You are currently viewing ভূগোল সম্পর্কিত প্রশ্ন উত্তর – গুরুত্বপূর্ণ ভূগোল জিকে 1000+

ভূগোল সম্পর্কিত প্রশ্ন উত্তর – গুরুত্বপূর্ণ ভূগোল জিকে 1000+

এই পষ্টে ভূগোল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। বিভিন্ন স্কুল পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় আসার মতো প্রশ্ন ও উত্তর। ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর , ভূগোল সম্পর্কিত প্রশ্ন উত্তর – ভূগোল জিকে। ভূগোল সম্পর্কিত ১০০০ + প্রশ্ন উত্তর বাংলায়, মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর, উচ্চ মাধ্যমিক ভূগোল।

1 || ভারতের কোন হ্রদ এর জল সর্বাপেক্ষা লবনাক্ত ?
A. সম্বর
B. পুস্কর
C. ডাল
D. লোকটাক
উত্তর – সম্বর
2 || ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত ?
A. ভূপাল
B. মনিপুর
C. কেরালা
D .সিকিম
উত্তর – মনিপুর
3 || আপেক্ষিক আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
A. হাইগ্রোমিটার
B. আনিমমিতের
C. ফতগ্রাম
D. ব্যারোমিটার
উত্তর – হাইগ্রোমিটার
4 || ভারতের একটি অন্তর বাহিনী নদী ?
A. লুনি
B. তাপতী
C. সিন্ধু
D. গঙ্গা
উত্তর – লুনি
5 || সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ?
A. ১০ কোটি কিমি
B. ১৫ কোটি কিমি
C. ১৬ কোটি কিমি
D. ৯ কোটি কিমি
উত্তর – ১৫ কোটি কিমি
6 || ভারতের প্রাচীনতম পর্বতের নাম ?
A. আরাবল্লী
B. সিন্গালিলা
C. ফালুট
D. হিমালয়া
উত্তর – আরাবল্লী
7 || দক্ষিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ?
A. পাঁচমারি
B.আনাইমুদি
C.অরাবাল্লি
D. সাতপুরা
উত্তর – আনাইমুদি
8 || ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায় ?
A. যমুনা
B.তাপ্তি
C.নর্মদা
D.গোদাভরী
উত্তর – নর্মদা

এটিও পড়ুন – ১০০০+ জীবন বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

9 || পদ্মা কোন নদীর শাখা নদী ?
A. গঙ্গা
B. যমুনা
C. সিন্ধু
D. মানস
উত্তর – গঙ্গা

10 || নিরক্ষরেখার অখান্সো কত ডিগ্রী ?
A. 0 ডিগ্রী
B. 23 ডিগ্রী
C. 66 ডিগ্রী
D. 90 ডিগ্রী
উত্তর – 0 ডিগ্রী

Leave a Reply