নদীয়া জেলা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, Top Latest Nadia District GK 1000+

নদীয়া জেলা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, জেনে নিন নদীয়া জেলা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, Top Latest Nadia District GK, Download Top Latest Nadia District GK

নদীয়া জেলা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, Top Latest Nadia District GK

নদীয়া= 1787 সালে ইংরেজ শাসন সময় জন্ম হয় নদীয়া জেলার।তারপর 1948 সালে 23 শে ফেব্রয়ারী জেলাটি বর্তমান আকার নেয়।
 আয়তন– 3,927 বর্গ কিমি.
অক্ষংশ ও দ্রঘিমাগত অবস্থান- নদীয়া জেলা 22 0 53’ও 24 0 11″ উত্তর অক্ষংশ এবং 88 0 09′ ও88 0 48′ পূর্ব দ্রঘিমাংশের মধ্যে আবস্থিত।কর্কটক্রান্তি রেখা এই জেলাকে প্রয়া দু-ভাগে বিভত্ত করছে।
সীমানা-উত্তর ও উত্তর-পশ্চিমে মুর্শিদাবাদ জেলা,দক্ষিণ ও দক্ষিণ-পূর্বদিকে 24পরগণা জেলা।পশ্চিমে বর্ধমান ও হুগলী জেলা, পূর্ব বাংলাদেশে আবস্থিত।
ভূ-প্রকৃতি-গঙ্গা- ভাগীরথী ও অন্যান্য উপনদী দ্বারা গঠিত নদীয়া জেলা বিশাল সমভূমিতে আবস্থিত।পরিণত ব- দ্বিপের আন্তগর্ত, জেলার স্বাভাবিক ভূমি ঢ়ল দক্ষিণ পূর্ব দিকে।
জলবায়ু– এই জেলার উষ্ণতা আর্দ্র ক্রান্তিয় মৌসুমী প্রকৃতি জলবায়ু দেখা য়ায়।কর্কটক্রান্তি রেখা জেলার মাঝামাঝি দিয়ে যাওয়ায় গ্রীষ্মে প্রচণ্ড গরম অনুভূমি হয়।গ্রীষ্মেকালে সর্বাধিক উষ্ণতা43 0 সেঃ এবং সর্বনিম্ন 19 0সেঃ শীতকাল সর্বেচ্চ 30 0 সেঃ এবং সর্বনিম্ন 9 0 সেঃ।বছরে মোট বৃষ্টিপাত 1200-1400 মিলিমিটার।
নদ-নদী-ভাগীরথী,জলঙ্গী,ভৈরব, চূর্নী,মাথাভঙ্গা, ইছামতী ইত্যাদি প্রধান নদী।
স্বাভাবিক উদ্ভিদ- এই জেলায় মাত্র 1.22 হাজার হেক্টর জমিতে অরণ্য বর্তমান যা জেলার মোট ভৌগোলিক আয়তনের মাত্র 0.31%।

জেনে নিন – দক্ষিণ 24 পরগণা সম্পর্কিত জিকে, Top GK North 24 Parganas Latest

কৃষি– এই জেলায় মোট কৃষি জমির পরিমাণ 390.66হাজার হেক্টর। জেলার প্রায় 80%জমি কৃষিকাজে ব্যবহার।
শিল্প– এই জেলার বেশ কিছু অংশ হুগলী শিল্পাঞ্চলের অন্তর্গত।
ব্যাঙ্কও সমবায়– ব্যাঙ্কের সংখ্যা-185; প্রথমিক কৃষি সংস্থা- 361
স্বাস্থ্য-হাসপাতালের সংখ্যা-560
জনসংখ্যা-মোট জনসংখ্যা-46,03,756 জনসংখ্যার ঘনত্বঃপ্রতি বর্গ কিমিতে-1,172
সাক্ষরতার হার- 66.14 শতাংশ
প্রশাসনিক কাঠামো– মহকুমা-4টি জেলার সদর-কৃষ্ণণ; গ্রাম পঞ্চায়েত-189টি আসনসংখ্যা-3,114; পঞ্চায়েত সমিতি-17 আসন সংখ্যা-512 জেলার পরিষদ-1টি আসন সংখ্যা-41; পুরসভা-10টি, থানা- 22টি।
বিধানসভার আসন- 15; লোকসভার আসন-2টি।

এটিও পড়ুন – দার্জিলিং জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

নদীয়া জেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্র: নদীয়া জেলার আয়তন কত বর্গ কিমি?

উ: ৩,৯২৭ বর্গ কিমি।

প্র : নদীয়া জেলায় প্রতি হাজার হেক্টরে কৃষিজমির পরিমাণ কত ভাগ?

উ: ২৯৪,৪৬ ভাগ।

প্র: নদীয়া জেলার গ্রামাঞ্চলে কত শতাংশ কৃষিজমি রয়েছে?

উ: ৭৭.৩৭,

প্রঃ নদীয়া জেলার জনসংখ্যা কত ?

উ: ৪৬,০৩,৭৫৬ জন।

প্র: নদীয়া জেলায় প্রতি বর্গ কিমিতে কত লােক বাস করে?

উ: ২১.২৭ জন।

প্র: নদীয়া জেলায় সাক্ষর জনগণের সংখ্যা কত?

উঃ ২৬,৬৯,২৯৬ জন।

প্রঃ নদীয়া জেলায় শহরাঞ্চলে লােকবসতির পারমাণ কত শতাংশ?

উঃ ২১.২৭ শতাংশ।

প্র; নদীয়া জেলার সীমানা উল্লেখ কর।

উঃ উত্তরে মুর্শিদাবাদ, দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা, পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে বর্ধমান।

প্রঃ নদীয়া জেলার সদর শহর কোনটি ?

উঃ কৃষ্ণনগর।

প্রঃ নদীয়া জেলায় কটি মহাকুমা আছে?

উঃ ৪টি।

প্রঃ নদীয়া জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত?

উ : ১৮৭টি।

প্রঃ নদীয়া জেলায় কটি পুরসভা রয়েছে?

উঃ ১০টি।

প্রঃ নদীয়া জেলায় কটি ব্লক ও কটি থানা আছে?

উঃ ব্লক ১৭টি, থানা ২২টি।

প্র : নদীয়া জেলায় কটি কৃষি গবেষণা কেন্দ্র আছে?

উঃ ৪টি।

প্র : নদীয়া জেলায় কটি বিশ্ববিদ্যালয় আছে?

উঃ ৩টি।

প্রঃ নদীয়া জেলা দুধ উৎপাদনে কোন স্থান অধিকার করে?

উ : প্রথম স্থান।

প্র : নদীয়া জেলার কৃষিজ দ্রব্যের নাম লেখ।

উঃ ধান, গম, পাট, আখ প্রভৃতি।

প্রঃ নদীয়া জেলার প্রাণী ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে?

উঃ উপাচার্য এ. কে. ভট্টাচার্য।

প্রঃ নদীয়া জেলার প্রধান শিল্পগুলির নাম লেখ।

উঃ মৃৎশিল্প, তাঁতবস্ত্র, ওষুধ, রাসায়নিক সামগ্রী ও অ্যালকোহল।

প্রঃ নদীয়া জেলার উপর দিয়ে প্রবাহিত কয়েকটি নদীর নাম উল্লেখ করো?

উঃ ইছাৱতী, চূর্ণী, জলঙ্গী, ভাগীরথী, ভৈরব ও মাথাভাঙ্গা।

প্রঃ নদীয়া জেলার অভয়ারণ্যটির নাম কি?

উঃ বেথুয়াডহরী।

প্রঃ শ্রীচেতন্যদেবের জন্মস্থান কোথায়?

উঃ নবদ্বীপ।

প্রঃ নদীয়া জেলার কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখ।

উঃ কৃষ্ণনগর রাজবাড়ি, কবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান ফুলিয়া, মায়াপুরের ইস্কন মন্দির, রাসযাত্রায় শান্তিপুর, কৃষ্ণনগরের মাটির পুতুল আর রামতনু লাহিড়ী ও দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মস্থান কৃষ্ণনগর।

এটিও পড়ুন – পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন তালিকা

Leave a Reply

14 + seven =