You are currently viewing বিভিন্ন প্রাণীর গর্ভকাল বা গর্ভধারণ

বিভিন্ন প্রাণীর গর্ভকাল বা গর্ভধারণ

বিভিন্ন প্রাণীর গর্ভকাল (Gestation period in some Animals):  গর্ভকাল (Gestation) হচ্ছে গর্ভসঞ্চার থেকে প্রসব অবধি বিস্তৃত নয় মাস সময় কাল; যখন জরায়ুতে ভ্রুণ ও প্রভ্রুণ বিকশিত হয়। স্তন্যপায়ী প্রাণী মাত্রই গর্ভ কালের সময় অতিক্রম করে জন্মগ্রহণ করে থাকে। তবে স্তন্যপায়ী নয় এমন কিছু প্রাণীতেও এমনটা দেখা যায়। গর্ভকালীন সময়ে স্তন্যপায়ী প্রাণীদের এক বা একাধিকবার একই সময় গর্ভকাল দেখা যেতে পারে। যেমনঃ বহু জন্মের ক্ষেত্রে।

বিভিন্ন প্রাণীর গর্ভকাল

বিভিন্ন প্রাণীর গর্ভকাল

প্রাণী
মানুষ 280 দিন (9 মাস 10 দিন)
বানর 50- 170 দিন
গরিলা 270 দিন
শিম্পাঞ্জি 250 দিন
গাধা 365 দিন
উট 400 দিন
ঘোড়া 330 দিন
ক্যাঙ্গারু 40 দিন
সিংহ 105 – 115 দিন
ইদুর 19-20 দিন
শুকর 114 দিন
খরগোশ 28- 30 দিন
বিড়াল 63 দিন
গরু 284 দিন
কুকুর 63 দিন
হাতি 624 দিন
শিয়াল 51 – 63 দিন
ছাগল 151 দিন
গন্ডার 540 দিন
ভেড়া 151 দিন
বাঘ 155 দিন
তিমি 330 – 365 দিন
জিরাফ 400 – 480 দিন
কাঠবিড়ালি 30- 40 দিন

File Details:

File Name: বিভিন্ন প্রাণীর গর্ভকাল

File Format:

No of Page: 1

File Size: 314

Download Link: Link 1 || Link 2

এগুলিও পড়ুন –

Leave a Reply