বাঙ্গালীরা বিভিন্ন কাজকর্মে অনেকেই নাম অর্জন করেছেন, এবং তাদের নাম এবং তাদের অবদান আমরা আজ ভুলতে পারিনা। এই পোষ্টে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় বাঙালী পুরুষ বিভিন্ন ক্ষেত্রে কে কী ভাবে অবদান রেখেছেন তার তালিকা PDF সহ শেয়ার করা হল।
প্রথম ভারতীয় বাঙালী পুরুষ বিভিন্ন ক্ষেত্রে কে কী
- প্রথম কংগ্রেস সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
- প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন—মিহির সেন।
- প্রথম নৌকায় আন্দামান যাত্রা-পিনাকী চ্যাটার্জী।
- প্রথম প্রাদেশিক গভর্নর-লর্ড সত্যপ্রসন্ন সিংহ।
- প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি-স্যার রমেশচন্দ্র মিত্র।
- প্রথম পি. আর. এস.স্যার আশুতােষ মুখােপাধ্যায়।
- প্রথম ব্যারিস্টার—জ্ঞানেন্দ্রমােহন বসু।
- প্রথম ইঞ্জিনিয়ার-নীলমণি মিত্র।
- প্রথম শহীদ—ক্ষুদিরাম বসু।
- নােবেল পুরস্কার বিজয়ী—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
- স্বেচ্ছায় আই. সি. এস. ডিগ্রি ত্যাগ—নেতাজী সুভাষচন্দ্র বসু।
- প্রথম অক্সার – সত্যজিৎ রায়।
- প্রথম রাষ্ট্রপতি – প্রণব মুখোপাধ্যায়।
- প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার – সৌমিত্র চট্টপাধ্যায়।
-
প্রথম বাঙালি বহু ভাষাবিদ – হরিনাথ দে ।
-
প্রথম বাঙালি পৃথিবী ভ্রমণ করেন – রামনাথ বিশ্বাস ।
-
প্রথম বাঙালি সাংবাদিক – গঙ্গা কিশোর ভট্টাচার্য ।
-
প্রথম বাঙালি নালন্দা বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ – শীলভদ্র ।
-
প্রথম বাঙালি ভারতের স্বাধীনতা যুদ্ধে শহিদ – প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসু ।
-
প্রথম বাঙালি কলকাতার মেয়র – চিত্তরঞ্জন দাশ ।
-
প্রথম বাঙালি আত্মজীবনী রচনা করেন – দেবেন্দ্রনাথ ঠাকুর ।
এটিও পড়ুন – বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙ্গালী মহিলা
-
প্রথম বাঙালি বাংলা ভাষায় শর্ট হ্যান্ড প্রবর্তক – দ্বিজেন্দ্রনাথ সিংহ ।
-
প্রথম বাঙালি সর্বাধিক সময়ের মুখ্যমন্ত্রী –জ্যোতি বসু ।
-
প্রথম বাঙালি ভারতের বাইরে হিন্দু ধর্ম প্রচার – স্বামী বিবেকানন্দ ।
-
প্রথম বাঙালি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার – অতীশ দীপঙ্কর ।
-
প্রথম বাঙালি পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী – ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ ।
-
প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ।
-
প্রথম বাঙালি নির্বাচন কমিশনার – সুকুমার সেন ।
-
প্রথম বাঙালি ব্যঙ্গচিত্র অঙ্কন করেন – গগনেন্দ্রনাথ ঠাকুর
-
প্রথম বাঙালি চলিত ভাষায় উপন্যাস – টেঁকচাঁদ ঠাকুর ।
-
প্রথম বাঙালি রবীন্দ্র পুরস্কার লাভ – ডঃ নীহার রঞ্জন রায় ও সতীনাথ ভাদুড়ী ।
-
প্রথম বাঙালি প্রত্নতাত্ত্বিক – রাখালদাস বন্দ্যোপাধ্যায় ।
-
প্রথম বাঙালি এয়ার চীফ মার্শাল – সুব্রত মুখার্জী ।
-
প্রথম বাঙালি প্রধান সেনাপতি – জয়ন্ত চৌধুরী ।
-
প্রথম বাঙালি ভারতে ও বিদেশে যাদুবিদ্যা প্রদর্শন কারী – পি. সি. সরকার ।
-
প্রথম বাঙালি বিদেশে ভারতে নৃত্য প্রদর্শক – উদয় শঙ্কর ।
-
প্রথম বাঙালি শব ব্যবচ্ছেদক – কবিরাজ মধুসূদন গুপ্ত ।
-
প্রথম বাঙালি পশ্চিম বঙ্গের রাজ্যপাল – ডঃ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ।
-
প্রথম বাঙালি ক্রিকেট অধিনায়ক – সৌরভ গাঙ্গুলি ।
-
প্রথম বাঙালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি – বিজন কুমার মুখোপাধ্যায় ।
-
প্রথম বাঙালি বিদেশে প্রধান সেনাপতি – কর্নেল সুরেশচন্দ্র বিশ্বাস ।
-
প্রথম বাঙালি বেলুন যাত্রী – রামচন্দ্র চট্টোপাধ্যায় ।
-
প্রথম বাঙালি আই. সি. এস – সত্যেন্দ্রনাথ ঠাকুর ।
-
প্রথম বাঙালি প্রতিবন্ধী সাঁতারু ইংলিশ চ্যানেল পার হয় – মাসুদুর রহমান বৈদ্য ।
জেনে নিন প্রথম ভারতীয় বাঙালী পুরুষ বিভিন্ন ক্ষেত্রে কে কী , Download PDF প্রথম ভারতীয় বাঙালী পুরুষ বিভিন্ন ক্ষেত্রে কে কী ? Free FRD Download প্রথম ভারতীয় বাঙালী পুরুষ বিভিন্ন ক্ষেত্রে কে কী ?
Pingback: হরমোন বিষয়ের 200 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর - KmdInfo