পোকামাকড় থেকে ছড়ানো বিভিন্ন রোগ সম্পর্কিত প্রশ্ন উত্তর

পোকামাকড় থেকে ছড়ানো বিভিন্ন রোগ সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ পতঙ্গকীট বা পোকা বা কীটপতঙ্গInsect) হলো আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত অমেরুদন্ডীদের একটি শ্রেণী যাদের একটি করে কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল, একটি তিন খন্ডের দেহ (মস্তক, ধড় ও উদর), তিন জোড়া করে সংযুক্ত পা, জটিল পুঞ্জাক্ষি, এবং এক জোড়া করে শুঙ্গ বা এ্যান্টেনা রয়েছে।

পোকামাকড় থেকে ছড়ানো বিভিন্ন রোগ

পোকামাকড় এর নাম রোগের নাম
1. অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া
2. ঈডিশ মশা ডেঙ্গু
3. স্যান্ডফ্লাই কালাজ্বর
4. কিউলেক্স মশা ফাইলেরিয়া
5. মাছি কলেরা, আমাশয়

প্রশ্নঃ অ্যানোফিলিস মশা কোন রোগ ছড়ায়?

উত্তরঃ ম্যালেরিয়া

প্রশ্নঃ ঈডিশ মশা মশা কোন রোগ ছড়ায়?

উত্তরঃ ডেঙ্গু রোগ ছড়ায়।

প্রশ্নঃ স্যান্ডফ্লাই পোকা কোন রোগ ছড়ায়?

উত্তরঃ কালাজ্বর রোগ ছড়ায়।

প্রশ্নঃ কিউলেক্স মশা কোন রোগ ছড়ায়?

উত্তরঃ ফাইলেরিয়া রোগ ছড়ায়।

প্রশ্নঃ মাছি কোন রোগ ছড়ায়?

উত্তরঃ কলেরা, আমাশয় রোগ ছড়ায়।

প্রশ্নঃ ইঁদুর কোন রোগ ছড়ায়?

উত্তরঃ প্লেগ, অ্যাইরোসিস, চর্মরোগ, কৃমি রোগ, হান্টা ভাইরাস, ইঁদুরে কামড়ানো জ্বর, টাইফয়েড, জন্ডিস, ক্ষেত্রবিশেষে জলাতঙ্ক।

প্রশ্নঃ তেলাপোকা কোন রোগ ছড়ায়?

উত্তরঃ ফুড পয়জনিং, অ্যালার্জি, হাঁপানি বা শ্বাসকষ্ট,  কৃমি রোগ, চর্মরোগ, আমাশয়, টায়ফয়েড, হেপাটাইটিস এ ইত্যাদি।

প্রশ্নঃ টিকটিকি কি কি রোগ ছড়ায়?

উত্তরঃ  খাবারে মল বা লেজ পড়লে বমি ও ডাইরিয়া হতে পারে

এটিও পড়ুন – বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙ্গালী মহিলা

This Post Has One Comment

Leave a Reply