You are currently viewing ভারতবর্ষ নিয়ে ছোটদের কিছু প্রশ্ন উত্তর

ভারতবর্ষ নিয়ে ছোটদের কিছু প্রশ্ন উত্তর

ভারতবর্ষ নিয়ে ছোটদের কিছু প্রশ্ন উত্তর। জেনে নিন ভারতবর্ষ নিয়ে ছোটদের কিছু প্রশ্ন উত্তর । ভারতবর্ষ নিয়ে ছোটদের কিছু প্রশ্ন উত্তর PDF, ডাউনলোড ভারতবর্ষ নিয়ে ছোটদের কিছু প্রশ্ন উত্তর , [জেনে নিন- খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর]

ভারতবর্ষ নিয়ে ছোটদের কিছু প্রশ্ন উত্তর

প্রশ্ন : আমাদের দেশের নাম কী?
প্রশ্ন : ভারতবর্ষ নাম হল কেন?
উত্তর : ভারতবর্ষ।
উত্তর ঃ প্রাচীন কালে ‘ভরত নামে এক রাজা এখানে রাজত্ব করতেন। তাঁর নামানুসারেই এদেশের নাম হয় ভারতবর্ষ। পর্বত ও সমুদ্র বেষ্টিত ভূখণ্ডকে ভারতবর্ষ বলা হয়। ভারতবর্ষের ভৌগলিক অবস্থান হিমালয় পর্বতমালা ও ভারত মহাসাগর দ্বারা পরিবেষ্টিত।
প্রশ্নঃ ভারতবর্ষ “হিন্দুস্থান” নামে কীভাবে পরিচিত?
উত্তর : আর্যরা এদেশে এসে সিন্ধু নদের তীরে বাস করতে থাকে। প্রাচীন সভ্য জাতিরা স’ কে হ’ ভৌগলিক অবস্থান হিমালয় পর্বতমালা ও ভারত মহাসাগর দ্বারা পরিবেষ্টিত।উচ্চারণ করত। সিন্ধুর অধিবাসীরা হিন্দু নামে পরিচিত ছিল। হিন্দুদের বাসস্থান থেকেই হিন্দুস্থান।
প্রশ্ন : ভারতের সীমানা কী?
উত্তর : ভারতের উত্তরে হিমালয় পর্বত, চীন দেশ, নেপাল এবং ভূটান রাজ্য; পূর্বে বঙ্গোপসাগর, বাংলাদেশ ও মায়ানমার (ব্রহ্মদেশ); দক্ষিণে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা; পশ্চিমে আরব সাগর ও পাকিস্তান রাষ্ট্র।
প্রশ্ন : ভারত কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর : এশিয়া মহাদেশে।
প্রশ্নঃ আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তরঃ সপ্তম।
প্রশ্নঃ ভারতের রাষ্ট্রভাষা কী?
উত্তরঃ হিন্দি।
প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকার রংগুলি কিসের প্রতীক?
উত্তরঃ ভারতের জাতীয় পতাকায় ৩টি রং আছে। উপরে গেরুয়া রং ত্যাগের প্রতীক, মাঝে সাদা শান্তির প্রতীক, নীচে সবুজ শৌর্জ ও বিশ্বাসের প্রতীক, সাদা অংশে অশোকচক্র উন্নতি ও প্রগতির।
প্রশ্নঃ ভারত জাতীয় সংগীত কি?
উত্তর ও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগনমন অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা।
জেনে নিন- পৃথিবীর সপ্তম আশ্চর্য সম্পর্কিত জানা অজানা

প্রশ্ন ও ভারতের জাতীয় স্তোত্র কী?
উত্তরঃ ‘বন্দেমাতরম’ মন্ত্র। রচয়িতা বঙ্কিমচন্দ্র।
প্রশ্ন : ভারতের জাতীয় ধ্বনি কী ?
উত্তর : জয় হিন্দ।
প্রশ্ন : ভারতের জাতীয় আদর্শ কী? উত্তর : সত্যমেব জয়তে। অর্থাৎ সত্যই জয়লাভ করে। অশোক স্তম্ভের নিচে লেখা।
প্রশ্ন : ভারত কবে স্বাধীনতা লাভ করেছে?
উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগষ্ট।
প্রশ্ন : জাতীয় ফুল কী?
উত্তর : পদ্মফুল। এই ফুল সৌন্দর্য্য ও ওষধিগুণের জন্য বিখ্যাত।
প্রশ্ন : জাতীয় ফল কী?
উত্তর : আম। এই ফল সর্বাধিক রসাল ও পুষ্টিকর।
প্রশ্ন : জাতীয় পশু কী?
উত্তর : বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগারের বসতি কেবলমাত্র ভারতবর্ষের বাদাবন অঞ্চল।
প্রশ্ন : জাতীয় পাখি কী?
উত্তরঃ ময়ূর। এই পাখি রাজকীয় সৌন্দর্য্যের জন্য বিখ্যাত এবং বাসস্থান ভারতবর্ষ।
প্রশ্ন : জাতীয় প্রতীক কী?
উত্তরঃ অশােকস্তম্ভ। এতে চারটে সিংহ-মূর্তি আছে। এই মূর্তি রাজকীয় বিক্রম অর্থাৎ ভারত বর্ষের সার্বভৌমিতার প্রতীক বলে স্বীকৃত।  সার্বভৌমত্বের প্রতীক বলে স্বীকৃত।
প্রশ্ন : জাতীয় খেলা কী?
উত্তর : কবাডি বা হা-ডু-ডু।
প্রশ্ন : জাতির জনক কে?
উত্তরঃ মহাত্মা গান্ধী।
প্রশ্ন : ভারতে ক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে?
উত্তর : ২৫টি রাজ্য এবং ৭টি কেন্দ্র শাসিত অঞ্চল আছে।
প্রশ্ন : ভারতের রাজধানী কী?
উত্তরঃ নতুন দিল্লী।

এটিও পড়ুন – সৌরজগতের কথা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

প্রশ্ন : বর্তমান উপরাষ্ট্রপতি কে?
উত্তর : শ্ৰী হামিদ আনসারি।
প্রশ্ন : বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ নরেন্দ্র দামোদর শিং মোদী।
প্রশ্ন : পৃথিবীতে জনসংখ্যায় ভারতের স্থান কোথায় ?
উত্তর : দ্বিতীয়। প্রথম চীন দেশ।
প্রশ্ন : ভারতকে উপমহাদেশ বলা হয় কেন?
উত্তর : বিশাল আয়তন, বিপুল জনসংখ্যা আর প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য ভারতকে উপমহাদেশ বলা হয়।
প্রশ্ন : ভারতে প্রথম কোন ইংরেজ আসেন?

উত্তর : টমাস স্টিফেন।।
প্রশ্ন : প্রাচীনকালে ভারতের কী নাম ছিল?
উত্তর : জম্বুদ্বীপ
প্রশ্ন : কোন বিদেশী পর্যটক প্রথম ভারতবর্ষের রাজসভায় উপস্থিত হন?
উত্তর ঃ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে গ্রীক দূত মেগাস্থিনিস আসেন।
প্রশ্ন : চীন দেশ থেকে কোন পর্যটক ভারতের রাজসভায় উপস্থিত হয়েছেন?
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে আসেন ফা হিয়েন। হর্ষবর্ধ রাজত্বকালে হিউয়েন সাঙ আসেন।
প্রশ্ন : মিশর থেকে আগত কোন ব্যক্তি ভারতবর্ষের মােঘল রাজদরবারে বিদেশি প্রতিনিধিরুপে সম্মানিত হন এবং তার ভ্রমণ বিবরণ রচনা করেন?
উত্তরঃ ইবন বতুতা। যার আসল নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ।
প্রশ্ন : কোন ভারতীয় পর্যটক তিব্বতে রাজসম্মান লাভ করেন?
উত্তরঃ দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ।
প্রশ্ন : মধ্য এশিয়া থেকে কোন্ রাজনৈতিক প্রতিনিধি ভারতে আসেন?
উত্তরঃ আবু রৈহান বা বিরুনী।।
প্রশ্ন : মুঘল যুগে কোন কোন পর্যটক ভারতে এসেছিলেন ?
উত্তর : আকবরের রাজত্বকালে ইংরেজ পর্যটক রালফ ফি; জাহাঙ্গীরের সময় টমাস রো; শাহজাহানের সময় ফরাসী পর্যটক টার্ভানিয়ে ও বার্নিয়ে এব সময় ইতালির মানুষ এসেছিলেন।
প্রশ্ন : ভারতের প্রতিবেশী দেশ ও রাজধানীর নাম বল।
উত্তরঃ পাকিস্তান-ইসলামাবাদ, বাংলাদেশ-ঢাকা, শ্রীলঙ্কা (সিংহল)- কলম্বো কাবুল, নেপাল—কাঠমান্ডু, ভুটান—থিম্পু, চিন—বেইজিং এবং মেয়ে ইয়াঙ্গুন।

Leave a Reply