You are currently viewing ভারতে বিদেশি আক্রমণ সম্পর্কিত জানা অজানা তথ্য

ভারতে বিদেশি আক্রমণ সম্পর্কিত জানা অজানা তথ্য

ভারতে বিদেশি আক্রমণ সম্পর্কিত জানা অজানা তথ্যঃ এই পষ্টে ভারতে বিদেশি আক্রমণ সম্পর্কিত জানা অজানা তথ্য শেয়ার করা হল। এই তথ্যগুলি বিভিন্ন পরীক্ষা কাজে আসবে।

ভারতে বিদেশি আক্রমণ

  • দরায়ুস ভারত আক্রমণ করেন- ৫১৬ খ্রিঃপূঃ।
  • আলেকজান্ডার ছিলেন গ্রিসের ম্যাসিডনের রাজা। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন -৩২৭ খ্রিঃ
  • হিদাস্পিসের বা ঝিলামের যুদ্ধ হয়েছিল। আলেকজান্ডার ও পৌরবরাজ পুরুর মধ্যে।
  • গ্রিক ভাস্কর্যের দ্বারা প্রভাবিত হয়ে সৃষ্টি হয়- গান্ধার ভাস্কর্য রীতি।
  • ইন্দো-গ্রিক শাসকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন- মিনান্দার বা মিলিন্দ।
  • মিনান্দার – বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন।
  • ভারতে শকশাসন স্থাপিত হয়েছিল- উত্তর-পশ্চিম ভারতে।
  • ‘ক্ষত্রপ উপাধি ধারণ করতেন- শক শাসকরা।
  • শক ক্ষত্রপদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন- রুদ্রদামন।

File Details:

File Name: বিভিন্ন প্রাণীর গর্ভকাল

File Format:

No of Page: 1

File Size: 314

Download Link: Link 1 || Link 2

এগুলিও পড়ুন –

Leave a Reply