উত্তর দিনাজপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগের একটি জেলা। এই জেলার জন্ম হয় ১৮ই চৈত্র ১৩৯৮ বঙ্গাব্দে (১৯৯২ সালের ১লা এপ্রিল), পুর্ব্বতন দিনাজপুর জেলাকে দুটি ভাগে বিভক্ত করে। এটি রায়গঞ্জ মহকুমা এবং ইসলামপুর মহকুমা নিয়ে গঠিত, রায়গঞ্জ এই জেলার জেলাসদর৷
উত্তর দিনাজপুর সম্পর্কিত জানা অজান প্রশ্ন উত্তর
প্রঃ উত্তর দিনাজপুর জেলার সীমানা বর্ণনা করাে।
উঃ পুর্বে বাংলাদেশ রাষ্ট্র, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলা; উত্তরে দার্জিলিং জেলা; দক্ষিণে
মালদহ জেলা পশ্চিমে বিহার রাজ্য।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার আয়তন কত?
উঃ ৩,১৮০ বর্গ কিলােমিটার।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোনটি ?
উঃ রায়গঞ্জ।
এটিও পড়ুন – জেনারেল নলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
প্রঃ উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে প্রবাহিত জাতীয় সড়কগুলি কী কী?
উঃ ৩৪ নং জাতীয় সড়ক এবং ৩১ নং জাতীয় সড়ক। প্রঃ উত্তর দিনাজপুর জেলার জনসংখ্যা কত?
উঃ ২৪,৪১,৮২৪ জন; পুরুষ—১২,৬০,৭৪৭ জন; মহিলা-১১,৮১,০৭৭ জন।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার লােকবসতির ঘনত্ব প্রতি বর্গকিমিতে কত জন?
উঃ ৭৭৮ জন।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার সাক্ষরতার হার কত শতাংশ?
প্রঃ উত্তর দিনাজপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত কয়েকটি নদীর নাম উল্লেখ করাে।
উঃ আত্রাই, কুলিক, মহানন্দা, নাগর ও গামর। প্রঃ উত্তর দিনাজপুর জেলার থানা কয়টি?
উঃ ১০টি।
প্রঃ জেলার কোন মহকুমা অঞ্চলকে চিকেন নেক বলা হয় এবং কেন বলা হয়?
উঃ ইসলামপুরকে ‘চিকেন নেক বলা হয়, কারণ এই অঞ্চল মুরগীর গলার মতাে সরু, লম্বা
এলাকা সম্পন্ন।
প্রঃ এই জেলার সঙ্গে সম্পর্কিত সবথেকে প্রশস্ত নদী কোনটি?
উঃ মহানন্দা।
প্রঃ উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত একটি পাখিরালয়ের নাম কী?
উঃ কুলিক অভয়ারণ্য।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
উঃ সড়কপথ।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার কয়েকটি প্রধান কৃষিজ দ্রব্যগুলি কী কী?
উঃ ধান, পাট, আখ, আনারস ও গম।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার ব্লক কটি?
উঃ ১০টি।
প্রঃ কত সালে দিনজপুরকে দু-টুকরাে করা হয়?
উঃ ১৯৪৭ সালে।
প্রঃ অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে কোথায় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ঘটে?
উঃ অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে দিনাজপুর ও রংপুর জেলায় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ঘটে।
প্রঃ খােয়ার কাকে বলে ?
উঃ উত্তর দিনাজপুর জেলার কাঁকরময় অঞ্চলকে স্থানীয় ভাষায় খােয়ার বলে।
প্রঃ দিনাজপুর নাম কীভাবে হয়? উঃ ‘দনজু’ শব্দটি ফরাসী ঐতিহাসিক উচ্চারণে দনােজ থেকে দিনাজপুর নামটি হয়।
প্রঃ উত্তর দিনাজপুরের মহকুমা কয়টি ও কী কী?
উঃ দুটি। যথা—রায়গঞ্জ ও ইসলামপুর।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার কোন স্থানে ৩৪ এবং ৩১ নং সড়ক মিলিত হয়েছে?
উঃ ডালখােলা।
প্রঃ উত্তর দিনাজপুর জেলা প্রাচীনকালে কোন্ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ?
উঃ পুণ্ড্রবর্ধন রাজ্য।
উত্তর দিনাজপুর জেলা
প্রঃ উত্তর দিনাজপুর জেলার আয়তন কত? উঃ ৩১৮০ বর্গ কিমি।
প্রঃ উত্তর দিনাজপুর জেলায় প্রতি হাজার হেক্টরে কৃষিজমির ভাগ কত?
উঃ ৪৪৭.০১৬ ভাগ।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার শহরাঞ্চলে কত শতাংশ কৃষিজমি রয়েছে?
উঃ ১৩.১৩ শতাংশ।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার জনসংখ্যা কত?
উ : ২৪,৪১,৮২৪ জন।
প্রঃ উত্তর দিনাজপুর জেলায় সাক্ষর জনগণের সংখ্যা কত?
উ : ৯,৪১,৮২২ জন।
প্রঃ উত্তর দিনাজপুর জেলায় সাক্ষরতার হার কত শতাংশ?
উ : ৪৮.৬৩ শতাংশ।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার পূর্বদিকে কোন্ দেশ অবস্থিত?
উঃ বাংলাদেশ।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার পশ্চিমে কোন্ রাজ্য অবস্থিত?
উঃ বিহার।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার জেলা সদর কোনটি?
উঃ রায়গঞ্জ।
প্রঃ উত্তর দিনাজপুর জেলায় কটি গ্রাম পঞ্চায়েত আছে?
উঃ দুটি ; রায়গঞ্জ ও ইসলামপুর।
প্রঃ উত্তর দিনাজপুর জেলায় কটি মহকুমা আছে?
উঃ ৯৯টি।
প্র : উত্তর দিনাজপুর জেলায় পুরসভা কটি?
উঃ ৩টি।
প্রঃ উত্তর দিনাজপুর জেলায় কটি থানা ও ব্লক আছে?
উঃ ১০টি থানা ও ৯টি ব্লক আছে।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এমন কয়েকটি নদীর নাম লেখ।
উঃ মহানন্দা, কুলিক আত্রাই, নাগর ও গামর।
প্রঃ উত্তর দিনাজপুর জেলার কয়েকটি প্রধান কৃষিজ দ্রব্যের নাম লেখ।
উ : ধান, পাট, আখ, আনারস ও গম।
এটিও পড়ুন – বিখ্যাত হিন্দি সিনেমার পরিচালক এর তালিকা ও ছবির নাম