You are currently viewing কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর

কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর

কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তরঃ এই পোষ্টে কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। যে সকল ছাত্র ছাত্রী কম্পিউটার বিষয় নিয়ে পড়াশোনারত তাদের এগুল খুব কাজে আসবে। নিম্নে কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল। এটিও পড়ুন – ভারতবর্ষ নিয়ে ছোটদের কিছু প্রশ্ন উত্তর

কম্পিউটার কিছু প্রশ্নও ও উত্তর

►কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।
◆ কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় CPU  কে।
◆CPU এর পুরো কথাটি –  সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট।
◆Microsoft এর কর্ণধারের নাম – বিল গেটস।
◆একটি CD রম ড্রাইভের ক্যাপাসিটি হোলো 700 মেগাবাইট।
◆ ইন্টারনেটের জনক  বলা হয় ভিন্সেন্ট কার্ফ  কে।
◆ BIT  হোলো কম্পিউটারের বেসিক ইউনিট।এর দুটি ভ্যালু এক এবং শূন্য।
◆ ই- কমার্সে ভারতের স্থান 17তম।
◆ চারটি BIT এর সমন্বয় কে NIBBLE  বলে।
◆ বিশ্বের প্রথম বিদুৎ চালিত কম্পিউটার হোলো ইনিয়াক।
◆ ANSI  এর পুরো নাম American National Standard Institute.
◆ C হোলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর পরিভাষা।
◆ কম্পিউটারের সব অংশ নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট ।
◆ 1 কিলোবাইট =1024 বাইট।
◆ ট্রান্সমিটারের কাজ হোলো তথ্য প্রেরণ করা।
◆পার্সোনাল কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যাবহার  করা হয় ,তাকে ডিস্ক অপারেটিং সিস্টেম বা DOS বলে।
◆কম্পিউটারের দুটি অংশ।হার্ডওয়্যার ও সফটওয়্যার।
◆ C,D,E,F এই চারটি হল হার্ড ডিস্ক ড্রাইভ।
◆ কম্পিউটারের  যাবতীয় হিসাব নিকেশ হয় বাইনারি সিস্টেমে।
◆ CPU  এর পুরো কথাটি হোলো Central Processing Unit.
◆ Byte হোলো আট টি bit এর সমন্বয়।
◆ চিকাগো হোলো উইন্ডোজ – 95 এর কোড নাম।
◆ ব্যাবসার কাজে ব্যবহৃত প্রোগ্রামিংয়ের ভাষা হোলো COBOL.
◆ http এর সম্পূর্ণ নাম –  Hyper Text Transfer Protocol.
◆ 1 টেরাবাইট = 1024 গিগাবাইট।

গুরুত্বপূর্ণ কম্পিউটার জিকে

► Microsoft এর কর্ণধারের নাম কি ?
উঃ বিল গেটস ।
► কম্পিউটার ভাইরাস এর পুরো নাম কি ?
উঃ ভাইটাল ইনফরমেশান রিসোরসেস আন্ডার সিইজ ।
► মেইন ফ্রেম কম্পিউটার এর উদাহরন দাও ?
উঃ CRAY , PARAM , CYBER , DECIO , IBM 5390
► ফ্লপি ড্রাইভ কবে চালু হয় ?
উঃ ১৯৭০ সালে । আইবিএম চালু করে ।
► সাধারন ৩.৫ ইঞ্চি ফ্লপির মেমরি কত ?
উঃ ১.৪৪ মেগাবাইট
► প্রিন্টার কয় রকমের হয় ?
উঃ প্রিন্টার ৩ রকমের – ডট ম্যাট্রিক্স , ইঙ্ক জেট , লেজার প্রিন্টার
►  PPM কি ?
উঃ প্রিন্টারের স্পিড মাপতে ব্যাবহার হয় PPM , এর অর্থ Page per minute ।
► ইমপ্যাক্ট প্রিন্টার কাকে বলে ?
উঃ ডট ম্যাট্রিক্স প্রিন্টারকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে ।
► dpi কি ?
উঃ dot per inch  ।
► EPROM  কি ?
উঃ  Eraseable , Programmable Read only Memory ।
► ই – মেইল এর ই অক্ষরের অর্থ কি ?
উঃ ই এর অর্থ ইলেকট্রনিক ।
► কম্পিউটার কী বোর্ডে কতগুলো ফাংশান থাকে ?
উঃ ১২ টি ।
► কত সালে পেন্টিয়াম প্রসেসর চালু হয় ?
উঃ ১৯৯৩ সালে ।
► কম্পিউটারের মেমরী গতি কোন এককে মাপা হয় ?
উঃ মেগাহার্টজ ।
► Nibble কী ?
উঃ চারটি  Bit এর সমন্বয়কে Nibble বলে ।
► ইন্টারনেটের জনক কাকে বলা হয় ?
উঃ রবার্ট টেলর ।
► বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি ?
উঃ ইনিয়াক ।

► তড়িৎ যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার কে তৈরি করেছিলেন ?
উঃ হাওয়ার্ড একেন ।
► EMU-র কাজ কি ?
উঃ কম্পিউটারে গাণিতিক বিষয়ের সমস্যা সমাধান করা ।
►BUG কাকে বলে ?
উঃ কম্পিউটার প্রোগ্রামের কোনো ভুলকে BUG  বলে ।
► FORTRAN কী কাজে ব্যাবহার করা হয় ?
উঃ উচ্চ পর্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । বিজ্ঞান ও গাণিতিক বিষয়ে কাজের জন্য এটা ব্যবহার হয় ।
►Terminal কী ?
উঃ এটি যন্ত্র বা পয়েন্ট যেখান থেকে কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করা হয় ।
►Byte কী ?
উঃ ৮ টি bit কে একসাথে Byte বলা হয় ।
►Word  কী ?
উঃ কম্পিউটারের ভাষায় ২ বা তার বেশী  Byte কে Word বলে ।
►ই- কমার্সে ভারত কততম ?
উঃ ১৭ তম ।
► মোডেম কয় প্রকারের ও কিকি ?
উঃ মোডেম তিন প্রকারের , ডেক্সটপ মোডেম , পোর্টবেল মোডেম , ইন্টারনাল মোডেম ।
►স্ক্যানারের রেজলিউশান কত হয় ?
উঃ 600×1200 dpi , 300 dpi ইত্যাদি ।
► ভারতের প্রথম কম্পিউটার প্রস্তুতকারী সংস্থার নাম কি ?
উঃ WIPRO

এটিও পড়ুন –চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত প্রশ্ন ও উত্তর

This Post Has One Comment

  1. Unknown

    Madhyamik madrasha exam date kabe habe

Leave a Reply