প্রধান মরুভূমি: মরুভূমি শব্দটার সাথে যেন মিশে আছে বালুময় জনমানবহীন এক বিস্তীর্ণ প্রান্তরের ছবি । কিন্তু মরুভূমি শুধু বালুময় নয়, হতে পারে বরফে ভরা, পাথর বা নুড়ি পাথরে ভরা বিস্তীর্ণ কোন এক এলাকা। মূলত ৫ শতাংশের কম জীববৈচিত্র্য কোন অঞ্চলে থাকলে তাকে মরুভূমি বলা হয়। সে হিসেবে মরুভূমির মধ্যে পড়ে আফ্রিকার সাহারা মরুভূমি, এন্টার্টিকার বিস্তীর্ণ বরফঅঞ্চল আর বলিভিয়ার সালার দে উয়ুনি, যেটা কিনা পৃথিবীর বৃহত্তম লবণ মরুভূমি।
পৃথিবীর কয়েকটি প্রধান মরুভূমি
নাম | স্থান |
সাহারা | উত্তর আফ্রিকা। |
কালাহারি | দক্ষিণ আফ্রিকা |
নুবিয়ান | পূর্ব আফ্রিকা |
মরুস্থলা। | রাজস্থান |
বৃহৎ ভিক্টোরিয়া | অস্ট্রেলিয়া |
অস্ট্রেলিয়া মরুভূমি | অস্ট্রেলিয়া |
কারাকাম | সােভিয়েত রাশিয়া |
কলরাডাে | ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র |
গােবি মরুভূমি | মঙ্গোলিয়া |
বৃহৎ আরবের মরুভূমি | আরব |
তাকলামাকান | মঙ্গোলিয়া |
কিজিলকাম | মধ্য তুর্কিস্থান |
মােহাড | দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র |
আটাকামা | উত্তর চিলি |
File Details:
File Name: পৃথিবীর কয়েকটি প্রধান মরুভূমি
File Format: PDF
No of Page: 1
File Size: 793 KB
Download Link: Link 1 || Link 2 |Download PDF
এটিও পড়ুন – ভারতের জনসংখ্যা সম্পর্কিত জানা অজানা তথ্য