পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা এর তালিকা

পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভাঃ এই পোষ্টে পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা এর তালিকা শেয়ার করা হল। সকল শিক্ষার্থী বন্ধুদের পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা এর তালিকা কাজে আসবে ।  এটিও পড়ুন – বিখ্যাত নাটক ও চলচ্চিত্রের নাম

পশ্চিমবঙ্গ সরকার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও তার ২৩ টি জেলার সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা স্থানীয় নামে রাজ্য সরকার নামেও পরিচিত। রাজ্যপাল সহ একটি শাসনবিভাগ, একটি আইনবিভাগ ও একটি বিচারবিভাগ নিয়ে এই সরকার গঠিত।

পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা এর তালিকা

মন্ত্রীদের নামের তালিকা  পদের নাম
ড. প্রফুল্ল ঘোষ মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষা দপ্তর
সুরেশচন্দ্র ব্যানার্জী বাণিজ্য, শ্রম ও শিক্ষামন্ত্রী
যাদবেন্দ্রনাথ পাঁজা অর্থমন্ত্রী।
বিমল চন্দ্র সিনহা স্বাস্থ্যমন্ত্রী
কালিদাস মুখার্জী। ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী
হেমচন্দ্র নস্কর কৃষি, বন ও মৎস্য মন্ত্রী
কমলকৃয় রায়  সমবায় ঋণ ও ত্রাণ মন্ত্রী
নিকুঞ্জবিহারী মাইতি সেচ, পূর্ত, গৃহনির্মাণ ও জলপথ মন্ত্রী
রাধানাথ দাস অসামরিক সরবরাহ মন্ত্রী
মোহিনী মোহন বর্মন বিচার ও আইনমন্ত্রী
ঈশ্বর চন্দ্র জালাল স্পিকার ( প্রথম অধক্ষ )

এগুলিও পড়ুন –

This Post Has One Comment

  1. Pingback: 2021 পশ্চিমবঙ্গে মন্ত্রীসভায় কে কোন মন্ত্রী - KmdInfo

Leave a Reply