You are currently viewing ছোটদের জন্য আধার কার্ড কীভাবে বানাবেন

ছোটদের জন্য আধার কার্ড কীভাবে বানাবেন

ছোটদের জন্য আধার কার্ডঃ ছোটদের জন্য আধার কার্ড কীভাবে বানাবেন? তার পদ্ধতি শেয়ার করা হল। ছোটদের জন্য আধার কার্ড বানানোর জন্য যা যা করতে হবে তার সঠিক পদ্ধতি শেয়ার করা হল।
HIGHLIGHTS
  • আধার কার্ডের আবেদন করতে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে
  • Adhaar Card এর জন্য শিশুর জন্মের সার্টিফিকেট দেখাতে হবে
  • শিশুর বয়স ১৫ বছরের বেশি হয় তবে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার ও ফেস স্ক্যান করতে লাগবে

ভারতে সমস্ত সরকারী কাজে আধার কার্ডের প্রয়োজন হয়। তবে শুধুই যে বড়দের আধার কার্ড প্রয়োজন হয় তা নয়, কোনও সরকারী কাজে বা পাসপোর্ট তৈরি করতে গেলে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, বিভিন্ন সরকারী পরিকল্পনায় ছোটদের নাম যোগ করতে আধার কার্ড দরকার লাগে। পাশাপাশি শিশুর পরিচয় হিসাবে কাজ করবে আধার কার্ডে।

আপনি যদি আপনার শিশুর আধার কার্ড তৈরি করতে চাইছেন, তবে কিছু সামান্য ধাপে এই কাজ সহজে করতে পারবেন। ৫ বছরের কম বয়সের শিশুর আধার কার্ডের আবেদন জানাবেন কীভাবে? আসুন দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে…

এটিও পড়ুন – আঁধার এনরোলমেন্ট সেন্টার লিস্ট

ছোটদের জন্য আধার কার্ড কীভাবে আবেদন করবেন?

  • আধার কার্ডের আবেদন করতে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম ভরে শিশুর জন্মের সার্টিফিকেট দেখাতে হবে।
  • এছাড়া মা ও বাবার আধার কার্ডের ফোটো কপি ও ফর্মের সাথে জমা দিতে হবে।
  • বলে দি যে আধার কার্ড ভেরিফিকেশন করাতে অরিজিনাল আধার কার্ড সঙ্গে রাখতে হবে।
  • পাশাপাশি শিশুর একটি ফটো ও লাগবে। শিশুর আধার কার্ডের জন্য কোন বায়োমেট্রিকের প্রয়োজন হবে না। যদি শিশুর বয়স ১৫ বছরের বেশি হয় তবে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার ও ফেস স্ক্যান করতে লাগবে।
  • আধার কার্ড এনলোরমেন্ট ফর্ম ভর্তি করে জমা করতে হবে। তবে এর সঙ্গে স্কুলের আই কার্ড ও স্কুলের লেটারহেডে একটি বনফাইডি সার্টিফিকেট জমা দিতে হবে।
  • মনে রাখবেন যে এই সব ডকুমেন্টে গ্যাজেটেড অফিসারের স্বীকৃতি লাগবে।

৫ থেকে ১৫ বছরের বাচ্চাদের আধার কার্ড

যদি পাঁচ থেকে পনেরো বছরের বাচ্চার আধার কার্ড বান্তে চাবন তবে একই প্রসেস করতে হবে। UIDAI য়ের তরফে বাচ্চা আর অ্যাডাল্টয়ের আধারে কোন পার্থক্য করা হয়নি। আর পাঁচ থেকে পনেরো বছরের প্রকিয়াতে কিছু পার্থক্য আছে।

  • এই বাচ্চাদের প্রসেস অ্যাডাল্টদের মতন হবে।
  • আর এখানে একটি জিনিস দেখার যে এখানে একটি ডকুমেন্ট লাগবে প্রাপ্ত বয়স্কদের সেখানে একাধিক ডকুমেন্ট লাগে।
  • বাচ্চাদের এবার পনেরো বছর হলে তাঁর দশ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, আই স্ক্যান আর ফটোগ্রাফ দিতে হবে।
  • আর এর সঙ্গে এও দেখার যে তার বার্থ সার্টিফিকেট থাকা দরকার।
  • আর ভবিষ্যতে বায়োমেট্রিক ম্যাচ করার ক্ষেত্র দরকার হলে তা আপডেট করা যাবে।
  • পাঁচ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য কি করে আধার কার্ড অ্যাপ্লাই করবেন
  • আপনাদের নিকটতম আধার এনরোলমেন্ট স্টোরে যেতে হবে।
  • এবার এখানে আধার এনরোলমেন্ট ফর্ম ফিল করতে হবে আর এর সঙ্গে নিজের আধার নাম্বার দিতে হবে।
  • আর আপনার বাচ্চা যদি পাঁচ বছরের ছোট হয় তবে অভিভাবকের একজনের আধার দিতে হবে।
  • বাচ্চার ছবি দেওয়া দরকার।
  • আর এর সঙ্গে অন্য ডিটেলে বাড়ির ঠিকানা, পেরেন্টের আধার ডিটেল ইত্যাদি দিতে হবে।
  • আর বাচ্চার বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক।
  • ফিঙ্গারপ্রিন্ট আর আইস্ক্যান পাঁচ বছরের ছোট বাচ্চার দরকার নেই।
  • আর এবার সব কিছু হলে পরে আপনারা একটি অ্যাকনোলেজ স্লিপ পাবেন আর এখানে আপনারা এনরোল্মেন্ট নাম্বার দিতে হবে।
  • আর আপনার আধার স্ট্যাটাস চেক করার জন্য এই আধার এনরোলমেন্ট নম্বর ব্যাবহার করতে পারবেন।
  • আর বাচ্চার আধার কার্ড এর পরে 90 দিনের মধ্যে পেয়ে যাবেন।

Leave a Reply