প্রতিক্রিয়া /বিশেষ্য পদ/ শক্তি প্রয়োগের ফলে যে ক্রিয়া আরম্ভ হয় ঔষধের প্রতিক্রিয়া.; উত্তেজনার অবসানে যে অবসাদ আসে, প্রগতিবিরুদ্ধ আচরণ বা ক্রিয়া।[১]
বিভিন্ন প্রতিক্রিয়া ও তার ফলাফল এর তালিকা PDF সহ
প্রতিক্রিয়া | ফলাফল |
লোহিততপ্ত আয়রণের উপর দিয়ে স্টীম চালনা করা হলে | ফেরোসোফেরিক অক্সাইড (Fe,O4) ও H, উৎপন্ন হয়। |
লোহিততপ্ত কার্বনের উপর দিয়ে কার্বন ডাই-অক্সাইড চালনা করা হলে | কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। |
উত্তপ্ত সালফারের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলে | হাইড্রোজেন সালফার। |
একটি প্রজ্জ্বলিত কাগজের টুকরো কার্বনডাই অক্সাইড | অগ্নিশিখা নিভে যাবে। |
এর জারে রাখলে। প্রজ্জ্বলিত মোমবাতি ঢেকে দিলে | অক্সিজেনের অভাবে নিভে যাবে। |
সোডিয়াম বাই কার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলে | কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়। |
ব্রোমিনের সঙ্গে উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন যুক্ত | হাইড্রোব্রোমিক অ্যাসিড উৎপন্ন হয়। |
করলে লাইম ওয়াটার বাতাসে রাখা হলে | বাতাসে কার্বন ডাই-অক্সাইড থাকায় এটি দুধের মতো হয়ে যাবে। |
অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে ভিজে লাল লিটমাস কাগজ আনা হলে | নীল হয়। |
ফসফরাস জলে রাখা হয় কারণ | বাতাসে রাখলে এতে আগুন ধরে যায় জলে রাখলে গলে না। |
ব্লু লিটমাস অ্যাসিডের মিশ্রণে রাখা হলে | এটি লাল হয়ে যাবে। |
হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন গ্যাস মিশিয়ে আলোতে রাখলে | হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। |
ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় | হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। |
NaCl-এর সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করা হলে | : হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। |
মরচে পড়লে লোহার ওজন বাড়ে কারণ | মরচের হাইড্রেটেড ফেরিক অক্সাইড উৎপন্ন হওয়ার জন্য। |