ভারতের প্রথম ডাক পরিষেবা কবে এবং কখন

ভারতের প্রথম ডাক পরিষেবা কবেঃ ভারতীয় ডাক বিভাগ, যা ভারতীয় ডাক হিসাবে ব্যবসায় করে আসছে , হল ভারত-এর সরকার চালিত ডাক প্রণালী যা সাধারণত ডাক ঘর হিসাবে পরিচিত । ১৮৫৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানী ভারতবর্ষকে রাণীর হাতে সমর্পন করার সাথে সাথে ভারত-এ ব্রিটিশ রাজের প্রতিষ্ঠা হয় । ১৮৬১ সাল থেকে ৮৮৯টা ডাকঘর তৈরি হয় যেখানে ৪৩ নিযুত চিঠি এবং ৪.৫ নিযুত খবরের কাগজের আদান প্রদান হয়েছিল । ১৯১১ সালের ১৮ ফেব্রুয়ারি তারিখে বিশ্বর প্রথম উড়ো ডাক (এয়ার মেইল)-এর ঘটনা ঘটে যেখানে হেনরী পেকুয়েট নামের ফরাসি পাইলট এলাহাবাদ থেকে ১৫ কেজি ভার (প্রায় ৬০০০ চিঠি) নিয়ে উড়ে গংগা নদীর অন্যপারে অবস্থিত নেইনি নামের স্থানে উপস্থিত হন ।

এটিও পড়ুন – ইতিহাস সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর – 1000+ History GK

ভারতের প্রথম ডাক পরিষেবা কবে এবং কখন

  • প্রথম ডাক পরিষেবা শুরু হয় কত সালে?
    উত্তরঃ – ১৮৩৭ সালে।
  • প্রথম ডাক টিকিট চালু হয় কত সালে?
    উত্তরঃ-১৮৫২
  • প্রথম ডাক বিভাগ স্থাপিত হয় কত সালে?
    উত্তরঃ- ১৮৫৪
  • প্রথম সর্বভারতীয় ডাকটিকিট চালু হয় কত সালে?
    উত্তরঃ- ১৮৫৪
  • প্রথম মানি অর্ডার ব্যবস্থা চালু হয় কত সালে?
    উত্তরঃ- ১৮৮০
  • প্রথম ডাক সঞ্চয় ব্যাঙ্ক প্রকল্প চালু হয় কত সালে?
    উত্তরঃ- ১৮৮২
  • এয়ারসেল পরিষেবা হয় কত সালে?
    উত্তরঃ- ১৯১১

এটিও পড়ুন – পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ Update #2020

This Post Has One Comment

Leave a Reply