জ্যামিতি গণিতের একটি শাখা যেখানে আকার ও আকৃতি এবং এতদসম্পর্কিত বিভিন্ন আঙ্গিকের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করা হয়। জ্যামিতিকে স্থান বা জগতের বিজ্ঞান হিসেবে গণ্য করা যায়। পাটিগণিতে যেমন গণনা সংক্রান্ত আমাদের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়, তেমনি জ্যামিতিতে স্থান বা জগৎ নিয়ে আমাদের অভিজ্ঞতার বর্ণনা ও ব্যাখ্যা দেয়া হয়। প্রাথমিক জ্যামিতিকে কাজে লাগিয়ে দ্বি-মাত্রিক বিভিন্ন আকারের ক্ষেত্রফল ও পরিসীমা এবং ত্রিমাত্রিক বস্তুসমূহের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করা সম্ভব।
জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর
প্রশ্নঃ কোন দেশে সর্ব প্রথম জ্যমিতি আলোচনা শুরু হয়?
উঃ মিশরে
প্রশ্নঃ এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে?
উঃ স্থূলকোণ ৩। এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? উঃ সূক্ষ্মকোণ
প্রশ্নঃ কোন তিনটি মাত্রা জ্যামিতিক ঘনবস্তু তৈরী করে?
উঃ দৈর্ঘ্য, প্রস্থ ও ভেদ
প্রশ্নঃ যার দৈর্ঘ্য, প্রস্থ ও ভেদ কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলে?
উঃ বিন্দু বলে।
প্রশ্নঃ রেখায় কয়টি প্রান্ত বিন্দু আছে?
উঃ কোন প্রান্ত বিন্দু নেই।
প্রশ্নঃ রেখাংশের কয়টি প্রান্ত বিন্দু আছে ?
উঃ দুইটি
প্রশ্নঃ দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যকার দূরত্ব কেমন?
উঃ সমান
প্রশ্নঃ দুইটি রেখার কোন ছেদ বিন্দু না থাকলে তাদেরকে বলে?
উঃ সমান্তরাল সরলরেখা
প্রশ্নঃ কয়েকটি সরলরেখার যদি একটি সাধারণ বিন্দু থাকে তাকে বলে?
উঃ সমবিন্দু
প্রশ্নঃ দুটি রেখার একই প্রান্ত বিন্দু থাকলে তাকে কি বলে?
উঃ শীর্ষ বিন্দু।
প্রশ্নঃ দুটি রেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়?
উঃ ৪টি
প্রশ্নঃ একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি হবে?
উঃ ১৮০ ডিগ্রি
প্রশ্নঃ রশ্মির কয়টি প্রান্ত বিন্দু থাকে?
উঃ একটি
প্রশ্নঃ একটি আয়তনিক ঘনবস্তু কয়টি তল দ্বারা সীমাবদ্ধ থাকে?
উঃ ৬টি
প্রশ্নঃ দুটি কোণের একই শীর্ষ বিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে তাদেরকে বলে?
উঃ সন্নিহিত কোণ৷
প্রশ্নঃ দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি বলে?
উঃ পূরক কোণ বলে
প্রশ্নঃ দুটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি বলে?
উঃ সম্পূরক কোণ বলে
প্রশ্নঃ সমকোণী ত্রিভূজের অতিভূজ সংলগ্ন কোণ দুটি কে বলে?
উঃ সূক্ষ্মকোণ
প্রশ্নঃ দুই সমকোণের চেয়ে বড় কোণকে কি বলে?
উঃ প্রবৃদ্ধ কোণ
প্রশ্নঃ কোন কোণকে সাধারণত কোণ পরিমাপের একক ধরা হয়?
উঃ সমকোণ
প্রশ্নঃ সমকোণের ৯০ ভাগের এক ভাগকে বলে?
উঃ ১ ডিগ্রী
প্রশ্নঃ ১ ডিগ্রীতে কত মিনিট
উঃ ৬০ মিনিট
প্রশ্নঃ এক সরল কোণ সমান কত?
উঃ ১৮০°
প্রশ্নঃ কোন বৃত্তের উপর অবস্থিত বিন্দু থেকে কয়টি স্পর্শক আর্কা যায় ?
উঃ ১টি
প্রশ্নঃ একটি ত্রিভূজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে?
উঃ সমবাহু।
প্রশ্নঃ তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভূজ আর্কা যায় তাদেরকে বলে?
উঃ সদৃশ ত্রিভূজ ৷
প্রশ্নঃ কোন ত্রিভূজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলি পরস্পর সমান হলে, ত্রিভূজটি হবে?
উঃ সমদ্বিবাহু।
প্রশ্নঃ ত্রিভূজের শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক রেখা ভূমিকে সমদ্বিখন্ডিত করলে ত্রিভূজটি হবে?
উঃ সমদ্বিবাহু
প্রশ্নঃ ত্রিভূজের যে কোন দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে?
উঃ দুই সমকোণের থেকে বৃহত্তম
প্রশ্নঃ একটি ত্রিভূজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হলে তাকে বলে?
উঃ সদৃশকোণী ত্রিভুজ।
জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর, জেনে নিন জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর, PDF জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর, Free Download জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ত্রিভূজের যে কোন দুই বাহুর অন্তর কত?
উঃ তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর
প্রশ্নঃ ত্রিভূজের যে কোন দুই বাহুর সমষ্টি কত? উঃ তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
প্রশ্নঃ যে ত্রিভূজের পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ব বিন্দু এক, সেটিকে বলে?
উঃ সমবাহু ত্রিভূজ।
প্রশ্নঃ ত্রিভূজের দুইটি বাহুর সমদ্বিখন্ডকদ্বয় সমান হলে ত্রিভূজটি হবে?
উঃ সমদ্বিবাহু
প্রশ্নঃ ত্রিভূজের তিন কোণের সমষ্টি কত?
উঃ ১৮০°
প্রশ্নঃ কোন ত্রিভূজের শিরঃকোণের সমদ্বিখন্ডক যদি ভূমির উপর লম্ব হয়, ত্রিভুজটি হবে?
উঃ সমদ্বিবাহু ত্রিভূজ।
প্রশ্নঃ সমবাহু ত্রিভূজের প্রত্যেক কোণের পরিমাণ কত?
উঃ ৬০°,
প্রশ্নঃ অতিভূজের বিপরীতে থাকে কোন কোণ?
উঃ সমকোণ
প্রশ্নঃ সমকোণী ত্রিভূজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি হবে?
উঃ ১ সমকোণ বা ৯০°
প্রশ্নঃ সমকোণী ত্রিভূজের অতিভূজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। উপপাদ্যটি কার?
উঃ পীথাগোরাসের
প্রশ্নঃ দুটি বৃত্তের বৃহত্তর জ্যা যদি সমান হয় তবে বৃত্ত দুটি কেমন হবে?
উঃ সমান
প্রশ্নঃ অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত?
উঃ ১ সমকোণ
প্রশ্নঃ কোন বহুভূজের অন্তঃস্থ কোণগুলির সমষ্টি তার বহিঃস্থ কোণগুলির সমষ্টির সমান হলে সেটি হবে?
উঃচতুর্ভূজ
প্রশ্নঃ চতুর্ভূজের বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাদ্বয়-
উঃ পরস্পর পরস্পরকে দ্বিখন্ডিত করে।
প্রশ্নঃ কোন চতুভূজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখাংশ দুইটির প্রত্যেকটিকে বলে?
উঃ কর্ণ
প্রশ্নঃ চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার অর্ধেক অপেক্ষা
উঃ বৃহত্তর
প্রশ্নঃ চতুর্ভূজের চারকোণের সমষ্টি কত?
উত্তর – ৩৬০ ডিগ্রী
প্রশ্নঃ যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোেণ নয় তাকে বলে?
উঃ সামান্তরিক
প্রশ্নঃ সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামান্তরিকটি হবে?
উঃ আয়তক্ষেত্র।
প্রশ্নঃ সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র?
উঃ ২× (দৈর্ঘ্য+প্রস্থ)
প্রশ্নঃ আয়তক্ষেত্রের সন্নিহিত বাদ্বয় সমান হলে তাকে কি বলে?
উঃ বর্গক্ষেত্র।
এটিও পড়ুন – বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – Science MCQ in Bengali
প্রশ্নঃ একটি পঞ্চভুজের সমষ্টি?
উঃ — ৬ সমকোণ
প্রশ্নঃ একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর সমষ্টি
উঃ — ৭২০ ডিগ্রি
প্রশ্নঃ বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়
উঃ — ৯গুন
প্রশ্নঃ কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে
উঃ — অন্ত:কেন্দ্র
প্রশ্নঃ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ–
উঃ –৯০ ডিগ্রী
প্রশ্নঃ তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের বলে
উঃ — সদৃশ ত্রিভুজ
প্রশ্নঃ ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি
উঃ –দুই সমকোণ অপেক্ষা বৃহত্তম
প্রশ্নঃ কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলি সমান হলে , ত্রিভুজটি
উঃ — সমদ্বিবাহু
প্রশ্নঃ ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে ?
উঃ — প্রবৃদ্ধ কোণ
প্রশ্নঃ একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দু,টি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি
উঃ –১৮০ ডিগ্রি
প্রশ্নঃ একটি পঞ্চভুজের সমষ্টি?
উঃ — ৬ সমকোণ
প্রশ্নঃ একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর সমষ্টি
উঃ — ৭২০ ডিগ্রি
প্রশ্নঃ বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়
উঃ — ৯গুন
প্রশ্নঃ কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে
উঃ — অন্ত:কেন্দ্র
প্রশ্নঃ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ–
উঃ –৯০ ডিগ্রী
প্রশ্নঃ ৷জ্যা’ শব্দের অর্থ কি?
উঃ ভূমি
প্রশ্নঃ দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
উঃ সম্পূরক কোণ
প্রশ্নঃ একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি হবে
উঃ দুই সমকোণ(১৮০°)
প্রশ্নঃ হলে
উঃ 65°
প্রশ্নঃ দুটি পূরক কোণের সমষ্টি কত?
উঃ ৯০°
প্রশ্নঃ সম্পূরক কোণের মান কত?
উঃ ১৮০°
প্রশ্নঃ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি
উঃ — ৩৬০ ডিগ্রী
প্রশ্নঃ সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩,৪ সেমি হলে, অতিভুজের মান কত?
উঃ — ৫ সে.মি
প্রশ্নঃ সামন্তরিকের বিপরীত কোণেরঅর্ন্তদ্বিখন্ডকদ্বয়
উঃ –পরস্পর সমান্তরাল
প্রশ্নঃ একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে , বর্গক্ষেত্র দু.টির কর্ণের অনুপাত কত?
উঃ –৪:১
প্রশ্নঃ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিকন্ডিত করলে তাদের অন্তর্ভুক্ত কোণ
উঃ — ৯০ ডিগ্রী
জ্যামিতি এর বৃত্ত সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্য কে বলা হয়?
উঃ পরিধি
প্রশ্নঃ বৃত্তের পরিধির সূত্র
উঃ 2πr
প্রশ্নঃ পরিধির যেকোন অংশকে বলা হয়
উঃ চাপ
প্রশ্নঃ পরিধির যেকোন দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয়
উঃ জ্যা( বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা)
প্রশ্নঃ বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা-ই
উঃ ব্যাস
প্রশ্নঃ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয়
উঃ ব্যাসার্ধ
প্রশ্নঃ π এর মান–
উঃ ৩.১৪
প্রশ্নঃ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উঃ ৩.১৪
প্রশ্নঃ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উঃ ২২/৭
প্রশ্নঃ দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়?
উঃ ৩টি
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ৫০% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে—
উঃ ১২৫%
প্রশ্নঃ একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?
উঃ একটিও নয়
প্রশ্নঃ কোন বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ঐ বিন্দুটি বৃত্তের–
উঃ কেন্দ্রে অবস্থিত হবে
প্রশ্নঃ O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে D,AB জ্যা-এর মধ্যবিন্দু হলে ∠ODB=?
উঃ 90°
প্রশ্নঃ বৃত্তস্থঃ চতুর্ভূজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোণটির পরিমাণ কত?
উঃ ১১০°
প্রশ্নঃ বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে?
উঃ ব্যাস
প্রশ্নঃ বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে?
উঃ বৃত্তের কেন্দ্রে
প্রশ্নঃ বৃত্তস্থঃ চতুর্ভূজের একটি কোণ ৭৫° হলে বিপরীত কোণটি হবে কত?
উঃ ১০৫°
প্রশ্নঃ বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উঃ ৯
প্রশ্নঃ দুটি পরস্পর ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়?
উঃ ২টি
প্রশ্নঃ বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?
উঃ ১টি
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কতগুণ হবে?
উঃ ৪
প্রশ্নঃ দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ১ : ৩। এদের ক্ষেত্রফলের অনুপাত–
উঃ ১ : ৯
প্রশ্নঃ দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
উঃ ৯ : ৪
প্রশ্নঃ বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
উঃ দ্বিগুণ
প্রশ্নঃ ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A =১১৫° হলে ∠B = কত?
উঃ ৬৫°
প্রশ্নঃ একটি সমকোণে থাকে—
উঃ ৯০°
প্রশ্নঃ একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গ ঐ রেখাংশের অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
উঃ চারগুণ
প্রশ্নঃ কোন তিনটি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়?
উঃ দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতা
প্রশ্নঃ ৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
উঃ ৯০°
জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর, জেনে নিন জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর, PDF জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর, Free Download জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর
প্রশ্নঃ দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে?
উঃ পূরক কোণ
প্রশ্নঃ AB রেখাংশের উপর Pএকটি বিন্দু হলে কোন সম্পর্ক সবসময় প্রযোজ্য?
উঃ AB > AP
প্রশ্নঃ ২৫৩° কোণকে কি কোণ বলে?
উঃ প্রবৃদ্ধ কোণ
প্রশ্নঃ দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
উঃ সম্পূরক কোণ
প্রশ্নঃ দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে—
উঃ প্রবৃদ্ধ কোণ
প্রশ্নঃ কোণটি ৩৫° কোণের পূরক কোণ?
উঃ ৫৫°
প্রশ্নঃ একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
উঃ ১৮০°
প্রশ্নঃ দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দু’টি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দু’টিকে বলে—
উঃ সন্নিহিত কোণ
প্রশ্নঃ রেখার প্রান্ত বিন্দুর সংখ্যা হলো?
উঃ কোন প্রান্ত বিন্দু নেই
প্রশ্নঃ ৭০° কোণের সম্পূরক কোণ কোনটি?
উঃ ১১০°
প্রশ্নঃ a≠0 হলে a°=?
উঃ 1
প্রশ্নঃ একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
উঃ ১৮০°
প্রশ্নঃ একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গ ঐ রেখাংশের অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
উঃ চারগুণ
প্রশ্নঃ কোন তিনটি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়?
উঃ দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতা
প্রশ্নঃ ৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
উঃ ৯০°
প্রশ্নঃ দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দু’টি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দু’টিকে বলে—
উঃ সন্নিহিত কোণ
প্রশ্নঃ রেখার প্রান্ত বিন্দুর সংখ্যা হলো?
উঃ কোন প্রান্ত বিন্দু নেই
প্রশ্নঃ ৭০° কোণের সম্পূরক কোণ কোনটি?
উঃ ১১০°
প্রশ্নঃ ২৫৩° কোণকে কি কোণ বলে?
উঃ প্রবৃদ্ধ কোণ
প্রশ্নঃ দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
উঃ সম্পূরক কোণ
প্রশ্নঃ দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে—
উঃ প্রবৃদ্ধ কোণ
প্রশ্নঃ কোণটি ৩৫° কোণের পূরক কোণ?
উঃ ৫৫°
প্রশ্নঃ a≠0 হলে a°=?
উঃ 1
প্রশ্নঃ ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A =১১৫° হলে ∠B = কত?
উঃ ৬৫°
প্রশ্নঃ একটি সমকোণে থাকে—
উঃ ৯০°
প্রশ্নঃ দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে?
উঃ পূরক কোণ
প্রশ্নঃ AB রেখাংশের উপর Pএকটি বিন্দু হলে কোন সম্পর্ক সবসময় প্রযোজ্য?
উঃ AB > AP
এটিও পড়ুন –গণিত শিক্ষার চাবিকাঠি – সহস্র গানিতিক সুত্র
প্রশ্নঃ যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, তা—
উঃ সমদ্বিবাহু ত্রিভুজ
প্রশ্নঃ কোনো ত্রিভুজের একটি কোন অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি —
উঃ সমকোণী
প্রশ্নঃ কোন ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুর নাম কি?
উঃ ভরকেন্দ্র
প্রশ্নঃ কোন একটি ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখন্ডক গুলোর ছেদবিন্দুর নাম কি?
উঃ পরিকেন্দ্র
প্রশ্নঃ কোন ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদবিন্দুকে কি বলে?
উঃ অন্তঃকেন্দ্র
প্রশ্নঃ কোন ত্রিভুজের দুটি কোণ ১০° ও ৮০°। ত্রিভুজটি–
উঃ সমকোণী
প্রশ্নঃ ত্রিভুজের ক্ষেত্রফল –
উঃ ১/২( ভূমি × উচ্চতা)
প্রশ্নঃ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কে কি বলা হয়?
উঃ উচ্চতা
প্রশ্নঃ একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণটির মাপ ২০° হলে তৃতীয় কোণটির মাপ–
উঃ ৭০°
প্রশ্নঃ কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে–
উঃ সমকোণী
প্রশ্নঃ একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিম্নোক্তভাবে নির্নয় করা হয়–
উঃ ১/২ × ভূমি × উচ্চতা
প্রশ্নঃ একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৫০° হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে–
উঃ ৬৫°
প্রশ্নঃ একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুইবাহুর যোগফল–
উঃ তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
প্রশ্নঃ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
উঃ ৩৬০°
উচ্চতর জ্যামিতি সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ x + y – 1 = 0, x – y + 1 = 0 এবং y = 3 সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি–
উঃ সমকোণী
প্রশ্নঃ x2 – 4xy + y2 +8x – 2y – 5 = 0 নির্দেশ করে?
উঃ হাইপারবোলা
প্রশ্নঃ x + 3y = 0 সমীকরণের লেখচিত্র কি হবে?
উঃ মূল বিন্দুগামী সরলরেখা
প্রশ্নঃ (৫, ২), (-৯, -৩) এবং (-৩, -৫) বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত?
উঃ ২৯ বর্গ একক
প্রশ্নঃ P বিন্দুর (x,y) স্থানাংক হলে মূল বিন্দুর দূরত্ব কত?
উঃ √(x2 +y2)
প্রশ্নঃ x2 + y2 + 64 = 0 সমীকরণটীর লেখচিত্র কি?
উঃ বৃত্ত
প্রশ্নঃ x + y = 0 এবং 2x – y + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
উঃ (-১, ১)
প্রশ্নঃ y = 3x + 2, y = -3x + 2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে?
উঃ একটি সমদ্বিবাহু ত্রিভুজ
প্রশ্নঃ (৬,৬) ও (২,৩) বিন্দুদ্বয়ের দূরত্ব কত?
উঃ ৫ একক
প্রশ্নঃ একটি সরল রেখা (৩, ৫) বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্নবিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। সরল রেখাটির সমীকরণ কি?
উঃ x – y + 2 = 0
প্রশ্নঃ x2 + y2 + 3 = 0 একটি-
উঃ বৃত্ত
এটিও পড়ুন – হাওড়া জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর
Tag: জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর, জেনে নিন জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর, PDF জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর, Free Download জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর