প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ও তার তালিকা PDF সহ

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ও তার তালিকা PDF সহ।[Various glands of animals and its list with PDF] 1

অগ্ন্যাশয় গ্রন্থি একই সঙ্গে অন্তঃক্ষরা বা নালিবিহীন গ্রন্থি ( আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস ) এবং বহিঃক্ষরা বা নালিযুক্ত গ্রন্থি ( অ্যাসিনি ) দ্বারা গঠিত। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমােন ক্ষরিত হয় যা শরীরে বিভিন্ন বিপাক ক্রিয়ায় সাহায্য করে এবং বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরিত হয় যা খাদ্য পরিপাকে সাহায্য করে।[১]

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ও তার তালিকা PDF সহ

অ্যাসিনাস গ্রন্থি

(Acinous glands)

সোনাব্যাঙের ত্বকে এবং যকৃতে

খরগোশের যকৃতে

মানুষের অগ্ন্যাশয়ে।

i) নিউকাস ক্ষরণ করা।

ii) পিত্ত ক্ষরণ করা।

iii) অগ্ন্যাশয় রস ক্ষরণ করা।

অ্যাড্রিনাল গ্রন্থি

(Adrenal glands)

মানুষসহ মেরুদণ্ডী প্রাণীদের

বৃক্কের ওপর।

অ্যাড্রিনালিন, নর-অ্যাড্রিনালিন এবং কয়েকপ্রকার কটিকয়েড হরমোন নিঃসৃত করা
অ্যাপোক্রাইন গ্রন্থি

(Apocrine glands)

স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে। স্তনগ্রন্থির মতো ক্ষরণ
বারথোলিন গ্রন্থি

(Barthollin glands)

স্ত্রী খরগোশ, গিনিপিগ এবং স্ত্রীলোকদের জনন নালিতে। বিশেষ রস ক্ষরণ করে সঙ্গমকালে লুব্রিক্যান্টের কাজ করে।
ব্রুনার বর্ণিত গ্রন্থি

(Brunner’s glands)

গিনিপিগ, খরগোশ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ডিওডিনামে। মিউকাস ক্ষরণ করে।
বাল্বো-ইউরেথ্রাল গ্রন্থি

বা কাউপারের গ্রন্থি

(Bulbo-urethral glands

or Cowper’s glands)

পুরুষ মানুষ, খরগোশ প্রভৃতি

প্রাণীর ইউরেথ্রা বরাবর

বীর্য নির্গমনের জন্য ইউরেথ্রাকে

সিক্ত রাখে।

সেরুমিনাস গ্রন্থি

(Ceruminous glands)

স্তন্যপায়ী প্রাণীদের বহিঃকর্ণ নালিতে সেরুমেন নিঃসরণ করা।
গ্যাস্ট্রিক গ্রন্থি

পেপটিক গ্রন্থি (Peptic glands)

অক্সিনটিক গ্রন্থি

(Oxyntic glands)

মেরুদণ্ডী প্রাণীদের পাকস্থলীর অন্তঃপ্রাচীরে পাকরস ক্ষরণ করা।

পেপটিক গ্রন্থি থেকে পেপসিন

এবং অক্সিনটিক গ্রন্থি থেকে HCI

ক্ষরিত হয়।

 

এটিও জেনে নিনঃ ইংরাজী থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম

File Name: প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ও তার তালিকা PDF সহ

File Format:PDF

PDF File Name: প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ও তার তালিকা PDF সহ

PDF File Size: 345 KBPS

No of Page: 01

Download Link: প্রাণীদের বিভিন্ন গ্রন্থি

Leave a Reply