info@kmdinfo.in
Monday, October 26, 2020
পশ্চিম বঙ্গভূগোল সম্পর্কিত তথ্য

দক্ষিণ দিনাজপুর সম্পর্কিত জিকে, Latest GK Dakshin Dinajpur

দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সম্পর্কিত জিকে , জেনে নিন দক্ষিণ দিনাজপুর সম্পর্কিত জিকে , দক্ষিণ দিনাজপুর সম্পর্কিত জিকে PDF, 1000+ দক্ষিণ দিনাজপুর সম্পর্কিত জিকে

দক্ষিণ দিনাজপুর সম্পর্কিত জিকে

দক্ষিণ দিনাজপুরের আয়তন কত – উত্তরঃ আয়তন -2,219 বর্গ কিমি.।

অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থান -25 0 10′ 55″ উত্তর অক্ষরেখা থেকে 25 0 37’30” উত্তর অক্ষরেখা এবং88 0 7’30” পূর্ব  দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তত।

দক্ষিণ দিনাজপুর

ভূমিরূপ-উত্তর সমভূমি আঞ্চলে আন্তর্গত।এখানে 30 মিটার উঁচু ঢ়িবি দেখা যায়।

দক্ষিণ দিনাজপুরের নদ-নদী সমূহ -পুনর্ভবা, তপন ও আত্রেয়ী জেলার প্রঢাণ নদী।

জলবায়ু- উপ-ক্রান্তীয় জালবায়ু আঞ্চলের আন্তর্গত। গ্রীষ্মকালে সর্বাধিক উষ্ণতা 37 0সেঃ ও সর্বনিম্ন উষ্ণতা16 0 সেঃএবং শীতকালে জানুয়ারী মাসে সর্বনিম্ন  উষ্ণতা হয় 8 0 সেঃ, মোট বার্ষিক  বৃষ্টিপাত 1600 মিমি.

এটিও পড়ুন – দক্ষিণ দিনাজপুর জেলার পরিচিতি

মৃত্তিকা-(1)পলি মাটি ও (2)ল্যাটেরাইট মাটি।

স্বাভাবিক উদ্ভিদ – এই জেলায় 0.93 হাজার হেক্টর জমিতে অরণ্য আছে। সামাজিক বনসৃজনের মাধ্যমে জেলায় ইউক্যালিপ্‌টাস,বাবলা,শিশু,শিমুল,শিরীষ প্রভৃতি গাছ লাগানো হয়েছে।

ব্যাঙ্ক ও সমবায়- ব্যাঙ্কের সংখ্যা-63, প্রাথমিক কৃষি  সমবায় সংস্থা- 122

জনসংখ্যা- মোট জনসংখ্যা -15,02,647,জনসংখ্যা ঘনত্ব-প্রতি বর্গ কিমিতে 677জন, সাক্ষরতার হার-53.19 শতাংশ।

হাসপাতাল-4টি।

প্রশাসনিক বিভাগ-মহকুমা -2টি , গ্রাম পঞ্চায়েত-65 টি , পৌরসভা -2 টি, থানা-7টি , বিধানসভার আসন – 7 টি , লোকসভার আসন-1টি।

শিক্ষা প্রতিষ্ঠান-প্রথমিক বিদ্যালয়-1191টি ,মাধ্যামিক বিদ্যালয়-102টি ,উচ্চ- মাধ্যামিক -43টি।

পর্যটন- তপনদীঘি, কালোদীঘি, ধলাদীঘি এছাড়া ও অনেক বড়ো বড়ো দীঘি আছে।

মালদা=1947সালে দেশে স্বধীন হলে র‍্যডক্লিফ রোয়েদাদা অনুযয়ী 17 আগস্ট মালদা ভারতের অংশ হয়।

সীমানা-উত্তর– বিহার রাজ্য , উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা;  দক্ষিণে – মুর্শিদাবাদ জেলা ও বাংলাদেশে,পশ্চিমে ঝড়খন্ড ও বিহার রাজ্য,পূর্ব-বাংলাদেশে  অবস্থিত।

আয়তন-3,733 বর্গ কিমি।

অক্ষাংশ ও  দ্রাঘিমাংশগত অবস্থিন- দক্ষিণে 24 0 40’20” উত্তর থেকে 25 0 32’08″উত্তর অক্ষরেখা পর্যন্ত এবং পশ্চিমে 87 0 45′ 50″পূর্ব থেকে 88 0 28’10″পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত বিস্তত।

ভূমিরূপ- (1) পূর্ব- পশ্চিমে প্রবাহিত কালিন্দী নদী উত্তরে অবস্থিত তাল এবং(2)কালিন্দী নদীর দক্ষিণে অবস্থিত দিয়ারা।

জলবায়ু-গ্রীষ্ণকালে সর্বাধিক উষ্ণতা 41 0 সে. এবং সর্বনিম্ন  উষ্ণতা13 0 সে. শীতকাল সর্বনিম্ন  উষ্ণতা থেকে 7 0 সে . বছরে মোট বৃষ্টিপাত হয় 1500 মিলিমিটার।

নদ-নদী -গঙ্গা , মহানন্দা ,কালিন্দি নদী, আপর দুটি গুরুত্বপূর্ণ- ভাগীরথী ও পাগলা।

আরণ্যাঞ্চল – প্রয়া 45%।

এটিও পড়ুন – দক্ষিণ দিনাজপুর প্রাচীন ঐতিহ্য ও নিদর্শন

কৃষি- আম এই জেলার প্রধান ফল (মূলতঃ ফজলি,ল্যাংড়া , গোলাপভোগ প্রজাতির আম)।

ব্যাঙ্ক ও সমবায়- ব্যাঙ্কের সংখ্যা-146,প্রথমিক কৃষি সমবায় সংস্থা-233

জনসংখ্যা-মোট জনসংখ্যা- 32,90,160,জনসংখ্যার ঘনত্ব – প্রতি বর্গকিমিতে 881 জন। সাক্ষরতার হার-50.28 শতাংশ।

প্রশাসনিক বিভাগ-মহকুমা -2টি , গ্রাম পঞ্চায়েত-146 টি , ব্লক-15 টি  থানা-11টি , পুরসভা-2টি  বিধানসভার আসন – 14 টি , লোকসভার আসন-2টি।

শিক্ষা প্রতিষ্ঠান-প্রথমিক বিদ্যালয়-1892টি ,মাধ্যামিক বিদ্যালয়-182টি ,উচ্চ- মাধ্যামিক -96টি।মহা বিদ্যালয়-8টি বিশ্ববিদ্যালয়-গৌরবঙ্গ(2008 সালে 1লা জুন থেকে যাত্রা শুরু)

দর্শনীয় স্থান-গৌড় শহর পান্ডূয়া।

Leave a Response

seventeen − 16 =