You are currently viewing বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার প্রয়োগ এর তালিক PDF সহ
বৈজ্ঞানিক যন্ত্রপাতি

বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার প্রয়োগ এর তালিক PDF সহ

বৈজ্ঞানিক যন্ত্রপাতি :প্রযুক্তি হল কৌশল, দক্ষতা, পদ্ধতি ও প্রক্রিয়া সমষ্টি যা পণ্য ও সেবা উৎপাদনে অথবা উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হয় , যেমন বৈজ্ঞানিক অনুসন্ধান।প্রযুক্তির হতে পারে কৌশল ও প্রক্রিয়ার জ্ঞান অথবা এটি অন্তর্ভুক্ত হতে পারে শুধুমাত্র যন্ত্রের ধারণা যে এটি কিভাবে পরিচালিত হয় এগুলো সম্পর্কে বিশদ জ্ঞান ব্যতিরেকে।নিন্মে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার প্রয়োগ এর তালিক PDF সহ শেয়ার করা হল।

বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার প্রয়োগ এর তালিক PDF সহ ?

                                         বৈজ্ঞানিক যন্ত্র                     তার প্রয়োগ বা, ব্যবহার
 ১। অ্যামমিটার তড়িৎপ্রবাহের শক্তি পরিমাপক যন্ত্র
২। অ্যানিমোমিটার বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্র
৩। অডিওমিটার শ্রবণশক্তির পরিমাপক যন্ত্র
৪। অলটিমিটার বিশেষ ধরণের ব্যারোমিটার, যার সাহায্যে উচ্চতা মাপা হয়
৫। ম্যাগনেটোমিটার চৌম্বকত্ব নির্ণয়ের জন্য
৬। ল্যাকটোমিটার দুধের বিশুদ্ধতা পরীক্ষার যন্ত্র
৭। ব্যারোমিটার বায়ুচাপ মাপন যন্ত্র
৮। গ্যালভানোমিটার স্বল্পমাত্রার তড়িৎশক্তি পরিমাপক যন্ত্র
৯। হাইড্রোমিটার তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র
১০। থার্মোমিটার উষ্ণতা পরিমাপক যন্ত্র
১১। হাইগ্রোমিটার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র
১২। ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
 ১৩। বাইনোকুলার দূরের জিনিস দেখার যন্ত্র
১৪। ভিসকোমিটার তরলের সান্দ্রতা পরিমাপক যন্ত্র
১৫। স্ফিগমোম্যানোমিটার রক্তচাপ মাপক যন্ত্র
১৬। রেনগজ বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র

 

এটিও পড়ুন – ভারতে প্রথম বিশ্বযুদ্ধ প্রভাব সম্পর্কে প্রশ্ন উত্তর সহ

PDF এর বিষয় – বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার প্রয়োগ এর তালিক PDF সহ

PDF এর সাইজ – 356 kb

PDF এর পেইজ – 1 টা ।

DOWNLOAD লিঙ্ক –বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার প্রয়োগ এর তালিক PDF সহ

This Post Has 2 Comments

Leave a Reply