ভারতের কিছু বিখ্যাত দৈশিক সীমানা

ভারতের কিছু বিখ্যাত্য দৈশিক সীমানাঃ  এই পোষ্টে ভারতের কিছু বিখ্যাত দৈশিক সীমানা এর তালিকা শেয়ার করা হল। বিভিন্ন চাকুরী পরীক্ষায় ভারতের কিছু বিখ্যাত দৈশিক সীমানা এর তালিকা কাজে আসবে।

ভারতের ভূগোল দক্ষিণ এশীয় রাষ্ট্র ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করে। ভারত সম্পূর্ণত ইন্দো-অস্ট্রেলীয় পাতের উত্তরাংশে ভারতীয় পাতের উপর ৮°৪’ ও ৩৭°৬’ উত্তর অক্ষাংশ এবং ৬৮°৭’ ও ৯৭°২৫’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। দেশটির মোট আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার।

ভারতের কিছু বিখ্যাত দৈশিক সীমানা

সীমানার নাম সীমানার কোন কোন দেশের মধ্যে অবস্থিত
র‍্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে (স্যার সিরিল র‍্যাডক্লিক)
 ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে (১১২০ কিমি, লম্বা, ১৯৬২ সালে অঙ্কিত হয়)
 হিনডেন বার্গ লাইন জার্মানী ও পােল্যান্ডের মধ্যে (১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময়)।
লাইন অব কন্ট্রোল ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে
সেগফ্রেড লাইন জার্মানি ও ফ্রান্সের মধ্যে
ম্যাগিনট লাইন জার্মানি ও ফ্রান্সের মধ্যে।
১৭ তম প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে।
২৪ তম প্যারালাল ভারত ও পাকিস্তান (কচ্ছের কাছে)।
৩৮ তম প্যারালাল উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে।
৪৯ তম প্যারালাল কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে।
ডুরান্ড লাইন ভারত (অধুনা পাকিস্তান) ও আফগানিস্তানের মধ্যে
 হট লাইন ৩০ ক্রেমলিন ও হোয়াইট হাউস।
 ওভার নাইস লাইন পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে।

এগুলিও পড়ুন –

Leave a Reply