You are currently viewing বিভিন্ন প্রতিক্রিয়া ও তার ফলাফল এর তালিকা PDF সহ।(List of different responses and their results with PDF)1
বিভিন্ন প্রতিক্রিয়া ও তার ফলাফল এর তালিকা PDF সহ

বিভিন্ন প্রতিক্রিয়া ও তার ফলাফল এর তালিকা PDF সহ।(List of different responses and their results with PDF)1

প্রতিক্রিয়া /বিশেষ্য পদ/ শক্তি প্রয়োগের ফলে যে ক্রিয়া আরম্ভ হয় ঔষধের প্রতিক্রিয়া.; উত্তেজনার অবসানে যে অবসাদ আসে, প্রগতিবিরুদ্ধ আচরণ বা ক্রিয়া।[১]

বিভিন্ন প্রতিক্রিয়া ও তার ফলাফল এর তালিকা PDF সহ

প্রতিক্রিয়া ফলাফল
লোহিততপ্ত আয়রণের উপর দিয়ে স্টীম চালনা করা হলে ফেরোসোফেরিক অক্সাইড (Fe,O4) ও H, উৎপন্ন হয়।
লোহিততপ্ত কার্বনের উপর দিয়ে কার্বন ডাই-অক্সাইড চালনা করা হলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়।
উত্তপ্ত সালফারের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলে হাইড্রোজেন সালফার।
একটি প্রজ্জ্বলিত কাগজের টুকরো কার্বনডাই অক্সাইড অগ্নিশিখা নিভে যাবে।
এর জারে রাখলে। প্রজ্জ্বলিত মোমবাতি ঢেকে দিলে অক্সিজেনের অভাবে নিভে যাবে।
সোডিয়াম বাই কার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলে কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়।
ব্রোমিনের সঙ্গে উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন যুক্ত হাইড্রোব্রোমিক অ্যাসিড উৎপন্ন হয়।
করলে লাইম ওয়াটার বাতাসে রাখা হলে বাতাসে কার্বন ডাই-অক্সাইড থাকায় এটি দুধের মতো হয়ে যাবে।
অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে ভিজে লাল লিটমাস কাগজ আনা হলে নীল হয়।
ফসফরাস জলে রাখা হয় কারণ বাতাসে রাখলে এতে আগুন ধরে যায় জলে রাখলে গলে না।
ব্লু লিটমাস অ্যাসিডের মিশ্রণে রাখা হলে এটি লাল হয়ে যাবে।
হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন গ্যাস মিশিয়ে আলোতে রাখলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়।
ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়।
NaCl-এর সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করা হলে : হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়।
মরচে পড়লে লোহার ওজন বাড়ে কারণ মরচের হাইড্রেটেড ফেরিক অক্সাইড উৎপন্ন হওয়ার জন্য।

 

এটিও জেনে নিনঃসত্যেন্দ্রনাথ বসু প্রবন্ধ রচনা

File Name:বিভিন্ন প্রতিক্রিয়া ও তার ফলাফল এর তালিকা PDF সহ

File Format:PDF

PDF File Name:বিভিন্ন প্রতিক্রিয়া ও তার ফলাফল এর তালিকা PDF সহ

PDF File Size:345 KBPS

No of Page:01

Download Link:বিভিন্ন প্রতিক্রিয়া ও তার ফলাফল 

Leave a Reply