এককথায় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর: এই পোষ্টে ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করা হল। বিভিন্ন চাকুরী পরীক্ষায় উক্ত প্রশ্ন উত্তরগুলি কাজে আসবে। নিম্নে এককথায় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হল-
এককথায় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
প্রশ্নঃ- অথর্ব বেদ অনুসারে যৌথ সাম্রজ্য ১৮ ভাগে বিভক্ত , এই প্রতিটি বিভাগকে কী বলা হতে।
উত্তরঃ – তীর্থ।
প্রশ্নঃ- কোন সুলতান সর্বপ্রথম ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরােপ করেছিল?
উত্তরঃ — ফিরোজ শাহ তুঘলক।
প্রশ্নঃ- সুফীবাদী ফেরদৌসী কোথায় জনপ্রিয়তা লা করেছে।
উত্তরঃ — বিহার।
প্রশ্নঃ- কানপুর লেবার অনুসন্ধান কমিটির প্রধান কে ছিলেন ?
উত্তরঃ – রাজেন্দ্র প্রসাদ।
প্রশ্নঃ- কে ভারতের চতুরপ্রান্তে চারটি মঠ স্থাপন করেন?
উত্তরঃ শঙ্করাচার্য।
প্রশ্নঃ- অপ্রধান কার রাজসভায় বিরাজমান ছিল?
উত্তরঃ– শিবাজি।
প্রশ্নঃ- শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থসাহেব লেখা শেষ হয় কোন শিখ গুরুর সময়কালে?
উত্তরঃ – অর্জুন দেবের।
প্রশ্নঃ- শিবাজী কত সালে মারা যান?
উত্তরঃ —১৬৮০ সালে।।
প্রশ্নঃ- কৌটিল্য মৌর্য সমাজকে ক’টি ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ – ৭ টি।
প্রশ্নঃ- অজন্তা গুহাচিত্র কোন বিষয়ের উপর ভিত্তি করে চিত্রগুলি অঙ্কিত হয়?
উত্তরঃ— জাতক কাহিনীর উপর ভিত্তি করে।
প্রশ্নঃ- গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী কবে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ —১৬৯৯ সালের ১৩ এপ্রিল।
প্রশ্নঃ- কোন মুঘল সম্রাট তামাক ও ধূমপান বন্ধ করলেও তা পরিপূর্ণতা পায়নি?
উত্তরঃ – ঔরঙ্গজেব।
প্রশ্নঃ- ভারতের মধ্যযুগে কোন রাশিয়ান পর্যটক ভারতে আসেন?
উত্তরঃ – নিকিতিন।
প্রশ্নঃ- চোল রাজাদের গ্রাম শাসন সম্পর্কে আমরা জানতে পারি কোন প্রশস্তি থেকে?
উত্তরঃ উত্তর মেরুর প্রশস্তি থেকে।
প্রশ্নঃ- মৌর্য শাসকদের নগদ অর্থ রাজস্ব আদায়কে কি বলা হয়?
উত্তরঃ – হিরণ্য।।
প্রশ্নঃ- মহারাজা সেলুকাস ১ নাটোর কার সমসাময়িক ছিলেন?
উত্তরঃ – চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্নঃ- মনুস্মৃতি গ্রন্থটি কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয়েছে?
উত্তরঃ– আইন।
প্রশ্নঃ- চিতাের অবস্থিত কীর্তি স্তম্ভ কে তৈরী করেন ? –
উত্তরঃ রানাকুম্ভ
প্রশ্নঃ- মহাপদ্ম নন্দ কত খ্রিঃ মগধের সিংহাসনে বসেন?
উত্তরঃ ৩৬২ BC।
প্রশ্নঃ- প্রথম বৌথ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তরঃ মহাকাশ্যপ |
প্রশ্নঃ- কে প্রথম মহাবীরের শিষ্যত্ব গ্রহণ করেন १
উত্তরঃ – জামালী।
প্রশ্নঃ- খরোষ্ঠী ভাষা কোথা থেকে সৃষ্টি হয়েছে?
উত্তরঃ – পারসিকদের আরামাইক লিপি থেকে।
প্রশ্নঃ- তৃতীয় সঙ্গম অনুষ্ঠিত হয় মাদুরাইতে। এর সভাপতি কে ছিলেন?
উত্তরঃ নাকিব্বার।
প্রশ্নঃ- কাদম্বরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ – ময়ুর সারমন।
প্রশ্নঃ- গাড়ব হাল বংশীয় রাজাদের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ – কনৌজ।
প্রশ্নঃ- অজয় মেরু (আজমির) শহরের প্রতিষ্ঠাতা কে?-
উত্তরঃ অজয়রাজা।
প্রশ্নঃ- বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেছেন?
উত্তরঃ- ললিতাদিত।
প্রশ্নঃ- সুলতান মামুদের সভাকবির নাম কী ছিল?
উত্তরঃ – ফিরদৌসী।
প্রশ্নঃ- কুতুবঊদিনের পর কোন সুলতান সিংহাসনে বসেন?
উত্তরঃ – আরাম শাহ।
প্রশ্নঃ- সৈয়দ বংশ কত খ্রিঃ দিল্লীর সিংহাসনে বসেন?
উত্তরঃ 1414 A.D.
প্রশ্নঃ- শিবাজীর গুরুর নাম কী?
উত্তরঃ – রামদাস।।
প্রশ্নঃ- ভারতের প্রথম পর্তুগীজ গভর্নর এর নাম কী?
উত্তরঃ – ডি আলিমেইভা (১৫০৫-০৯)।
প্রশ্নঃ- ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- মার্চ ১৬৬২।
প্রশ্নঃ- ১৮৯২ সালে প্রতিষ্ঠিত মাদ্রাজ হিন্দু অ্যাসােসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ – বিরেজালিম পান্টালু।
প্রশ্নঃ- কোন সালে ভারতীয় প্রদেশগুলিতে দ্বৈত শাসন প্রবর্তিত হয়?
উত্তরঃ —১৯১৯ সালে।
প্রশ্নঃ- সবচেয়ে প্রাচীন বেদের নাম কী?
উত্তরঃ- ঋকবেদ।
প্রশ্নঃ- মহাবীর কবে, কোথায় জীবনাবসান হয়?
উত্তরঃ – ৪৬৮ খ্রিস্টপূর্বাব্দ পাব়ং নগরীতে
এগুলিও পড়ুন
ডাউনলোড করুন – PDF ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
ট্যাগঃ
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ডাউনলোড ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, PDF ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ফ্রী ডাউনলোড ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ভারতীয় ইতিহাস