অগ্ন্যাশয় গ্রন্থি একই সঙ্গে অন্তঃক্ষরা বা নালিবিহীন গ্রন্থি ( আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস ) এবং বহিঃক্ষরা বা নালিযুক্ত গ্রন্থি ( অ্যাসিনি ) দ্বারা গঠিত। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমােন ক্ষরিত হয় যা শরীরে বিভিন্ন বিপাক ক্রিয়ায় সাহায্য করে এবং বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরিত হয় যা খাদ্য পরিপাকে সাহায্য করে।[১]
প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ও তার তালিকা PDF সহ
অ্যাসিনাস গ্রন্থি
(Acinous glands) |
সোনাব্যাঙের ত্বকে এবং যকৃতে
খরগোশের যকৃতে মানুষের অগ্ন্যাশয়ে। |
i) নিউকাস ক্ষরণ করা।
ii) পিত্ত ক্ষরণ করা। iii) অগ্ন্যাশয় রস ক্ষরণ করা। |
অ্যাড্রিনাল গ্রন্থি
(Adrenal glands) |
মানুষসহ মেরুদণ্ডী প্রাণীদের
বৃক্কের ওপর। |
অ্যাড্রিনালিন, নর-অ্যাড্রিনালিন এবং কয়েকপ্রকার কটিকয়েড হরমোন নিঃসৃত করা |
অ্যাপোক্রাইন গ্রন্থি
(Apocrine glands) |
স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে। | স্তনগ্রন্থির মতো ক্ষরণ |
বারথোলিন গ্রন্থি
(Barthollin glands) |
স্ত্রী খরগোশ, গিনিপিগ এবং স্ত্রীলোকদের জনন নালিতে। | বিশেষ রস ক্ষরণ করে সঙ্গমকালে লুব্রিক্যান্টের কাজ করে। |
ব্রুনার বর্ণিত গ্রন্থি
(Brunner’s glands) |
গিনিপিগ, খরগোশ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ডিওডিনামে। | মিউকাস ক্ষরণ করে। |
বাল্বো-ইউরেথ্রাল গ্রন্থি
বা কাউপারের গ্রন্থি (Bulbo-urethral glands or Cowper’s glands) |
পুরুষ মানুষ, খরগোশ প্রভৃতি
প্রাণীর ইউরেথ্রা বরাবর |
বীর্য নির্গমনের জন্য ইউরেথ্রাকে
সিক্ত রাখে। |
সেরুমিনাস গ্রন্থি
(Ceruminous glands) |
স্তন্যপায়ী প্রাণীদের বহিঃকর্ণ নালিতে | সেরুমেন নিঃসরণ করা। |
গ্যাস্ট্রিক গ্রন্থি
পেপটিক গ্রন্থি (Peptic glands) অক্সিনটিক গ্রন্থি (Oxyntic glands) |
মেরুদণ্ডী প্রাণীদের পাকস্থলীর অন্তঃপ্রাচীরে |
পাকরস ক্ষরণ করা।
পেপটিক গ্রন্থি থেকে পেপসিন এবং অক্সিনটিক গ্রন্থি থেকে HCI ক্ষরিত হয়। |
এটিও জেনে নিনঃ ইংরাজী থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম
File Name: প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ও তার তালিকা PDF সহ
File Format:PDF
PDF File Name: প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ও তার তালিকা PDF সহ
PDF File Size: 345 KBPS
No of Page: 01
Download Link: প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ।