উদ্ভিদ জগতের কথা, উদ্ভিদ জগত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর, জেনে নিন উদ্ভিদ জগত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর, ডাউনলোড ৫০০+ উদ্ভিদ জগত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর, উদ্ভিদ জগত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF
উদ্ভিদ জগত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : উদ্ভিদ কাদের বলে?
উত্তর : যারা মাটি ভেদ করে ওপরে ওঠে, হাঁটাচলা করতে পারে না, তাদের উদ্ভিদ বলে।
প্রশ্ন : উদ্ভিদের প্রাণ আছে কে প্রমাণ করেন?
উত্তর : বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু।
প্রশ্ন : উদ্ভিদ কে কয়’ভাগে ভাগ করা হয় ?
উত্তর : অপুষ্পক ও সপুষ্পক এই দুই ভাগে। এগুলির মধ্যে আছে লতা জাতীয়, গুল্ম জাতীয়, বৃক্ষ জাতীয়, ঘাস জাতীয় উদ্ভিদ। প্রশ্ন : উদ্ভিদ থেকে আমরা কী পাই? উত্তর ও অক্সিজেন, খাদ্য, বস্ত্রের উপাদান, কাঠ, ওষুধ পত্র, মশলা, গন্ধদ্রব্য, কাগজের উপাদান ইত্যাদি।
প্রশ্ন : খাদ্যের ব্যাপারে তৃণভােজী প্রাণী কাদের ওপর নির্ভর করে?
উত্তর : উদ্ভিদের ওপর। গাছের বয়স কীভাবে জানা যায়?
উত্তর : গাছের গুড়ি কাটলে যে গোলাকার দাগ দেখা যায় তা দেখে।
প্রশ্নঃ পৃথিবীতে কত রকমের উদ্ভিদ আছে ?
উত্তরঃ প্রায় সাড়ে তিন লক্ষ রকমের।
প্রশ্নঃ উদ্ভিদের দেহ সবুজ কেন ?
উত্তরঃ উদ্ভিদের পাতায় এবং দেহে, সবুজ কণা বা ক্লোরোফিল আছে বলে সবুজ।
প্রশ্নঃ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?
উত্তর : মূল বা শিকড় দিয়ে মাটি থেকে টানা রসকে পাতার সবুজ কণা সূর্যালােকের উপস্থিতিতে বাতাস থেকে গ্রহণ করা কার্বন ডাই-অক্সাইড গ্যাসের সাহায্যে খাদ্যে পরিণত করে।
প্রশ্নঃ খাদ্য তৈরির সময় উদ্ভিদ বাতাসে কী যােগ করে ?
উত্তর : অক্সিজেন গ্যাস।
প্রশ্ন : গাছের রান্নাঘর কোনটি?
উত্তর : পাতা।
প্রশ্ন : গাছের কটি অংশ?
উত্তরঃ- ৬ টি। মূল, কাণ্ড, শাখা, পাতা, ফুল ও ফল।
এটিও পড়ুন – জীবন বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর – জীবন বিজ্ঞান 1000+ জিকে
প্রশ্ন : গাছ কী শ্বাস নেয় ?
উত্তর : হাঁ, পাতার অসংখ্য ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়।
প্রশ্ন : কোন গাছ তাড়াতাড়ি বাড়ে?
উত্তর : বাঁশ জাতীয় গাছ।
প্রশ্ন : সবচেয়ে বড় ঘাস কী ?
উত্তর : বাঁশ।
প্রশ্ন : সবচেয়ে উঁচু গাছ কী ?
উত্তর : রেড উড, প্রায় ১১১ মিটার উঁচু।।
প্রশ্ন : কোন গাছ বেশি ফল দেয়?
উত্তর : আখরোট, বছরে ১ লক্ষ।
প্রশ্ন : বেশিদিন ধরে ফল দেয় কোন গাছ?
উত্তর: ন্যাসপাতি গাছ, প্রায় ৩০০ বছর।
প্রশ্ন : পাতা থেকে জন্মায় কোন গাছ?
উত্তর : পাথরকুচি।
প্রশ্ন : পাতা নেই কোন গাছের ?
উত্তর : ফণিমনসার।
প্রশ্ন : কান্ড থেকে চারা হয় কোন গাছের?
উত্তর : আলু, আদা, হলুদ।।
প্রশ্ন: স্পর্শ করলেই বন্ধ হয় কোন গাছের পাতা?
উত্তর : লজ্জাবতী লতার।
প্রশ্নঃ সূর্যের দিকে মুখ করে ফোটে কোন ফুল?
উত্তর : সূর্যমুখী ফুল।।
প্রশ্ন: পোকামাকড় খায় কোন গাছ?
উত্তর : ঘটপত্রী/কলসপত্রী গাছ।
প্রশ্ন : পোস্ত কোন গাছ থেকে পাওয়া যায় ?
উত্তর : আফিম গাছ থেকে।
প্রশ্ন : গদ কী?
উত্তর : বাবলা গাছের আঠা।
প্রশ্ন : লবঙ্গ কী ?
উত্তর : এক জাতীয় গাছের ফুল।।
প্রশ্ন : দারুচিনি কী ?
উত্তর: একজাতীয় গাছের ছাল।।
প্রশ্ন : জল পড়ে কোন গাছ থেকে?
উত্তর : পান্থপাদপ গাছ থেকে।
প্রশ্ন : ধুনা কী?
উত্তর : শাল জাতীয় গাছের আঠা। ভিক্টোরিয়া রিজিয়া
প্রশ্ন : কিসমিস কী?
উত্তর : শুকনো আঙুর ফল ।।
প্রশ্ন : রাবার কী?
উত্তর : হিভিয়া গাছের রস।
প্রশ্ন : একবার ফুল দিয়ে যে গাছ মরে যায় তাকে কী বলে?
উত্তর: ঔষধি গাছ।
প্রশ্ন : কুইনাইন হয় কোন গাছ থেকে?
উত্তর : সিঙ্কোনা গাছের ছাল থেকে।
প্রশ্ন : কোন গাছের ফল আলো দেয় ?
উত্তর : বংঙ্গিলুসব্যাং নামক গাছের ফল ১৫ মিনিট করে আলাে
প্রশ্ন : মিষ্টি গাছ কী? উত্তর ঃ স্টাভিয়া নামের গাছ। চিনির চেয়েও এর রস মিষ্টি।
প্রশ্ন : কোন গাছের পাতা সবচেয়ে বড় ? |
উত্তরঃ ভিক্টোরিয়া রিজিয়া পাতা। বের ১২ মিটার।
প্রশ্ন : কোন গাছের ফল আমার ফুল ?
উত্তর : ডুমুর গাছের।
প্রশ্ন : সুগন্ধি কাঠ কোন গাছ থেকে পাওয়া যায় ?
উত্তর : চন্দন গাছ থেকে।
প্রশ্ন : কোন গাছের ডাল থেকে ঝুরি নামে ?
উত্তর : বটগাছের।
প্রশ্ন : কোন গাছ ধীরে ধীরে বাড়ে?
উত্তর : লিবেন নামের গাছ।
প্রশ্ন : পরগাছা কাদের বলে ?
উত্তরঃ যে গাছ অন্য গাছের গায়ে জন্মায়, তাদের পরগাছা বলে।
প্রশ্ন : সবচেয়ে বড় ফুল কী?
উত্তরঃ র্যাফ্লে সিয়া আনল্ডি।
প্রশ্ন : কম্পাস ট্রি কাকে বলে?
উত্তর: আমেরিকায় একরকম গাছ আছে যাদের পাতাগুলি একটি উত্তরে অপরটি দক্ষিণে মুখ করে থাকে। দিক নির্ণয়ে সুবিধা হয় বলে এদের কম্পাস ট্রি বলে।
এটিও পড়ুন – ইতিহাস সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর – 1000+ History GK
প্রশ্ন : ফাঁস মূল দেখা যায় কোন উদ্ভিদের?
উত্তর : সুন্দরী, গরান প্রভৃতি উদ্ভিদ।।
প্রশ্ন : কোন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায় ?
উত্তর : পাইন গাছ থেকে।
প্রশ্ন : কোন গাছ তুড়ি দিলে নাচে?
উত্তর : বনচাড়াল গাছ।
প্রশ্ন : সাবাই, উলু কী ?
উত্তর : এক ধরনের ঘাস।
প্রশ্নঃ ভারতের প্রধান খাদ্য ফসল কী?
উত্তর – ধান
প্রশ্ন হালকা ও পলকা গাছ কী ?
উত্তর : শালারা জলাভূমিতে জন্মায়।।
প্রশ্ন : তৈলবীজ কী?
উত্তর : যে সমস্ত উদ্ভিদের বীজ থেকে তেল পাওয়া যায়, তাদের তৈলবীজ বলে। যেমন সরিষা, তিসি, তিল, ইত্যাদি।
প্রশ্ন আকর্ষ আছে কোন কোন গাছে ?
উত্তর ঃ লাউ, কুমড়া, ইত্যাদি।
প্রশ্ন : কোন গাছের মূলে বা শিকড়ে গুটি বা অর্বুদ আছে?
উত্তর : মটর গাছের।
প্রশ্ন : কফি কী?
উত্তর : এক জাতীয় গাছের ফলকে গুঁড়ো করে কফি তৈরি হয়।
প্রশ্ন : বেলা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন ফুলের রং পরিবর্তন হয় ?
উত্তর ঃ স্থলপদ্মের।
প্রশ্ন : সোনার আঁশ কাকে বলে?
উত্তর : পাটকে।
প্রশ্ন : মানুষখেকো গাছ কোথায় দেখা যায় ?
উত্তর : মাদাগাস্কারে। আনারস গাছের মতো দেখতে ১০ ফুট কাণ্ড এবং ১২ ফুট লম্বা ১ ফুট চওড়া পাতা বিশিষ্ট এক ধরনের গাছ।
প্রশ্ন : সবুজ বেলুন বলে কোন গাছকে?
উত্তর : ৬০ হাজার ঘনফুট এর মতে জল ধারণ করতে পারে ৫০ ফুটের মতাে উচু গাছটির নাম ‘সাগুয়ারো ক্যাকটাস’। গাছ দেখা যায় দক্ষিণ আফ্রিকার মরুভূমিতে।
প্রশ্ন : নাগরদোলা গাছ কাকে বলে?
উত্তর: মধ্য আফ্রিকার তৃণভূমিতে ‘মেরিগাে ট্রি’ নামের গাছ। যার উপরের অংশ মাঝে মাঝে ঘােরে। দূর থেকে দেখলে মনে হয় নাগরদোলা ঘুরছে।
প্রশ্ন: শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদের?
উত্তর : সুন্দরী, গরান প্রভৃতি উদ্ভিদ।।
প্রশ্ন : কোন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায় ?
উত্তর: পাইন গাছ থেকে।
প্রশ্ন : কোন গাছ তুড়ি দিলে নাচে?
উত্তর : বনচাড়াল গাছ।
প্রশ্ন : সবাই, উলু কী?
উত্তর: এক ধরনের ঘাস।
প্রশ্ন : কোন কোন গাছ থেকে ওষুধ পাওয়া যায় ?
উত্তর: সিঙ্কোনা, সর্পগন্ধা, ধুতুরা, অর্জুন ইত্যাদি।
প্রশ্ন : ফসলকে কয়’ভাগে ভাগ করা হয় ?
উত্তর: ৬ ভাগে। ১) খাদ্য ফসল, ২) ততু ফসল, ৩) পানীয় ফসল, ৪) তৈলবীজ, ৫) ডালজাতীয়। ফসল, ৬) শর্করা জাতীয় ফসল, এছাড়াও রবি ফসল ও খারিফ ফসল।
প্রশ্ন : বাগিচা ফসল কী কী ?
উত্তর : চা, কফি, রাবার।
প্রশ্ন : কোন গাছ কাঁদে?
উত্তর : কেনারী দ্বীপের লরেল গাছ।