You are currently viewing পশ্চিমবঙ্গ বাজেট 2021 – 2022 এক নজরে জেনে নেওয়া যাক

পশ্চিমবঙ্গ বাজেট 2021 – 2022 এক নজরে জেনে নেওয়া যাক

পশ্চিমবঙ্গ বাজেট 2021 – 2022 এক নজরে জেনে নেওয়া যাক

  • বছরের ঊর্ধ্বে সব বয়স্ক মানুষ ও ১৮ বছরের বেশি বয়সের বিধবাদের জন্য পেনশন চালু করছে রাজ্য সরকার, যা সারা দেশে নজিরবিহীন ঘটনা। এজন্য বরাদ্দ করা হয়েছে। ১,০০০ কোটি টাকা।
  • তপশিলি জাতি, আদিবাসী, দুঃস্থ এলাকায় ১০০টি নতুন ইংরিজি মাধ্যম স্কুল, সান্তাড় (অলচিকি), নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরী, কুরমালি ও সাদরি ভাষার জন্য সবমিলিয়ে ৭০০টি স্কুল ও মাদ্রাসাকে সরকারি সাহায্য দেওয়া হবে। * ] ‘তরুণের স্বপ্ন প্রকল্পে প্রতি বছর দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব প্রদান।
  • দুঃস্থ মানুষদের কথা ভেবে চালু হচ্ছে মা’ প্রকল্প। কমিউনিটি কিচেন ধরণের এই প্রকল্পের আওতায় দুঃস্থ মানুষদের জন্য স্বল্পমূল্যে রান্না করা খাবার বিতরণ করা হবে।
  • ‘চা সুন্দরী প্রকল্পের আওতায় ৩ লাখ চা শ্রমিককে পাকা বাড়ি।
  • আইএএস ও আইপিএস পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে। ১০০ জনের জন্য থাকা, খাওয়া ও বৃত্তির ব্যবস্থা।
  • স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্তির কাজ ধারাবাহিকভাবে চলবে। ৩ বছর পরপর কার্ড রিনিউ করা যাবে। এজন্য মােট বরাদ্দ ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা।
  • আগামী ৫ বছরে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি স্তরে আর স্বনিযুক্তিমূলক কর্মসংস্থানকে ধরে ১.৫ কোটি নতুন কর্মসংস্থানের সুযােগ তৈরি করা হবে।
  •  পার্শ্বশিক্ষক, সহায়ক, শিক্ষাবন্ধু, চুক্তিবদ্ধ শিক্ষক ও বিশেষ শিক্ষকদের প্রতি বছর ৩% হারে মাইনে বাড়বে। ৬০ বছর বয়সে অবসরের পর এককালীন ৩ লাখ টাকা অনুদান।
  •  আগামী ৩ বছরে পুলিশ প্রশাসন ও বিভিন্ন বিভাগে ১ লাখ ১০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়ােগ সম্পূর্ণ হবে।
  •  এবার থেকে জাহেরথান ও মাঝিথানের গরিব মাঝিদের আগামী বছর থেকে প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এজন্য বরাদ্দ ১০০ কোটি টাকা।
  • জানুয়ারি থেকে জুন পর্যন্ত সব যাত্রী পরিবাহী যানবাহনের রােড ট্যাক্স মকুব।
  • গ্রামাঞ্চলে পথশ্রী প্রকল্পে আরও ৪৬,০০০ কিলােমিটার নতুন রাস্তা তৈরি করা হবে। সেইসঙ্গে ১০,০০০ কিলােমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি ও সংস্কার করা হবে আগামী বছর।
  • নেতাজী সুভাষচন্দ্র বসুর নামে রাজ্য পরিকল্পনা কমিশন তৈরির সিদ্ধান্ত। এই কমিশনের নাম হবে নেতাজী স্টেট প্ল্যানিং কমিশন। এজন্য বরাদ্দ ৫ কোটি টাকা।
  •  নিউটাউনে ১০০ কোটি টাকা খরচ করে আজাদ হিন্দ স্মারক তৈরি করা হবে। প্রতি জেলায় জয় হিন্দ ভবন তৈরি করা হবে।
  •  কলকাতা পুলিশে নেতাজী ব্যাটালিয়ন তৈরি হবে। এজন্য বরাদ্দ ১০ কোটি টাকা।
  • ৪৫ লাখ পরিবহণ শ্রমিককে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যােজনার মাধ্যমে এককালীন ১,০০০ টাকা করে দেওয়া হবে।
  • দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি প্রতি বছর ২বার (আগস্ট- সেপ্টেম্বর ও ডিসেম্বর-জানুয়ারি) হবে।
  • মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে নতুন করে ১৪,০০০ একর জমিকে আনা হবে।
  • মাতৃবন্দনা প্রকল্প ঘােষিত হল। এই প্রকল্পের আওতায়, ১০ লাখ নতুন স্বনির্ভর গােষ্ঠী গঠন করা হবে। আগামী ৫ বছরে যাতে এইসব গােষ্ঠীকে ২৫,০০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়, তার ব্যবস্থা করা হবে। এজন্য ১৫০ কোটি টাকা খরচ করা হবে।
  • ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে সব পর্যটন সংস্থাকে সাহায্য করবে রাজ্য সরকার। সেই তালিকায় আছে রিসর্ট, হােটেল, হােম স্টে, প্রমণ সহায়ক সংস্থা প্রভৃতি। এজন্য বরাদ্দ ১০ কোটি টাকা।
  •  জঙ্গলমহলকে কেন্দ্র করে তৈরি হবে শিল্পনগরী। পুরুলিয়ার রঘুনাথপুরে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন’এর ২,৪৮৩ একর জমির ওপর জঙ্গল সুন্দরী কর্মনগরী গড়ে তােলা হবে।
  • যুবক-যুবতীদের জন্য যুবশক্তি প্রকল্প চালু হবে। প্রতি ৩ বছর পরপর ১০,০০০ ছাত্রছাত্রীকে নেওয়া হবে। তারা সরকারের বিভিন্ন দফতরে শিক্ষানবিশ হিসাবে কাজ করার সুযােগ পাবেন।

 

 

Leave a Reply