পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ এই পোষ্টে পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন পরীক্ষায় কাজে আসবে। এটিও পড়ুন – ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির তালিকা
পশ্চিমবঙ্গের জলবায়ু
প্রশ্নঃ- পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন প্রকৃতির?
উত্তরঃ উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
প্রশ্নঃ- পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটি কোথায়?
উত্তরঃ আসানসোল (45°সে.)।
প্রশ্নঃ- পশ্চিমবঙ্গের শীতলতম স্থানটির নাম কী?
উত্তরঃ সান্দাকফু
প্রশ্নঃ- পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
উত্তরঃ বক্সা ডুয়ার্স (জলপাইগুড়ি, 500 সেমি.)
প্রশ্নঃ-পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়?
উত্তরঃ ময়ূরেশ্বর (বীরভূম, 95 সেমি)
এটিও পড়ুন – ভারতের জলবায়ু সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ- পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি গরম পড়ে কোন মাসে?
উত্তরঃ মে মাসে
প্রশ্নঃ- পশ্চিমবঙ্গে বর্ষার শুরু হয় কোন মাসে?
উত্তরঃ জুন মাসের দ্বিতীয় সপ্তাহে।
প্রশ্নঃ- পশ্চিমবঙ্গে বৃষ্টিবহুল মাস কোনটি?
উত্তরঃ জুলাই মাস।
প্রশ্নঃ- পশ্চিমবঙ্গে বার্ষিক গড় বৃষ্টিপাত হয় কত?
উত্তরঃ 180 সেমি
এগুলিও পড়ুন