ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর এর অবস্থান

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর এর অবস্থান: ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর (International Airport of India) এর নাম ভারতের কোন শহরে অবস্থিত এবং বিমানবন্দর গুলি কোন রাজ্যের মধ্যে রয়েছে তা তালিকা আকারে শেয়ার করা হয়েছে।

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর

বিমানবন্দরের নাম শহর রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল
নাবক্কম বিমানবন্দর চেন্নাই তামিলনাড়ু
আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চেন্নাই তামিলনাড়ু
কোয়েম্বাটোর এয়ারপোর্ট কোয়েম্বাটোর তামিলনাড়ু
তিরুচিরাপল্লী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তিরুচিরাপল্লী তামিলনাড়ু
মাদুরাই বিমান বন্দর মাদুরাই তামিলনাড়ু
জওহরলাল নেহরু বিমানবন্দর সান্তাক্রুজ মুম্বাই
রাজা সানসি বিমানবন্দর অমৃতসর পাঞ্জাব
শ্রীগুরু রামদাসব্জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অমৃতসর পাঞ্জাব
কোচি বিমানবন্দর কোচি কেরালা
তিরুবনন্তপুরম বিমানবন্দর তিরুবনন্তপুর= কেরালা
কালিকট এয়ারপোর্ট কোজিকোড কেরালা
কোচিন আন্তর্জাতিক বিমান বন্দর কোচি কেরালা
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর দমদম পশ্চিমবঙ্গ
ইন্দিরা গান্ধি বিমানবন্দর পালাম নিউ দিল্লি
বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্টব্লেয়ার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ
বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমান বন্দর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ
ভোগাপুরম বিমান বন্দর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ
রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ তেলেঙ্গানা
লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুয়াহাটি আসাম
ডাবোলিম এয়ারপোর্ট গোয়া গোয়া
গোয়া আন্তর্জাতিক বিমান বন্দর মার্মাগাঁও গোয়া (কেন্দ্রশাসিত অঞ্চল)
সর্দার বল্লবভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমেদাবাদ গুজরাট
শ্রীনগর এয়ারপোর্ট শ্রীনগর জম্মু এবং কাশ্মীর
বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেঙ্গালুরু কর্ণাটক
ম্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ম্যাঙ্গালোর কর্ণাটক
কেম্পেগোদা আন্তর্জাতিক বিমান বন্দর বেঙ্গালুরু কর্ণাটক
দেবী ঐহিল্যবাঈ হোলকার এয়ারপোর্ট ইন্দোর মধ্যপ্রদেশ
রাজাভোজ আন্তর্জাতিক বিমান বন্দর ভোপাল মধ্যপ্রদেশ
ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বই মহারাষ্ট্র
ডঃ বাবাসাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাগপুর মহারাষ্ট্র
জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জয়পুর রাজস্থান
চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লক্ষৌ উত্তরপ্রদেশ
লালবাহাদুর শাস্ত্রী ইন্টান্যাশনাল এয়ারপোর্ট বারানসী উত্তরপ্রদেশ
গয়া আন্তর্জাতিক বিমান বন্দর গয়া বিহার
রক্সৌল বিমান বন্দর রক্মৌল বিহার
বিরসা মুন্ডা বিমান বন্দর রাঁচি ঝাড়খন্ড
তুলিহাল আন্তর্জাতিক বিমান বন্দর ইম্ফল মণিপুর
বিজু পটনায়েক আন্তর্জাতিক বিমান বন্দর ভুবনেশ্বর ওড়িশা

এটিও পড়ুন –ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা PDF সহ

Leave a Reply

4 × 2 =