জেনারেল সায়েন্স (সাধারণ বিজ্ঞাণ) : এই পোষ্টে জেনারেল সায়েন্স (General Science) সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হল। জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তরগুলি বিভিন্ন পরীক্ষায় কাজে আসবে। পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম এবং ব্যস্ততম নিয়ে এর আগের পোষ্টে আলোচনা করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন।
জেনারেল সায়েন্স সম্পর্কিত 1000 প্রশ্ন উত্তর
প্রঃ জাহাজের গতিবেগ পরিমাপের একক কি?
উঃ নট (knot)।
প্র : যে ফুলে স্তবকগুলাের অংশ সব সমান হয়, তাকে কি বলে?
উ : সমাঙ্গ পুষ্প।
প্রঃ কোন্ ফুল সূর্যাস্তের পর ফোটে ও ভােবে শুকিয়ে যায়?
উঃ ঝিঙে ফুল।
প্রঃ পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কি?
উঃ হুক।
প্রঃ কোন্ বিজ্ঞানী সালােকসংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন?
উ : বিজ্ঞানী বার্নেস।
প্রঃ শুষ্ক বরফ কি?
উঃ কঠিন কার্বন-ডাই-অক্সাইড।
প্র : উদ্ভিদের পত্ৰমূলের দুপাশে ছােট পাতার মতাে অংশকে কী বলা হয়?
উ : উপপত্র।
প্রঃ ‘স্টেইনলেস স্টিল’ কিভাবে তৈরি হয়?
উঃ লােহা ও ক্রোমিয়াম-এর মিশ্রণে।
প্রঃ যক্ষ্মার প্রধান জীবাণু কোনটি?
উঃ মাইকোব্যাকটিরাম টিউবারকুলাসিস।
প্রঃ স্বচ্ছ চুন জল কার্বন-ডাই-অক্সাইডের সংস্পর্শে ঘােলা হয় কেন?
উঃ কারণ জলে অদ্রাব্য ক্যালসিয়াম উৎপন্ন হয়।
প্র : উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমােনের নাম কি?
উঃ অক্সিন।
প্রঃ কোন্ গাছের ফল জলের সংস্পর্শে এলে সশব্দে ফেটে বীজ চারদিকে ছড়িয়ে পড়ে?
উ : কুলেখাড়া।
প্রঃ কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ঘটে না?
উঃ ভিটামিন K।
প্রঃ অর্নিথােলজি কোন সংক্রান্ত বিদ্যা ?
উঃ পাখি।
প্র ঃ চামড়া ট্যান করতে ও কালি প্রস্তুতিতে ব্যবহৃত ট্যানিন কোন্ কোন্ উদ্ভিদে পাওয়া যায়?
উঃ চা গাছের পাতা, হরিতকি, আমলকি, বয়েরা, তেঁতুল ইত্যাদির ফলে।
প্রঃ অর্জিত গুণের বংশগতি মতবাদের প্রবক্তা কে?
উঃ ল্যামার্ক।
প্রঃ পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে কি বলা হয়?
উঃ বাপ্পীভবন।
প্রঃ পৌষ্টিক নালীর কো অংশ দিয়ে পাচিত খাদ্যবস্তু শােষিত হয়?
উঃ ক্ষুদ্রান্ত্র দিয়ে।
প্রঃ হীরে বিশেষভাবে কাটলে হীরের উজ্জ্বলতা বাড়ার কারণ কি?
উঃ উচ্চ প্রতিসরাঙ্ক।
প্রঃ ফ্যাটি অ্যাসিড ও গ্লাইসেরল সহযােগে গঠিত এস্টার বা ট্রাইগ্লিসারাইডকে কি বলা হয়?
উঃ প্রকৃতি ফ্যাট বা চর্বি।
প্র : ফল পাকানাের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়?
উঃ ইথিলিন।
প্রঃ বাদুড় ওড়ার সময় যে শব্দ করে, তার নাম কি?
উঃ আলট্রাসােনিক।
প্রঃ ঝালাইয়ের জন্য ব্যবহৃত গ্যাসের নাম কি?
উ: অ্যাসিটিলিন।
প্রঃ বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে কি বলে?
উঃ তাপগ্রাহিতা।
প্রঃ তামা ও দস্তার মিশ্রণে তৈরি সংকর ধাতুর নাম কি?
উঃ পিতল বা ব্রাস।
প্রঃ ধাতু নিষ্কাশনে পাথুরে পদার্থ অপসারণে যে পদার্থ ব্যবহৃত হয় তাকে কি বলে?
উঃ বিগালক (Flux)।
প্রঃ সাবান শিল্পে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম কি?
উ: কস্টিক সােডা।
প্রঃ কয়েকটি ‘পতঙ্গভুক’ উদ্ভিদের নাম লেখাে।
উঃ ঝঝি, সূর্যশিশির, কলসপত্রী ইত্যাদি।
প্রঃ তরল বা গ্যাসীয় পদার্থের গতির সূত্র কি?
উঃ বারনৌল্লি।
প্রঃ কোন প্রাণীর প্রধান শ্বাস-অঙ্গ হল ত্বক?
উঃ কেঁচোর।
প্রঃ যে সব উদ্ভিদ মৃত ও গলিত জৈব বস্তুর ওপর জন্মায় তাদের কি বলে?
উঃ মৃতজীবী।
প্রঃ যে উষ্ণতা ও স্বাভাবিক চাপে তরল জমে কঠিনে পরিণত হয় তাকে কি বলে?
উঃ হিমাঙ্ক।
প্রঃ স্থির তাপমাত্রায় গ্যাসের চাপের সূত্র কি?
উঃ বয়েল।
প্রঃ কোন জৈবিক ক্রিয়ায় জীব অক্সিজেন নিয়ে কার্বন-ডাই-অক্সাইড ছাড়ে?
উ : শ্বসনে।
প্রঃ ডিটোরিয়াম ও অক্সিজেনের যৌগকে কি বলে?
উঃ ভারী জল।
প্রঃ মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? ও যকৃৎ (লিভার)।
খঃ কিভাবে আলাের রঙ নির্ধারণ করা হয়?
উ : আলাের তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারা।
প্রঃ মানবদেহের দীর্ঘতম হাড়ের নাম কি?
উঃ ফিমার।
প্রঃ লজ্জাবতী লতার পাতায় ছোঁয়া লাগলে তা সঙ্গে সঙ্গে বুজে যায়এটি কি ধরনের চলন?
উঃ সিসমেন্যাস্টি চলন।
প্রঃ একটি পেণ্ডুলামের দোলনকাল কিসের উপর নির্ভরশীল?
উ: দৈর্ঘ্যের ওপর।
প্রঃ ফুসফুসের আবরণকে কি বলে?
উঃ প্লূরা বলে।
প্রঃ সূর্য শিশির গাছের রােম পতঙ্গের সংস্পর্শে আসামাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়—এটি কি ধরনের চলন?
উঃ ন্যাস্টিক চলন।
প্রঃ আধুনিক আণবিক মতবাদের আবিষ্কারক কে?
উ : জন ডাল্টন।
প্রঃ হৃদপিণ্ডের আবরণকে কি বলে?
উঃ পেরিকার্ডিয়াম পর্দা।
প্রঃ সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গের নাম কি?
উঃ ফ্লিপার।
প্র ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’-এর (W.W.W.) আবিষ্কারক কে?
উঃ টিম বার্নাস লী।
এটিও পড়ুন – দার্জিলিং জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর
প্রঃ প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কী ?
উঃ সিলিয়া।
প্রঃ উদ্ভিদের সংবহন কলা কয়টি ও কী কী?
উঃ দুটি। জাইলেম ও ফ্লোয়েম।
প্রঃ কাচকে হঠাৎ গরম করলে ফেটে যায় কেন?
উঃ কারণ কাচ তাপের কুপরিবাহী।
প্রঃ চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
উঃ ক্যালসিয়াম হাইড্রক্সাইড।
প্রঃ দেহের কোন্ অংশ থেকে পিত্তরস নিঃসৃত হয়?
উ: যকৃৎ থেকে।
প্রঃ অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমােন কি নিয়ন্ত্রণ করে?
উঃ মানসিক আবেগ।
প্রঃ কোন্ ভিটামিটের অভাবে রাতকানা রােগ হয়?
উঃ ভিটামিন এ’-র অভাবে।
প্রঃ ‘লাইসিন’ অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিড-কারণ কি?
উঃ কারণ এটি দেহে সংশ্লেষিত হয় না, খাদ্য থেকে গ্রহণ করতে হয়।
প্রঃ ‘তেজী জল’ বা ‘অ্যাকোয়া ফর্টিস’ কী?
উঃ নাইট্রিক অ্যাসিড।
প্রঃ প্রতি ঘন মিলিমিটার রক্তে লােহিত কণিকার স্বাভাবিক পরিমাণ কত?
উ : ৫০ লাখ।
প্রঃ প্রকৃতিতে নিষেকবিহীন বীজহীন ফল সৃষ্টির পদ্ধতিকে কী বলা হয়?
উ : পার্থোনােকাপি।
প্রঃ থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন?
উঃ কারণ, পারদ কাচের গায়ে লাগে না ও নলের মধ্যে দিয়ে সহজে ওঠা-নামা করে
ও উষ্ণতার পাঠ নির্ভুল হয়।
প্রঃ জলের অণুর আণবিক গঠন কেমন?
উঃ সরলরৈখিক।
প্রঃ বিজলী বাতির আবিষ্কর্তা কে?
উ : এডিসন।
প্রঃ কোন্ রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহণ করে?
উঃ লােহিত রক্তকণিকা।
প্রঃ জেনেটিক কোডের আবিষ্কর্তা কে?
উ : ড. হরগােবিন্দ খােরানা।
প্রঃ এককোষী আদর্শ নিউক্লিয়াসযুক্ত আনুবীক্ষণিক প্রাণীর নাম কি?
উঃ আদ্যপ্রাণী বা প্রােটোজোয়া।
প্রঃ চিংড়ির রেচন অঙ্গের নাম কি?
উঃ সবুজগ্রন্থি।
প্রঃ কোন্ রকণিকা রােগজীবাণু ধ্বংস করে?
উঃ শ্বেত রক্তকণিকা।
প্রঃ কিসের সাহায্যে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জীবদেহের বৈশিষ্ট্য বাহিত হয়?
উঃ জীনের সাহায্যে।
প্রঃ ‘প্লাস্টার অফ প্যারিস কি দিয়ে তৈরি হয়?
উঃ জিপসাম দিয়ে।
প্র: কেঁচোর রেচন অঙ্গের নাম কি?
উঃ নেফ্রিডিয়া।
প্রঃ রক্তবাহের ভেতরে রক্তের জমাট বাঁধাকে কি বলে?
উঃ থ্রম্বোসিস।
প্রঃ বরফের উপর যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে?
উ : ক্রায়ােফাইট।
প্রঃ গাছের পাতায় ছােপ ছােপ দাগ পড়ে কেন?
উঃ ক্যালসিয়ামের অভাবে।
প্র : কখন অণুর গতি হ্রাস পেয়ে শূন্য হয়?
উঃ চরম শূন্য তাপমাত্রায়।
প্রঃ কোন প্রাণীর রক্তে কোনাে শ্বাষরঞ্জক থাকে না?
উ : আরশােলার।
প্রঃ কাঁচা কলা পাকাতে কোন্ হরমােন ব্যবহৃত হয়?
উঃ জিব্বারেলিন।
প্রঃ সভাকক্ষে ধ্বনির স্থিতি বেশিক্ষণ থাকার কারণ কি?
উঃ প্রতিফলন।
প্রঃ গহনা তৈরিতে সােনার সঙ্গে কি ধাতু মেশানাে হয়?
উঃ তামা।
প্রঃ মেরুদণ্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরার মধ্যবর্তী সংযােগবাহককে কী বলে?
উঃ জালক।
প্র : কখন সালােকসংশ্লেষ ও শ্বসনের হার সমান হয়?
উ : ভােরবেলা।
প্রঃ কোন্ গ্যাস ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী?
উঃ মিথাইল আইসােসায়ানাইড।
প্রঃ কোন্ বিজ্ঞানী পােলিওর টিকা আবিষ্কার করেন?
উঃ লিণ্ডেম্যান।
প্রঃ প্রাপ্তবয়স্ক মানব শরীরে নাড়ির স্বাভাবিক স্পনের হার কত?
উঃ মিনিটে ৭২ বার।
প্র : তরল বা গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্র কি?
উঃ পাঙ্কেল।
প্রঃ কোন্ উদ্ভিদে সালােকসংশ্লেষ সবচেয়ে বেশি হয়?
উঃ ‘কোরেল্লা’ নামক সামুদ্রিক শৈবালে।
প্রঃ যে কোনাে দিকে বস্তুর স্থান পরিবর্তনের হারকে কি বলে কি বলে?
উঃ গতি।
প্রঃ মানবদেহের মৌল বিপাক হার কোন যন্ত্রের দ্বারা নির্ণয় করা হয়?
উঃ বেনেডিক্ট যন্ত্র দ্বারা।
প্রঃ যে গাছ পতঙ্গ ধরে তাদের দেহ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে তাকে কি বলে?
উঃ ‘পতঙ্গভুক উদ্ভিদ।
প্রঃ ত্বকের কোন্ অংশ অনুভূতি সংগ্রাহক?
উঃ এপিডারমিস।
প্রঃ নলকূপের হাতল, শাবল, টেকি ইত্যাদি কোন শ্রেণীর লিভার?
উঃ তৃতীয় শ্রেণীর।
প্রঃ ভূগর্ভস্থ রেলপথে বায়ু শােধনের জন্য কি ব্যবহার করা হয়?
উঃ হাইড্রোজেন-পার-অক্সাইড।
প্রঃ মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কয়টি?
উঃ চারটি।
প্রঃ বিদ্যুৎ প্রবাহের একক কি?
উঃ অ্যাম্পিয়ার।
প্রঃ মানবদেহের কোন্ অঙ্গটি ডায়াবেটিস রােগে আক্রান্ত হয়?
উঃ প্লীহা।
প্রঃ ‘তাপ স্কেলার রাশি’কারণ কি ?
উঃ কারণ এর মান আছে, অভিমুখ নেই।
প্রঃ উদ্ভিদদেহের অতিরিক্ত জল কোন্ পদ্ধতিতে বাইরে বেরিয়ে যায়?
উঃ বাষ্পমােচন পদ্ধতিতে।
প্রঃ জলের সঙ্গে লবণ মেশালে তার স্পন্দন সংখ্যা বাড়বে না কমবে?
উ : কমবে।
প্রঃ জলের হিমাঙ্ক কত?
উ : 0°C।
প্রঃ ৪° সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ কত?
উ : হােপ।
প্রঃ স্নায়ুতন্ত্রের একক কী ?
উঃ নিউরােন।
প্রঃ কোন্ কোন্ উদ্ভিদ মূল দিয়ে শ্বাসকার্য চালায়?
উঃ সুন্দরী, কেশরদাম।
প্রঃ দুধে যে শর্করা পাওয়া যায় তার নাম কী?
উঃ ল্যাকটোজ।
প্রঃ তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র আবিষ্কার করেন
উঃ মাইকেল ফ্যারাডে।
প্রঃ এস. আই. পদ্ধতিতে বলের পরম একক কি?
উঃ নিউটন।
প্রঃ হরিতকির রেচন পদার্থকে কি বলে?
উঃ রজন।
প্রঃ পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে?
উঃ পরমাণু।
প্রঃ কোন্ ভিটামিন জলে দ্রবীভূত হয়?
উঃ ভিটামিন-C।
প্রঃ মানুষের রেচন অঙ্গের নাম কি?
উঃ বৃক্ক।
ট্যাগঃ জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তর, 1000+ জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তর, জেনারেল সায়েন্স জানা পজানা প্রশ্ন উত্তর, Download জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তর, PDF জেনারেল সায়েন্স Questions.