You are currently viewing ভারতের জাতীয় সঙ্গীত | জাতীয় স্তোত্র (National Anthem) Wth PDF Download
ভারতের জাতীয় সঙ্গীত

ভারতের জাতীয় সঙ্গীত | জাতীয় স্তোত্র (National Anthem) Wth PDF Download

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত। গানটির রচনাকাল জানা যায় না। ১৯১১ খ্রিষ্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয়।

ভারতের জাতীয় সঙ্গীত | জাতীয় স্তোত্র

বাংলা- জনগণমন অধিনায়ক

জনগণ মন অধিনায়ক জয় হে

ভারত ভাগ্যবিধাতা

পাঞ্জাব-সিন্ধু-গুজরাট মারাঠা

দ্রাবিড় উৎকল বঙ্গ

বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা

উচ্ছ্বল জলধিতরঙ্গ

তব শুভ নামে জাগে

তব শুভ আশিষ মাগে,

গাহে তব জয়গাথা

জনগণ মঙ্গলদায়ক জয় হে

ভারত ভাগ্য বিধাতা

জয় হে জয় হে জয় হে

জয় জয় জয়, জয় হে।

 

ইংরেজি অনুবাদ – The morning song of India

Thou art the rular of the minds of all people

dispenser of India destiny

The name of rouses the herts of Punjab, Sind

Gujrat and Maratha

Of the Dravida and Orisa and Bengal

It echoes in the hills of the Vindhyas and

Himalayas

Mingles in the music of Jammuna as Ganges

and is chanted by the waves of the Indian sea.

They pray for the blessings and sing thy praise

The savings of all people waits in thy hand

Thou dispenser of India’s destiny

Victory Victory Victory of thee.

এটিও জেনে নিন – ধর্মীয় সম্পর্কীয় বিভিন্ন জানা অজানা প্রশ্ন উত্তর

ভারতের জাতীয় সঙ্গীত সম্পর্কিত প্রশ্ন উত্তর –

প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের রচয়িতা কে?

উত্তর – ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ ভারতের জাতীয় স্তোত্র’ বা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ হয় কত সালে ?

উত্তরঃ  : ভারতের জাতীয় স্তোত্র’ বা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ হয় ২৪ জানুয়ারি, ১৯৫০ সালে।

প্রশ্নঃ ভারতের জাতীয় স্তোত্র’ বা জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত পত্রিকা এর নাম কী?

উত্তরঃ রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় ১৯১২ সালে প্রথম প্রকাশিত হয়।

প্রশ্নঃ প্রথম প্রকাশের সময় কবিতার নাম কি ছিল?

উত্তরঃ প্রথম প্রকাশের সময় কবিতার নাম ছিল ‘ভারত বিধাতা’।

প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের ইংরাজি অনুবাদক কে?

উত্তরঃ ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের ইংরাজি অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ ‘ভারত বিধাতা’ ইংরাজিতে এই কবিতার নাম

উত্তরঃ ‘ভারত বিধাতা’ ইংরাজিতে এই কবিতার নাম The Morning song of India |

প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের কয়টি স্তবক

উত্তরঃ ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের পাঁচটি স্তবক ।

প্রশ্নঃ সৈন্যবাহিনী ক’টি স্তবক গাইতে পারে

উত্তরঃ কেবল একটি স্তবক।

প্রশ্নঃ গানটি প্রথম গাওয়া হয়েছিল কোথায়?

উত্তরঃ ২৭ ডিসেম্বর, ১৯১১ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে।

প্রশ্নঃভারতের জাতীয় সংগীত গাইবার সময় লাগে কত?

উত্তরঃ : ৫২ সেকেন্ড।

প্রশ্নঃ গানটিকে জাতীয় সঙ্গীত বা স্তোত্ররূপে গ্রহণ করেন ?

উত্তরঃ : ভারতের সংবিধান সভা। 

This Post Has One Comment

Leave a Reply