
ভারতের মাটি : এই পোষ্টে ভারতের মাটি সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতের মাটি সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য
মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে। সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না । ভূ-ত্বক, জলস্তর, বায়ুস্তর এবং জৈবস্তরের মিথস্ক্রিয়ার মাধ্যমে পাথর থেকে মাটি তৈরি হয়।
ভারতের মাটি সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর
- প্রাচীন পলিমাটিকে ভাঙ্গর ও নবীন পলিমাটিকে কী বলে?
উত্তর: খাদা বলে। - দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশ অঞ্চলের মাটি কীরূপ?
উত্তর: লাল। - মরু অঞ্চলের মাটিকে কী বলে?
উত্তর: সিরোজেম - ভারতের গম ভান্ডার কাকে বলে?
উত্তর: শতদ্রু সমভূমির। - আখ বলয় কাকে বলে?
উত্তর:- মধ্য গঙ্গা সমভূমি। - ভারতের চাল পাত্র কাকে বলে?
উত্তর: -মধ্য ও নিম্ন গঙ্গা সমভূমি। - ভারতের পাট ক্ষেত্র কাকে বলে?
উত্তর: নিন্দ গঙ্গা সমভূমি। - ভারতের কোন ধরণের মাটিতে অধিক পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হয় ?
উত্তর: পলিমাটিতে - কালো মাটির প্রধান ফসল কী?
উত্তর: তুলাে। - ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়?
উত্তর: ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডুর পূর্বঘাট পার্বত্য অঞ্চলে এবং ছােটনাগপুর মালভূমির পূর্বাংশে। - গ্রানাইট শিলাক্ষয়ের ফলে গড়ে উঠে?
উত্তর: দোয়াশ মাটি। - ভারতের শস্য ভান্ডার বলা হয় কোন মাটিকে?
উত্তর: পলি মাটি।
ট্যাগঃ
ভারতের ভূগোল প্রশ্ন উত্তর, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোনটি, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর, পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়, কুইজ প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর সাইট, অনলাইন প্রশ্ন উত্তর