ধর্মীয় সম্পর্কীয় বিভিন্ন জানা অজানাঃ এই পোষ্টে ধর্মীয় সম্পর্কীয় বিভিন্ন জানা অজানা প্রশ্ন উত্তর শেয়ার করা হল। আশা করি প্রত্যেক ছাত্র ছাত্রীদের এই ধর্মীয় সম্পর্কীয় বিভিন্ন জানা অজানা প্রশ্ন উত্তর গুলি কাজে আসবে।
ধর্মীয় সম্পর্কীয় বিভিন্ন জানা অজানা প্রশ্ন উত্তর
প্রশ্ন : বিদ্যার দেবী কে?
উঃ সরস্বতী।
প্রশ্ন :সম্পদের দেবী কে?
উঃ লক্ষ্মী।
প্রশ্ন :পঞ্চপাণ্ডবের নাম কি?
উঃ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব।
প্রশ্ন :পঞ্চসতী কারা?
উঃ অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী।
প্রশ্ন: নবগ্রহ কি কি ?
উঃ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু।
প্রশ্ন :বৌদ্ধধর্মের প্রবর্তক কে?
উঃ গৌতম বুদ্ধ।
প্রশ্ন :বৌদ্ধদের ধর্মপুস্তকের নাম কি?
উঃ ত্রিপিটক।
প্রশ্ন :জৈনদের ধর্মপুস্তকের নাম কি?
উঃ অঙ্গ উপাঙ্গ।
প্রশ্ন :হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
উঃ বেদ।
প্রশ্ন :খ্রীষ্টান ধর্মের প্রবর্তক কে?
উঃ যীশুখ্রীষ্ট।
প্রশ্ন :খ্র্ীষ্টানদের ধর্মপুস্তকের নাম কি?
উঃ বাইবেল।
প্রশ্নঃ ইসলাম ধর্মের প্রবর্তক কে?
উঃ হজরত মহম্মদ।
প্রশ্ন :মুসলমানদের ধর্মপুস্তকের নাম কি?
উঃ কোরাণ।
প্রশ্ন :শিখধর্মের প্রবর্তক কে?
উঃ গুরু নানক।
প্রশ্ন :শিখদের ধর্মগ্রন্থের নাম কি?
উঃ গ্রন্থসাহেব।
প্রশ্ন : গীতা কি?
উঃ হিন্দুদের ধর্মগ্রন্থ।
প্রশ্ন :কুরুক্ষেত্রে কাদের মধ্যে যুদ্দ হয়েছিল?
উঃ কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছিল।
প্রশ্ন : মহরম কি?
উঃ মুসলমানদের পালনীয় একটি শােক দিবস।
প্রশ্ন : ক্রীসমাস কি?
উঃ খ্রীষ্টধর্মের প্রবর্তক যীশুখ্রীষ্ট্রের জন্ম উৎসব।
প্রশ্ন : উপনিষদ কি?
উঃবেদের একটি অংশ।
প্রশ্ন : পঞ্চশস্য কি কি?
উঃ ধান, মাস কলাই, মুগ কলাই, যব ও তিল।
প্রশ্ন : দুর্যোধনের একমাত্র বােনের নাম কি?
উঃ দুঃশলা।
প্রশ্নঃ যুধিষ্ঠিরের কাছে নল-দয়মন্তী উপাখ্যান কে বিবৃত করেছিলেন?
উ: মহর্ষি বৃহদশ।
প্রশ্ন : রামচন্দ্রের বানর সেনাদলের চিকিৎসক কে ছিলেন?
উঃ সুযেণ।
প্রশ্ন : দুষ্মন্ত শকুন্তলার পুত্রের নাম কী?
উঃ ভরত।
প্রশ্ন : বনবাসকালে অর্জুন দিব্যাস্ত্রলাভের খোঁজে বেরিয়ে মহাদেবকে কোন রূপে দেখেছিলেন?
উঃ কিরাতের বেশে।
প্রশ্ন ঃ কার অভিশাপে অর্জুন অজ্ঞাতবাসের একবছর না নর না নারী বা বৃহন্নলা
রূপান্তরিত হয়েছিলেন?
উঃ উর্বশীর অভিশাপে।
এটিও পড়ুন – ভারতের বন্দর সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্ন : মহাভারতে বনবাসকালে যুধিষ্ঠিরকে কে পাশা খেলায় সমস্ত শিক্ষা দিয়েছিলেন?
উঃ মহর্ষি বৃহদশ্ব।
প্রশ্ন : ভীষ্ম কার পুত্র?
উঃ ভীম শান্তনু-গঙ্গার পুত্র।
প্রশ্ন : ভীমের অন্য নাম কি?
উঃ দেবব্রত।
প্রশ্ন : সত্যবর্তী ও শান্তনুর পুত্রের নাম কী?
উঃ বিচিত্রবীর্য।
প্রশ্ন : ব্যাসদেবের অন্য নাম কী?
উঃ কৃষ্ণদ্বৈপায়ন।
প্রশ্ন : ব্যাসদেব কার সন্তান?
উঃ পরাশর মুনি ও সত্যবতীর সম্ভান।
প্রশ্ন : অর্জুন কার কাছে নৃত্য-গীত-বাদ্য-সামগান শেখেন?
উঃ বিশ্বাবসুর পুত্র চিত্রসেনের কাছে।
প্রশ্ন: কোন মুনি যুধিষ্ঠিরদের বিভিন্ন তীর্থ দর্শন করান ও সেই সমস্ত তীর্থের কাহিনী
শােনান?
উঃ লােমশ মুনি।
প্রশ্ন : সমুদ্র মন্থনে কে কমণ্ডলুতে অমৃত নিয়ে উঠেছিলেন?
উঃ ধন্বন্তরি।
প্রশ্ন : পঞ্চতন্ত্র কে রচনা করেন?
উত্তরঃ বিষ্ণুশর্মা
প্রশ্ন : পঞ্চ পাণ্ডব জননীর প্রকৃত নাম কী ছিল?
উঃ পৃথা।
প্রশ্ন। কোন যুদ্ধে দুর্গার কপাল থেকে কালী সৃষ্টি হয়?
উঃ শুম্ভ নিশুম্ভের যুদ্ধে।
প্রশ্ন : পঞ্চ পাণ্ডবেরা যে সময় বদরিকাশ্রমে ছিলেন, সে সময় কোন রাক্ষস স্রৌপদীকে
হরণ করেছিল?
উঃ জটাসুর।
প্রশ্ন :ক্রোধ, হিংসা, ভয় ও মৃত্যু—প্রকৃতপক্ষে এরা কারা?
উঃ ক্রোধ ও হিংসা হল কলির পিতা ও মাতার নাম। কলির পুত্র ও কন্যার নাম হল ভয়
ও মৃত্যু।
প্রশ্নঃ কোন মুনি মাতৃগর্ভে বেদচর্চা করেন?
উঃ পরাশর।
প্রশ্ন : বিদেশে প্রথমবার কোন ভারতীয় ধর্মীয় সম্বন্ধে বক্তৃতা দেন?
উঃ স্বামী বিবেকানন্দ।
প্রশ্নঃপুরাণের ত্রিকালদর্শী কাকটির নাম কী?
উঃ ভূষণ্ডী।
প্রশ্নঃ জন্মেঞ্জয় সর্প যজ্ঞে তক্ষক নাগ কার শরণাপন্ন হয়েছিলেন?
উঃ দেবরাজ ইন্দ্রের।
প্রশ্ন : মহাভারত অনুসারে কোন ওষুধ খেলে চিরযৌবন লাভ করা যায়?
উঃ চ্যবণপ্রাশ।
প্রশ্নঃ শ্রীকৃষ্ণের আপন বােনের নাম কি ছিল?
উঃ সুভদ্রা।
প্রশ্নঃ কার বরে গড়ুর বিষ্ণুর বাহন হয়েছিলেন?
উঃ মহাদেবের বরে।
প্রশ্নঃ পৃথিবীর আরেক নাম মেদিনী কেন?
উঃ মধু ও কৈটভ নামে দানবের মেদে পৃথিবী ভরে গিয়েছিল বলে।
File Details:
File Name: ধর্মীয় সম্পর্কীয় বিভিন্ন জানা অজানা প্রশ্ন উত্তর
File Format: PDF
No of Page: 1
File Size: 1 MB
Download Link: Link 1 || Link 2 Download PDF
এটিও পড়ুন – Download PDF ধর্মীয় সম্পর্কীয় বিভিন্ন জানা অজানা প্রশ্ন উত্তর
Pingback: মনােবিদ্যা সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর - KmdInfo
Pingback: ভারতের জাতীয় সঙ্গীত | জাতীয় স্তোত্র (National Anthem) Wth PDF Download - KmdInfo