ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ এই পোষ্টে ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ এর তালিকা খুঁজছেন আশা করি তাদের খুব কাজে আসবে। [ এটিও পড়ুন – ভারতীয়দের মধ্যে প্রথম পরুষ ব্যক্তিগণ ]
ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ
প্রশ্ন : প্রথম অ্যাডভোকেট হন ?
উত্তর ঃ রেজিনা গুহ।
প্রশ্ন : প্রথম ইংলিশ চ্যানেল পার হন ?
উত্তর ঃ আরতি সাহা।
প্রশ্ন : প্রথম ২বার ইংলিশ চ্যানেল পার হন ?
উত্তর ঃ আরতি সাহা (চক্রবর্তী)।
প্রশ্ন : প্রথম রাষ্ট্রদূত ?
উত্তর : বিজয়লক্ষ্মী পণ্ডিত।
প্রশ্ন : প্রথম বিলাত যান?
উত্তর ঃ রাজকুমারী বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : প্রথম ইঞ্জিনিয়ার হন ?
উত্তর : ইলা মজুমদার।
প্রশ্ন : প্রথম এম. এ. পাশ করেন ?
উত্তর ঃ চন্দ্রমুখী বসু।
প্রশ্ন : প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী হন?
উত্তর : সুচেতা কৃপালিনী।।
প্রশ্ন : প্রথম প্রধানমন্ত্রী হন?
উত্তর : ইন্দিরা গান্ধী।
প্রশ্ন : প্রথম মেয়র হন?
উত্তর : সুলোচনা মোদী।
প্রশ্ন : প্রথম পাইলট হন?
উত্তর : দুর্বা বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : প্রথম ডি. এস. সি ডিগ্রি পান
উত্তর : অসীমা চট্টোপাধ্যায়।
প্রশ্ন : প্রথম ব্যারিস্টার হন?
উত্তর ও কর্ণেলিয়া সোরাবজি। |
প্রশ্ন: প্রথম মহাকাশে যান?
উত্তর : কল্পনা চাওলা।
প্রশ্ন : প্রথম নোবেল পুরস্কার পান?
উত্তর : মাদার টেরেসা।।
প্রশ্ন : প্রথম রাজ্যপাল হন? |
উত্তর ঃ শ্রীমতি সরোজিনী নাইডু।
প্রশ্ন : প্রথম এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
উত্তর ঃ অধ্যাপিকা বাচেন্দ্রী পাল সিং।
প্রশ্ন: প্রথম দিল্লীর সিংহাসনে রাজত্ব করেন ?
উত্তর ঃ সুলতান ইলতুৎমিসের কন্যার সুলতানা রাজিয়া।।
প্রশ্ন : প্রথম ভারত ছাড়ো আন্দোলনের শহীদ ?
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।।
প্রশ্ন : প্রথম এয়ার ভাইস মার্শাল কে?
উত্তর : পদ্মা বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর ঃ প্রতিভা দেবী সিং পাটিল।
প্রশ্ন : প্রথম লোকসভার অধ্যক্ষ কে?
উত্তরঃ শ্রীমতী মীরা কুমার।।
এটিও পড়ুন –পৃথিবীর সপ্তম আশ্চর্য সম্পর্কিত জানা অজানা
Pingback: বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙ্গালী মহিলা - KmdInfo
Pingback: বিজ্ঞানের পরিমাপের বিভিন্ন একক এবং তাদের পরিমাপ - KmdInfo