গ্রহ ও উপগ্রহ সম্পর্কিত প্রশ্ন উত্তর

গ্রহ ও উপগ্রহ সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ এই পোষ্টে গ্রহ ও উপগ্রহ সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। গ্রহ ও উপগ্রহ সম্পর্কিত প্রশ্ন উত্তর সকল ছাত্র ছাত্রী কাজে আসবে। নিম্নে গ্রহ ও উপগ্রহ সম্পর্কিত প্রশ্ন উত্তর এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – ম্যাপের কিছু কাল্পনিক রেখা ও তার নাম

গ্রহ ও উপগ্রহ সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ সৌর জগতে মােট গ্রহ কতটি?
উত্তরঃ  ৯টি (বর্তমানে ৮টি)

পৃথিবীর নিকটতম নক্ষত্র এর নাম কী?
উত্তরঃ -সূর্যের পর প্রক্সিমা সেন্টরাই -৪০ কোটি কিমি)
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এর নাম কী?
উত্তরঃ  বুধ। (কোন উপগ্রহ নেই) ।
সুর্যের নিকটতম ও দুরতম গ্রহ এর নাম কী?
উত্তরঃ  বুধ / প্লুটো (বর্তমানে নেপচুন)।।
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তরঃ  শুক্র। (উপগ্রহ নেই)।
পৃথিবীর আকৃতি কিরূপ?
উত্তরঃ  প্রায় অভিগত গোলক।
পৃথিবীর প্রকৃত আকৃতি কিরূপ?
উত্তরঃ— পৃথিবীর মত জিওয়েড।
পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন ও কত সালে?
উত্তরঃ- গ্রীক পণ্ডিত এরাটস্থেনিস, ৪৬,২৫০ কিমি।
পৃথিবীর মােট আয়তন কত?
উত্তরঃ  ৫১ কোটি ৫৪ লক্ষ বর্গ কিমি।
অন্তঃস্থ গ্রহগুলির নাম কী?
উত্তরঃ  বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল।
বহিঃস্থ গ্রহ গুলির নাম কী?
উত্তরঃ  বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।
ভারত থেকে শীতকালে সূর্যকে কেমন দেখায়?
উত্তরঃ  বড় দেখায়।
পৃথিবীর উচ্চতম স্থান এর নাম কী?
উত্তরঃ  এভারেস্ট (৮,৮৪৮ মিটার)।
পৃথিবীর নিম্নতম স্থান এর নাম কী?

উত্তরঃ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত (১১,০৩৫ কিমি)।

নীল গ্রহ পৃথিবী কয়টি?
উত্তর- (১টি উপগ্রহ)
লাল গ্রহ এর নাম কী?

উত্তরঃ মঙ্গল  (২টি উপগ্রহ-ডিমােস, ফোবস)।
উষ্ণতম গ্রহ এর নাম কী?
উত্তরঃ শুক্র। (উজ্জ্বলতম গ্রহ / বায়ুমন্ডলে (৯০-৯৫)% কার্বন ডাই অক্সাই
ধ্রুবতারা দেখা যায় না কোথায়?
উত্তরঃ – দক্ষিণ গোলার্ধে।।

সবুজাভ গ্রহ –
উত্তরঃ নেপচুন। (৮টি উপগ্রহ)
পৃথিবী থেকে চাঁদের উপরিভাগের কত শতাংশ দেখা যায়?
উত্তরঃ  প্রায় ৫৯%
বৃহস্পতির উপগ্রহ কয়টি?
উত্তরঃ  ১৬টি, শনি-২২, ইউরেনাস ১২টি।
কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক?
উত্তরঃ পৃথিবী।
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তরঃ  – বুধ।
সৌরজগতে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান কত তম?
উত্তরঃ —তৃতীয়।
আকৃতি সৌরজগতে পৃথিবীর স্থান কততম?
উত্তরঃ -পঞ্চম।
পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
উত্তরঃ-৬.৩৭১ কিমি.।
চাদের দিন ও রাত্রির মােট সময় কত?
উত্তরঃ -পৃথিবীর ১৪ দিনের সমান।
সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?
উত্তরঃ -গেনিমিড (বৃহস্পতির উপগ্রহ)।
সৌরজগতে যে দুটি গ্রহের মাঝে পৃথিবী আছে তার নাম কী?
উত্তরঃ —শুক্র ও মঙ্গল।
সৌরজগতের উজ্জ্বলতম ক্ষুদ্র গ্রহ(ASTEROID) এর নাম কী?
উত্তরঃ-ভেজা।
সৌরজগতের কম ঘনত্ব সম্পন্ন গ্রহ কোনটি?
উত্তরঃ -শনি।।
আকর্ষণ ক্ষমতাধারী সবচেয়ে শক্তিশালী গ্রহ কোনটি?
উত্তরঃ —বৃহস্পতি।।

 সৌরজগতের বৃহত্তম সর্বাপেক্ষা ঘনত্ব যুক্ত উপগ্রহ কোনটি?
উত্তরঃ -টাইটান (শনির উপগ্রহ)।
সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কে?
উত্তরঃ  বুধ।
পৃথিবীর ওজন কত?
উত্তরঃ —প্রায় ৬,৬৯৭ x ১০^১৮ টন।
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অপসূর) কত?

উত্তরঃ -১৫ কোটি ২০ লক্ষ কিমি.।
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অনুসূর)-১৪ কোটি ৭০ লক্ষ কিমি.।
পৃথিবীতে সূর্যের আলো আসতে কত সময় লাগে?
উত্তরঃ —৮ মিনিট ১৯ সেকেন্ড।
পৃথিবীর আহ্নিক গতির সময় কত?
উত্তরঃ —২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪.০৯ সেকেণ্ড।
পৃথিবীর পরিক্রমণ গতির সময় কত?
উত্তরঃ —৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেণ্ড।
পৃথিবীর বার্ষিক গতির বেগ/পৃথিবীর সূর্য প্রদক্ষিণ বেগ কত?
উত্তরঃ —৩০ কিমি./সেকেন্ড।
পৃথিবীর ক্ষেত্রফল কত?
উত্তরঃ —৫১,০১,০০,৫০০ বর্গ কিমি.।
পৃথিবীর স্থলভাগ কত?
উত্তরঃ —১৪,৮৯,৫০,৮০০ বর্গ কিমি.।
পৃথিবীর জলভাগ কত?
উত্তরঃ—৩৬,১১,৪৯,৭০০ বর্গ কিমি.।
পৃথিবীর মেরু বরাবর পরিধি কত?
উত্তরঃ—৪০,০০০ কিমি.।
পৃথিবীর বিষুবরেখা বরাবর পরিধির কত?
উত্তরঃ —৪০,০৬৭ কিমি.।
পৃথিবীর মেরু ব্যাস কত?
উত্তরঃ —প্রায় ১২,৭১৪ কিমি.।
পৃথিবীর বিষুব বরাবর ব্যাস কত?
উত্তরঃ —প্রায় ১২,৭৫৭ কিমি.।
পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত?
উত্তরঃ  প্রায় ৯৬ কোটি কিমি.।।
পৃথিবীতে মহাদেশের সংখ্যা কয়টি?
উত্তরঃ —সাতটি।।
পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি?
উত্তরঃ —পাঁচটি।

পৃথিবীর অক্ষ কক্ষ তলের সাথে হেলার পরিমাণ কত?
উত্তরঃ —৬৬(১/২)° কোণে।  [সারে ৬৬ ডিগ্রি]
পৃথিবীর ঋতু বৈচিত্র্য দেখা যায় না কোন অঞ্চলে?
উত্তরঃ —নিরক্ষীয় অঞলে ও মেরু অঞলে।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তরঃ —৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি.।
পৃথিবীর উপগ্রহ চাঁদের ব্যাস কত?
উত্তরঃ —৩,৪৭৫ কিমি.।
পৃথিবীকে চাঁদের পরিক্রমণ সময় কত?
উত্তরঃ —২৭ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট ১১.৪৭ সেকেণ্ড।
চাদের দৈনিক তাপমাত্রা কত?
উত্তরঃ —দিনে ১০০° সেন্টিগ্রেড, রাত্রে ১৮০° সেন্টিগ্রেড।
চাঁদের সর্বোচ্চ পর্বত এর নাম কী?
উত্তরঃ  লিবনিজ (১০,৬৬০ মিটার)।
পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় লাগে?
উত্তরঃ —১.৩ সেকেন্ড।

এটিও পড়ুন – ভূগোল সম্পর্কিত প্রশ্ন উত্তর – গুরুত্বপূর্ণ ভূগোল জিকে 1000+

পৃথিবীর সব খবর সবার আগে পড়ুন এখন – আগমনী বার্তা নিজ পোর্টালে , নিজেও পড়ুন অন্যকেও পড়তে বলুন।

This Post Has 5 Comments

  1. Sai Santosh

    Govt Jobs in Assam these days are having more vacancies in education, defense, urban development, research and technology areas. Thanks a lot for information provided on this website.

  2. Raju Kumar

    Really awesome blog. Your blog is really useful for me. Thanks for sharing this informative blog. Keep update your blog Karnataka Government Jobs

  3. Anusha anu

    This comment has been removed by the author.

  4. Reshma

    Sarkari Recruitment is one of the biggest Indian Job Site so here you will getMNTL Jobs 2017so

  5. kingrani

    This comment has been removed by the author.

Leave a Reply