You are currently viewing সামাজিক সচেতনতা সম্পর্কিত প্রশ্ন উত্তর

সামাজিক সচেতনতা সম্পর্কিত প্রশ্ন উত্তর

সামাজিক সচেতনতাঃ এই পোষ্টে সামাজিক সচেতনতা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। আশা করি সকল বন্ধুদের এই প্রশ্ন উত্তরগুলি কাজে আসবে। ঐতিহাসিক বই ও লেখকের নামের তালিকা এর তালিকা আগের পোষ্টে শেয়ার করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন। নিম্নে সামাজিক সচেতনতা সম্পর্কিত প্রশ্ন উত্তর আলোচনা করা হল –

সামাজিক সচেতনতা সম্পর্কিত প্রশ্ন উত্তর

  • ব্ল্যাকফুট ডিজিজ কী ?
    উত্তর: – পায়ের পাতায় আর্সেনিকের প্রভাবে কালাে রঙের দাগ সৃষ্টি হওয়াকে ব্ল্যাকফুট ডিজিজ বলে।
  •  সমাজে অপুষ্টির প্রভাবে কী ক্ষতি হতে পারে ?উত্তর: অপুষ্টির প্রভাবে সমাজ সবদিক দিয়ে সঠিকভাবে গঠন করা সম্ভব নয়।
  • রেডিয়ামের আবিষ্কার কে করেন?
    উত্তর:– মাদাম কুরি।
  •  কী জাতীয় খাবার প্রত্যহ খাওয়া উচিত?
    উত্তর:– এমন খাবার খাওয়া উচিত যা সহজপাচ্য, শরীর তৈরির সব উপাদান তার মধ্যে থাকবে। রােগ- প্রতিরােধ ক্ষমতাযুক্ত, সস্তা ও রুচিকর খাদ্য প্রত্যহ খাওয়া উচিত।
  •  স্বাস্থ্য কাকে বলে?
    উত্তর: শরীর ও মনের সুস্থ ও সবল অবস্থাকে স্বাস্থ্য বলে।
  • পরিবার বলতে কী বােঝায় ?
    উত্তর:– পরিবার হল একটি জৈব একক। স্বামী, স্ত্রী এবং সন্তানদের নিয়ে গঠিত হয় পরিবার। প্রতিটি মানবসমাজে এর অস্তিত্ব বর্তমান। অধ্যাপক অগবার্ন ও নিমকর্ক পরিবার বলতে বুঝিয়েছেন, এমন একটি স্থায়ী সংগঠন যা স্বামী, স্ত্রী, সন্তানসহ বা সন্তান ছাড়া গড়ে উঠতে পারে।
  • পরিবেশবিদ্যা কাকে বলে?
    উত্তর:পরিবেশ সংক্রান্ত তত্ত্ব যে পাঠ্য বইতে আমরা পেয়ে থাকি তাকে পরিবেশবিদ্যা বলে।
  • অপুষ্টির ফলে কী হয় ?
    উত্তর: দৈহিক, মানসিক বিকাশ সম্ভব হয় না।
  • সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা প্রয়ােজন কেন ?
    উত্তর:ব্যক্তির শারীরিক ও মানসিক বিকাশের জন্য শরীরচর্চা প্রয়ােজন।
  • জনস্বাস্থ্য ও পরিবেশের মধ্যে সম্পর্ক কী ?
    উত্তর: সুস্থ পরিবেশ ছাড়া জনস্বাস্থ্য গঠন সম্ভব নয়, তাই জনস্বাস্থ্য ও পরিবেশ গভীরভাবে সম্পর্কযুক্ত।
  • শরীর সুস্থ রাখতে গেলে কী করতে হয় ?
    উত্তর: নিয়মিত শরীরচর্চার অভ্যাস করতে হয়।
  • পারিবারিক সম্পর্ক অল্প কথায় ব্যাখ্যা করাে।
    উত্তর: পারিবারিক সম্পর্ক ও পারস্পরিক বােঝাপড়ার উপরই জীবনধারা নিয়ন্ত্রিত হয়। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলেই জীবন সুন্দর ও মধুর হয়ে ওঠে। পারিবারিক সঙাব কিংবা অসঙাবের উপর নির্ভর করে একটি পরিবারের প্রত্যেকটি লােকের শান্তি, চরিত্রের বিকাশ, আর্থিক সমৃদ্ধি এবং উত্থান পতন হয়। পারিবারিক অশান্তির ফলে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
  • স্বাস্থ্য শিক্ষার মূল অর্থ বলতে কী বােঝ?
    উত্তর: সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হওয়া।

এটিও পড়ুন – বিষাক্ত Venomous সম্পর্কিত প্রশ্ন উত্তর

  • পরিবেশে তেজস্ক্রিয়তার উৎস কী ?
    উত্তর: মানুষের কাজকর্মের ফলে উৎপন্ন তেজস্ক্রিয়তা ও প্রাকৃতিক তেজস্ক্রিয়তা।
  • পুকুরের জলকে কীভাবে পানের উপযােগী করতে হয় ?
    উত্তর:– পুকুরের জল শােধন করতে হলে মাঝে মাঝে পুকুরে চুন দেওয়া দরকার। চুন ছাড়াও পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব ভালাে কাজ করে। পুকুরের চারপাশে বড়াে বড়াে গাছ ছেটে দিতে হবে যতটা সম্ভব, যাতে তার পাতা পুকুরে পড়ে পচে জল দূষিত না করে। পুকুরে যাতে সূর্যের আলাে পড়ে তার দিকে নজর রাখতে হবে।
  •  ভাইরাসঘটিত রােগের প্রতিকার কী ?
    উত্তর: এই রােগের হাত থেকে বাঁচতে হলে টিকা নেওয়া অবশ্যই দরকার। ভাইরাস রােগের এখনাে কোনাে ভালাে ওষুধ আবিষ্কার হয়নি। তবে পরিচ্ছন্নতা, টিকাকরণ এবং সচেতনতার মাধ্যমে এর প্রতিরােধ সম্ভব।
  • বাতাসে কী পরিমাণ আর্সেনিক থাকে ?
    উত্তর: সাধারণত বাতাসে মাইক্রো পরিমাণে আর্সেনিক থাকে।
  • এর প্রভাবে কী ক্ষতি হয় ?
    উত্তর:→ আর্সেনিক বিষক্রিয়ার প্রভাবে আমাদের দেহে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ক্যানসার সৃষ্টি হতে পারে।
  •  আর্সেনিক কী ?
    উত্তর:— এটি আসলে বিষক্রিয়াশীল ধাতু।
  • কানে বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টির কারণ কী?
    উত্তর: কানের ভিতরে নােংরা জল ঢুকলে, নাক ও বুকে সর্দি লাগলে, কানের ভিতর কোনাে কারণে ফোড়া বা গােটা জাতীয় কিছু হলে, নােংরা পরিবেশে বসবাস করলে কানের বিভিন্ন অসুবিধা দেখা দেয়। এছাড়া অ্যালার্জি হলে সাধারণত ঠান্ডা লেগে কানে সবচেয়ে বেশি বিপত্তি ঘটে।
  • কোনাে স্থানে বসবাসের আগে কোন কোন দিক বিবেচনা করতে হয় ?
    উত্তর:– সমাজে বিভিন্ন শ্রেণির লােকের বাস। তাদের নানারকম রুচি বর্তমান। সমাজের এই বিভিন্ন শ্রেণিকে তিনটি ভাগে ভাগ করা যায়। (১) নিম্নবৃত্ত, (২) মধ্যবৃত্ত, (৩) উচ্চবৃত্ত শ্রেণি। এদের প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। কিন্তু একটি বিষয়ে সকলেই একমত যে বাসস্থান নির্বাচন হবে। করতে গেলে জল, আলাে, বাতাস এবং পরিবেশের সুবিধা সর্বপ্রথমে বিচার করতে হবে।
  • পরিবেশ কাকে বলে ?
    উত্তর:বেঁচে থাকার জন্য জীবের চারপাশে যে অনুকূল অবস্থার প্রয়ােজন হয় তাকে পরিবেশ বলে।
  • সংক্রামক রােগ কাকে বলে ?
    উত্তর:– যে সমস্ত ভাইরাসঘটিত রােগ পশু, পাখি বা মানুষের মধ্যে খুব দ্রুতভাবে বিস্তার লাভ করে এবং স্বল্পকাল স্থায়ী হয়। সেই সমস্ত রােগকে সংক্রামক রােগ বলে।
  •  সুস্থ শরীর কাকে বলে ?
    উত্তর:– যে শরীর কোনাে প্রকার রােগে আক্রান্ত নয় তাকে সুস্থ শরীর বলে।
  •  সুষম খাদ্য কাকে বলে ?
    উত্তর:→ ব্যক্তির চাহিদা অনুসারে সুস্থ শরীর রাখার জন্য পরিমাণ মতাে শর্করা, প্রােটিন, স্নেহ পদার্থ ও ভিটামিনযুক্ত খাবারকে সুষম খাদ্য বলে।
  • পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে গেলে কী করা উচিত?
    উত্তর:→ প্রত্যহ দিনে দুবার স্নান করা উচিত।
  •  সংক্রামক রােগ কীভাবে সংক্রামিত হয় ?
    উত্তর – পরিবেশ অস্বাস্থ্যকর হলে তা থেকে নানাবিধ সংক্রামক রােগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে,
    পানীয় জলদূষণ, খাদ্যদূষণ দ্বারা মানুষ নানাবিধ সংক্রামক রােগে আক্রান্ত হয়। পয়ঃপ্রণালী ব্যবস্থা সঠিক না হলে সংক্রামক রােগের মাত্রা বৃদ্ধি পায়।

এটিও পড়ুন –পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

  • রােগ হলে কী করা উচিত ?
    উত্তরঃ- অসুখ করলে শরীর দুর্বল হয়ে যায়, মন ভালাে থাকে না, তাই অসুখ হওয়ার কারণগু জানা থাকলে প্রাথমিক শুশ্রযার ফলে রােগ নিরাময় হতে পারে। প্রয়ােজনে ডাজতারখানায় হাসপাতালে যাওয়া দরকার।
  •  পরিবেশ পাঠের প্রয়ােজনীয়তা কী ?
    উত্তর:ব্যক্তির সঙ্গে পরিবেশের সামঞ্জস্য ঘটানাের জন্য পরিবেশ সম্বন্ধে জানা প্রয়ােজন।
  • পরিবেশ কয় প্রকার ?
    উত্তর – পরিবেশ প্রধানত দুই প্রকার-(ক) প্রাকৃতিক খ) সামাজিক পরিবেশ।
  • পানীয় জলে সীসার পরিমাণ কত?
    উত্তর – পানীয় জলে সীসার পরিমাণ প্রতি লিটারে 0.05 মিলিগ্রাম হওয়া উচিত।
  • অপুষ্টির ফলে কী কী রােগ দেখা দিতে পারে ?
    উত্তর – রিকেট, স্কার্ভি, রাতকানা, গলগণ্ড ইত্যাদি রােগ দেখা যায়।
  •  মিড-ডে মিল কী ?
    উত্তর – দ্বি-প্রাহরিক খাদ্যকে মিড-ডে মিল বলে।
  • শরীরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে কেন ?
    উত্তর — ব্যক্তির শরীরকে, মানসিক ও প্রক্ষোভিক দিক দিয়ে সুস্থ রাখতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাক হবে।

প্রশ্ন উত্তরঃ সামাজিক সচেতনতা সম্পর্কিত প্রশ্ন উত্তর, ফ্রী সামাজিক সচেতনতা সম্পর্কিত প্রশ্ন উত্তর

  •  রাসায়নিক দূষণের প্রতিকার কী ?
    উত্তর – রাসায়নিক পদার্থ বর্জিত খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত।
  •  রােগ হয় কেন?
    উত্তর – শরীর রক্ষার নিয়মিত নীতিগুলাে না মেনে রােগ বা অসুখ করে।
  •  অপুষ্টির প্রতিকার কী ?
    উত্তর → চাহিদানুসারে শর্করা, প্রােটিন ও ভিটামিনযুক্ত খাবার খাওয়া প্রয়ােজন।
  •  সীসার বিষক্রিয়ার প্রতিকার কী ?
    উত্তর: সীসাযুক্ত বর্জ্য গ্যাসকে দ্রুত বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত।
  •  ধূমপান কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ?
    উত্তরঃ ধূমপানের ফলে নিকোটিন শরীরের উপর বিষক্রিয়া ঘটায়।
  •  কয়েকটি তেজস্ক্রিয় মৌলের নাম কী ?
    উত্তর – রেডিয়াম, ইউরেনিয়াম, থােরিয়াম ইত্যাদি।
  • তেজস্ক্রিয় মৌল কী ?
    উত্তর – একটি অধাতব মৌলের থেকে একপ্রকার যে রশ্মি বের হয় তাকে তেজস্ক্রিয় মৌল বলে।
  • পরিবেশের অবনতি হচ্ছে কেন ? উত্তর – মানুষের নীতিহীন কার্যকলাপের ফলে পরিবেশের ভারসাম্য ভেঙে পড়ছে ফলে পরিবে।
  • পরিবেশ অবনতির কারণ কী কী?
    উত্তর – শিক্ষার হার ও মান, অপুষ্টি, দারিদ্র্য সংক্রামক রােগ, রাসায়নিক দূষণ, শব্দদূষণ, দৃশ্যদূষন
  •  শরীরের কোনাে অংশ পুড়ে গেলে কী করতে হবে?
    উত্তর: শরীরের কোনাে অংশ পুড়ে গেলে বার্নল জাতীয় ওষুধ লাগাতে হবে। এছাড়া অল্প চুনের নারকেল তেল লাগালে জ্বালা কমে। আর সবার প্রথমে পুড়ে যাওয়া অংশটি ঠান্ডা জলে দিতে হবে।
  • জনসংখ্যা, সামাজিক পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক কী?উত্তর – জনসংখ্যা, সামাজিক পরিবেশ অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্কটি পরিবর্তনশীল এবং আপেক্ষিত । ক্রমবর্ধমান জনসংখ্যা সমাজ ও অর্থনৈতিক উন্নয়নের গতিকে প্রতিহত করতে পারে না।
  •  ভারী ধাতু কাকে বলে?উত্তর: পরিবেশ বা মানবশরীরে বিষক্রিয়া সৃষ্টিকারী ধাতুকে ভারী ধাতু বলে।
  •  পারদের উৎস কী ?উত্তর → পারদের উৎস হল জীবাশ্ম জ্বালানি লিগনাইট ইত্যাদি।
  •  পানীয় জলে সর্বোচ্চ কত পরিমাণ আর্সেনিক থাকে?উত্তরঃ 0.05 মিলিগ্রাম প্রতি লিটারে।
  •  ম্যাঙ্গানিজের উৎস কোথায় ?.উত্তর – ম্যাঙ্গানিজের উৎস জীবাশ্ম, মাটি, সার।
  •  বিশুদ্ধ পানীয় জলের প্রয়ােজনীয়তা কী ?উত্তরঃ এই জলে রােগ-জীবাণু থাকে না। ফলে আমরা রােগের হাত থেকে রক্ষা পেতে পারি। বিশুদ্ধ জল স্বাস্থ্যরক্ষা এবং বেঁচে থাকার জন্য অত্যন্ত দরকার।
  •  মিড-ডে মিলের প্রয়ােজনীয়তা কী ?উত্তর ~ অপুষ্টির প্রতিকার হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি।
  •  ধাতুদূষণ কী ?উত্তরঃ- পরিবেশে ভারী ধাতুগুলি তাদের বিষক্রিয়া ছড়িয়ে পরিবেশ দূষণ করে, যাকে ধাতুদ্ষণ বলে
  • দরিদ্র জনসাধারণের মধ্যে কোন কোন রােগের প্রকোপ বেশি?উত্তর – পৃথিবীর যে-কোনাে দেশের দরিদ্র লােকজনের মধ্যে যে সমস্ত রােগের প্রাদুর্ভাব দেখা যায় সেগুলি হল—কলেরা, জলবসন্ত, কুষ্ঠ, ম্যালেরিয়া, হেপাটাইটিস, এডস, টাইফয়েড প্রভৃতি।
  •  জীবাণু কী ?উত্তর – এক রকমের খুব ছােটো ছােটো জীব, যা খালি চোখে দেখা যায় না। জীবের অণু বা খুব ছােটো অংশই হল জীবাণু।
  •  ধাতু কী?উত্তর – ওজনে ভারী, তাপ ও বিদ্যুতের পরিবাহী, সাধারণ অবস্থায় কঠিন, চকচকে পদার্থকে ধাতু বলে।
  •  পরিবেশের প্রধান উপাদানগুলি কী কী ?
    উত্তর – আবহাওয়াজনিত উপাদান, ভূপৃষ্ঠীয় শর্তাবলী, মৃত্তিকা সম্বন্ধীয় উপাদান, জৈবিক উপাদান।
  •  ব্যায়াম কী?উত্তরঃ ব্যায়াম হল দেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়মিতভাবে পরিচালনা করে সুস্থ ও সবল শরীর গড়ে তােলার পদ্ধতি।
  •  কয়েকটি ভারী ধাতুর নাম লেখাে।উত্তর – আর্সেনিক, বেরিলিয়াম, বিসমাথ, কোবাল্ট, লােহা, তামা, নিকেল ইত্যাদি।
  • পরিবেশে তেজস্ক্রিয়তার বার্ষিক গড় মান কত ?
    উত্তর – পরিবেশে তেজস্ক্রিয়তার বার্ষিক গড় মান 105 pm।
  •  কনজাংটিভাইটিস কী ?উত্তরঃ → চক্ষু গােলকের কনজাংটাইভা আবরণের উপর ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রদাহ, এটি তেমন মারাত্মক না হলেও 2-3 দিন রােগীকে চক্ষুজনিত কষ্ট দেয়। এই রােগের বিস্তার গণহারে খুব তীব্রভাবে ঘটে।

এটিও পড়ুন –বিখ্যাত ফুটবলারের ডাক নাম

  • কৃষিতে রাসায়নিক পদার্থের প্রভাব কী?
    উত্তর:– কৃষিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে বেশি পরিমাণে ফসল উৎপন্ন করা যায়।
  •  তেজস্ক্রিয় দূষণ বলতে কী বােঝ ?
    উত্তর:~ এই পদার্থ ব্যবহারের ফলে পরিবেশে স্বাভাবিক তেজস্ক্রিয়তা চেয়ে অধিকমাত্রায় তেজস্ক্রিয়তা বৃদ্ধির ঘটনাকে তেজস্ক্রিয় দূষণ বলে।
  •  প্রতিষেধক টীকা নেওয়ার দরকার হয় কেন?
    উত্তর:– বসন্ত, ম্যালেরিয়া, পােলিও, হাম ইত্যাদি রােগের হাত থেকে বাঁচার জন্য প্রতিযেধক টীকা নেওয়া দরকার।
  • ধাতুদূষণের ফলে কী ক্ষতি হয় ?
    উত্তর: আমাদের দেহে নানারকম রােগের উপসর্গ দেখা দেয়।
  •  সমাজে চলার ক্ষেত্রে সাধারণ নিয়মগুলি কী কী ?
    উত্তর: প্রতিবেশীর সঙ্গে আমরা সর্বদা ভালাে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব, সকলের সঙ্গে ভদ্র এবং মার্জিত ব্যবহার করব, গুরুজনদের শ্রদ্ধা ও ভক্তি করব, স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের যথেষ্ট সম্মান করব, কাউকে অকারণে কটু কথা বলব না, বিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ ব্যবহার করব।
  • স্নেহজাতীয় খাবার অত্যধিক পরিমাণে খেলে আমাদের কী ক্ষতি হয় ?
    উত্তর: স্নেহজাতীয় খাবার বেশি খেলে পেটে বা ঘাড়ে মেদ জমে, যা আমাদের শারীরিক পটুতাকে কমিয়ে দেয়। হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ার ফলে বুকের অসুখও হতে পারে। অতএব দেহ সুস্থ রাখতে সারাদিন 50 গ্রাম স্নেহ জাতীয় খাবারই যথেষ্ট।
  • আধুনিক সমাজে গৃহ-পরিচালনার প্রয়ােজনীয়তা কী ?
    উত্তর: (ক) নিজ পরিবারকে সামাজিক জীবনে প্রবেশ করানাে।
    (খ) পরিবারের সকলের সঙ্গে ভালাে ব্যবহার ও সদ্ভাব বজায় রাখা।
    (গ) পরিবারের সকলকে একটি জীবনদর্শনে উদ্বুদ্ধ করা।
    (ঘ) প্রত্যেকের স্বাস্থ্য ও স্বার্থ রক্ষা করা।
  •  শব্দদূষণ কী?
    উত্তর: →অতিরিক্ত শব্দ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই হাইকোর্ট থেকে আইন করে 65
  • ডেসিবেল (শব্দমাত্রা) পর্যন্ত শব্দ ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এই মাত্রা শাস্তিযােগ্য অপরাধ হবে। বিশেষ করে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের শব্দদূষণ মারাত্মক অপরাধ।
  •  মানসিকভাবে সুস্থ ব্যক্তির কী কী বৈশিষ্ট্য থাকা উচিত ?
    উত্তর: (ক) আত্মতৃপ্তি।
    (খ) বহির্জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া।
    (গ) বাতি আচরণ, সমাজ কর্তৃক অনুমােদন।
    (ঘ) হিংসা, ক্রোধ, কুটিলতা প্রভৃতি নানা বদ প্রবৃত্তিগুলি থেকে দূরে থাকা।

ট্যাগঃ সামাজিক সচেতনতা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ, জেনে নিন সামাজিক সচেতনতা সম্পর্কিত প্রশ্ন উত্তর, Download সামাজিক সচেতনতা সম্পর্কিত সাধারণ জ্ঞান, সামাজিক সচেতনতা সম্পর্কিত Question and Answers, লেটেস্ট সামাজিক সচেতনতা সম্পর্কিত প্রশ্ন উত্তর, Free সামাজিক সচেতনতা সম্পর্কিত প্রশ্ন উত্তর, 500+ সামাজিক সচেতনতা জানা অজানা প্রশ্ন উত্তর

Leave a Reply