বিভিন্ন নদীর পরিকল্পনাঃ
নদী (সমার্থক শব্দ – তটিনী, তরঙ্গিনী, সরিৎ ইত্যাদি) সাধারণত মিষ্টি জলের একটি প্রাকৃতিক জলধারা যা ঝরনাধারা, বরফগলিত স্রোত অথবা প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট হয়ে প্রবাহ শেষে সাগর, মহাসাগর, হ্রদ বা অন্য কোন নদী বা জলাশয়ে পতিত হয়।[১]
বিভিন্ন নদীর পরিকল্পনা ও তার তালিকা PDF সহ
পরিকল্পনার নাম | স্থান / নদী |
ময়ূরাক্ষী প্রকল্প | ময়ূরাক্ষী নদী (পশ্চিমবঙ্গ) (ম্যাসাঞ্ঝার বাঁধ, তিলাপাড়া বাঁধ) |
ফারাক্কা প্রকল্প | গঙ্গানদী (পশ্চিমবঙ্গ) (ফারাক্কা বাঁধ)। |
কংসাবতী প্রকল্প | কংসাবতী ও কুমারী নদী (পশ্চিমবঙ্গ)। |
দামোদর উপত্যকা প্রকল্প | বিহারের দামোদর নদীর প্রকল্প (ভারতের সর্বপ্রথম বহুমুখী নদী পরিকল্পনা)(তিলাইয়া, কোনার, মাইথন, পাঞ্জেৎ, তেনুঘাট বাঁধ)। |
ভাকরা নাজ্জাল প্রকল্প | শতদ্রু নদী (পাঞ্জাব) (ভাকরা বাঁধ ও নাঙ্গাল বাঁধ)। |
চম্বল উপত্যকা প্রকল্প | চম্বল নদী (মধ্যপ্রদেশ ও রাজস্থান) (গান্ধিসাগর বাঁধ, রানাপ্রতাপ সাগর বাঁধ), জওহর সাগর বাঁধ, কোটা বাঁধ। |
হিরাকুদ প্রকল্প | মহানদী (ওড়িষা) (পৃথিবীর ২য় দীর্ঘতম) (হীরাকুঁদ বাঁধ, নারাজ বাঁধ)। |
রামগঙ্গা প্রকল্প | গঙ্গা নদী (উত্তরপ্রদেশ)। |
তেহরী বাঁধ | ভাগীরথী নদী (উত্তর প্রদেশ)। |
গণ্ডক পরিকল্পনা | গণ্ডক নদী (উত্তর প্রদেশ, বিহার)। |
রিহান্দ প্রকল্প | শোন নদী (গোবিন্দবল্লভপন্থ সাগর জলাধার—ভারতের বৃহত্তম জলাধার)। |
কোশী প্রকল্প | কোশী নদী (ভারত ও নেপালের যৌথ উদ্যোগে) (হণুমান নগর বাঁধ)। |
নাগার্জুন সাগর প্রকল্প | কৃয়ানদী, (অন্ধ্রপ্রদেশ) (লালবাহাদূর, জওহর খাল)। |
নিজামসাগর প্রকল্প | গোদাবরী নদী, মনজরা নদী (অন্ধ্রপ্রদেশ)। |
পচামপাদ প্রকল্প | গোদাবরী নদী। |
কৃষ্ণা প্রকল্প | ঢোম বাঁধ (কৃষ্ণানন্দী), কানহার বাঁধ (বর্না নদী)—মহারাষ্ট্র। |
টাটা হাইডাল স্কীম | ভীমা নদী (মহারাষ্ট্র)। |
জায়াকওয়াদি প্রকল্প | গোদাবরী নদী (মহারাষ্ট্র)। |
ইডুকি পরিকল্পনা | পেরিয়ার নদী (কেরালা)। |
ম্যানডি প্রকল্প | বিপাশা নদী (হিমাচল প্রদেশ)। |
শরাবর্তী হাইডাল প্রোজেক্ট | কণটিকের শরাবতী নদীর যোগ। |
ভীমা প্রকল্প | পবন নদী (পুনা)– একটি বাঁধা কৃয়া নদী (শ্যলাপুর) – একটি বাঁধ। |
সালাল প্রকল্প | জম্মু ও কাশ্মীর। |
ঘাটপ্রভা প্রকল্প | ঘাটপ্রভা নদী (কর্ণাটক)। |
ভদ্রা প্রকল্প | ভদ্রা নদী |
মালপ্রভা প্রকল্প | মালপ্রভা নদী (কর্ণটিক)। |
হাসদেও বাংগো প্রকল্প | হাসদেও নদী (মধ্যপ্রদেশ)। |
তাওয়া প্রকল্প | তাওয়া নদী (মধ্যপ্রদেশ)। |
পোঙ্গ বাঁধ | বিপাশা নদী (পাঞ্জাব)। |
উকাই প্রকল্প | তাপ্তী নদী (গুজরাট)। |
পানামা প্রকল্প | পানামা নদী (গুজরাট)। |
কাকরাপাড়া প্রকল্প | তাপ্তী নদী (গুজরাট)। |
কার্জন প্রকল্প | কার্জন নদী (গুজরাট)। |
তুঙ্গভদ্রা | তুঙ্গভদ্রা নদী |
এটিও জেনে নিনঃবৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার প্রয়োগ এর তালিকা PDF সহ
File Name:বিভিন্ন নদীর পরিকল্পনা ও তার তালিকা PDF সহ
File Format:PDF
PDF File Name:বিভিন্ন নদীর পরিকল্পনা ও তার তালিকা PDF সহ
PDF File Size:345 KBPS
No of Page:01
Download Link:[VII]