You are currently viewing স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা মন্ত্রীদের তালিকা

স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা মন্ত্রীদের তালিকা

স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভাঃ এই পোষ্টে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা মন্ত্রীদের তালিকা শেয়ার করা হল। সকল শিক্ষার্থী বন্ধুদের চাকুরী পরীক্ষার জন্য কাজে আসবে। নিম্নে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা মন্ত্রীদের তালিকা দেওয়া হল।

স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা মন্ত্রীদের তালিকা

মন্ত্রীদের নাম  পদের নাম
জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, বহির্বিষয়ক ও রাষ্ট্রসঙ্-সম্পর্কিত, বৈজ্ঞানিক গবেষণা
সর্দার বল্লভভাই প্যাটেল উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার ও রাজ্য বিষয়ক মন্ত্রী
ডঃ রাজেন্দ্র প্রসাদ খাদ্য ও কৃষি
মৌলানা আবুল কালাম আজাদ শিক্ষা
ডঃ জন মাথান রেল ও পরিবহণ
সর্দার বলদেব সিং প্রতিরক্ষা
জগজীবন রাম শ্রমমন্ত্রী
 সি. কে. ভাষা বাণিজ্য।
রফি আহমেদ কিদোয়াই যোগাযোগ
রাজকুমারী অমৃত কাউর স্বাস্থ্যমন্ত্রী
ডঃ বি. আর. আম্বেদকর আইন।
আর. কে. সম্মুখম চেট্টি অর্থ
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিল্প ও সরবরাহ
এন. ভি. গ্যাডগিল কর্মী, খনি ও বিদ্যুৎ

বিশেষ দ্রষ্টব্যঃ  (১৯৪৭ সালের ১৫ আগষ্ট থেকে ১৯৫১ সালের ২ আগষ্ট)

এগুলিও পড়ুন –

 

Leave a Reply