বিখ্যাত নাটক ও চলচ্চিত্রের নামঃ এই পোষ্টে বিখ্যাত নাটক ও চলচ্চিত্রের নাম শেয়ার করা হল। আপনারা যারা বিখ্যাত নাটক ও চলচ্চিত্রের নাম এর পোষ্ট খুঁজছেন ? আশা করি এই পোষ্ট তাদের খুব কাজে আসবে। এটিও পড়ুন – ভারতবর্ষ নিয়ে ছোটদের কিছু প্রশ্ন উত্তর
বিখ্যাত নাটক ও চলচ্চিত্রের নাম
প্রশ্নঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শেক্সপিয়ারের লেন্ নাটকের অনুকরণে ‘ভ্রান্তিবিলাস’ নাটকটি লিখেছিলেন?
উত্তর – কমেডি অব এররস
প্রশ্নঃ-কলকাতার ‘থিয়েটার রোড নামকরণের কারণ কী?
উত্তর- এখানে চৌরঙ্গী থিয়েটার নামে একটি নাট্যশালা অবস্থিত ছিল। |
প্রশ্নঃ- ‘সেবক ছদ্মনাম এর আড়ালে কোন্ নাট্যকার নাটক লিখতেন?
উত্তর- নাট্যকার গিরিশচন্দ্র ঘােষ।
প্রশ্নঃ- ১৯৫৯ সালে মিনার্ভা থিয়েটারে কোন নাটকের মাধ্যমে উৎপল দত্ত নাটক জগতে নবজাগরণ ঘটানোর শুরু করেন ?
উত্তর- অঙ্গার।
প্রশ্নঃ- একজন রুশ ভদ্রলােকের চেষ্টায় এ দেশে প্রথম বাংলা নাটক মথ হয়েছিল, তার নাম কি?
উত্তর -হেরাসিম লেবেদ। |
প্রশ্নঃ- ‘থার্ড থিয়েটারের জনক কাকে বলা হয়?
উত্তর -বাদল সরকার।
প্রশ্নঃ- গিরিশচন্দ্র ঘােষ শেষবারের মতাে কোন নাটকে মঞ্চে নেমেছিলেন?
উত্তর- ‘বলিদান’ নাটকে করুণাময়ী ভূমিকায়।
প্রশ্নঃ- ‘নবান্ন’ নাটকের মাধ্যমে ১৯৪৪ সালে কোন বিখ্যাত নাটক অভিনেত্রীর নাট্য জীবন শুরু হয়?
উত্তর -তৃপ্তি মিত্র। |
প্রশ্নঃ- হিন্দি ছবির এক মেগাস্টার নায়ক কোলকাতার ‘অ্যামেচারস্ থিয়েটার’ দলে নিয়মিত অভিনয় করতেন, তার নাম কী?
উত্তর- অমিতাভ বচ্চন।
প্রশ্নঃ- কোন নাটকে প্রথম মহিলা নাটকে অভিনয়ের জন্য রঙ্গমঞ্চে নেমেছিলেন?
উত্তর -মাইকেল মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা’। |
প্রশ্নঃ- ধনী বৈরাগী কোন নাট্যকারের ছদ্মনাম?
উত্তর- তরুণ রায়। |
প্রশ্নঃ- শিশির ভাদুড়ী প্রথম কোন নাটকে অভিনয় করে তার অবিস্মরণীয় নাট্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন?
উত্তর- ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ ‘আলমগীর।
প্রশ্নঃ- ভারতে কোন থিয়েটারে প্রথম ঘূর্ণায়মান মঞ্চ বা রিভলভিং স্টেজ নির্মাণ করা হয়েছিল?
-কলকাতার ‘রংমহল’ থিয়েটারে।
প্রশ্নঃ- ১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর প্যারিসে সিনেমা সম্পর্কিত একটি উল্লেখযােগ্য ঘটনা ঘটে। কি ঘটনা?
প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।
প্রশ্নঃ- স্টার থিয়েটার স্থাপনের ব্যাপারে তৎকালীন বাংলা রঙ্মণ্মের এক অভিনেত্রীর অনস্বীকার্য অবদান রয়েছে। তার নাম কী?
উত্তর– বিনোদিনী দাসী।
প্রশ্নঃ- সাঁ সুসি থিয়েটার এক সময় বিধ্বংসী আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। এখন সেখানে কোন্ বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান?
উত্তর —সেন্ট জেভিয়ার্স কলেজ।
এগুলিও পড়ুন