

Leave a Reply