বিভিন্ন যুদ্ধ ও সময়কালঃ যুদ্ধ বা সমর বলতে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পক্ষগুলোর মধ্যে সুসংগঠিত এবং কখনও কখনও দীর্ঘস্থায়ী সশস্ত্র সংঘর্ষকে বোঝায়। চারিত্রিক দিক দিয়ে এটি প্রচণ্ড সহিংস এবং সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম কারণ। যুদ্ধকে সবসময় রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটি বাস্তব, প্রায়োগিক ও বিস্তৃত সশস্ত্র সংঘর্ষ হিসেবে দেখা হয়। সেকারণে এটি অনেকসময় রাজনৈতিক সহিংসতা ও হস্তক্ষেপ হিসেবে গণ্য। এ সশস্ত্র সংঘর্ষে প্রত্যেক পক্ষের চরম ও পরম লক্ষ্য থাকে প্রতিদ্বন্দ্বী পক্ষকে পদানত করে সম্পূর্ণ নির্মূল বা স্বীয় শর্তাধীনে শান্তি স্থাপন করতে বাধ্য করা। তাই কোন পক্ষ একতরফাভাবে সশস্ত্র আক্রমণাত্মক কার্যকলাপ চালিয়ে গেলে এবং তার প্রত্যুত্তরে অপর পক্ষ কোন পদক্ষেপ না নিলে তাকে যুদ্ধ বলা যায় না। কোন একটি পক্ষ যুদ্ধে যে পরিকল্পনা ও কৌশল অবলম্বন করে, তাকে সমরকৌশল বলে। যুদ্ধহীন সময়কে অধিকাংশ ক্ষেত্রে শান্তির সাথে তুলনা করা হয়। [এটিও পড়ুন – শিবরাত্রি ব্রতকথা – শিব রাত্রি ব্রত ইতিহাস ও পূজার মন্ত্র ] সোর্স- উকিপিডিয়া
বিভিন্ন যুদ্ধ ও সময়কাল
যুদ্ধ | সময় কাল | বিজয়ী | পরাজিত |
১. হিদাসপিসের যুদ্ধ বা ঝিলাম যুদ্ধ | ৩২৬ খ্রিঃপূ (মতান্তরে ৩২২ খ্রিঃ) | আলেকজান্ডার | পুরু |
২. প্রথম গ্রীক যুদ্ধ | ৩২১ খ্রিঃ | চন্দ্রগুপ্ত মৌর্য | জনৈক গ্রীক সেনাপতি |
৩. দ্বিতীয় গ্রীক যুদ্ধ | ৩০৫ খ্রিঃ | চন্দ্রগুপ্ত মৌর্য | সেলুকাস |
৪. কলিঙ্গ যুদ্ধ | ২৬১ খ্রিঃপূ | অশােক | কলিঙ্গরাজ |
৫. প্রথম তরাইনের যুদ্ধ | ১১৯১ খ্রিঃ | পৃথ্বীরাজ চৌহান | মহম্মদ ঘুরী |
৬, দ্বিতীয় তরাইনের যুদ্ধ | ১১৯২ খ্রিঃ | মহম্মদ ঘুরী। | পৃথ্বীরাজ চৌহান |
৭, চান্দোয়ারের যুদ্ধ | ১১৯৪ খ্রিঃ | মহম্মদ ঘুরী। | কনৌজের রাজা জয়চন্দ্র |
৮. প্রথম পানিপথের যুদ্ধ | ১৫২৬ খ্রিঃ | বাবর | ইব্রাহীম লােদী। |
৯. খানুয়ার যুদ্ধ | ১৫২৯ খ্রিঃ | বাবর | মেবারের রাণা সঙ্গ |
১০, ঘর্ঘরার যুদ্ধ | ১৫২৯ খ্রিঃ | বাবর | আফগান শাসক |
১১. দ্বিতীয় পানিপথের যুদ্ধ | ১৫৫৬ খ্রিঃ | বৈরাম খা (আকবরের অভিভাবক) | হিমু (আদিলশাহের হিন্দু সেনাপতি) |
১২. তালিকোটার যুদ্ধ বা বানিহাট্টির যুদ্ধ | ১৫৬৫ খ্রিঃ | বিজাপুর, গােলকুণ্ডা ও আহম্মদ নগরের সম্মিলিত বাহিনী | বিজয়নগর |
১৩. হলদিঘাটের যুদ্ধ | ১৫৬৫ খ্রিঃ ৯৯৯৯৯ | আকবর | রাণা প্রতাপ সিংহ |
১৪. প্রথম কর্ণাটকের যুদ্ধ | ১৭৪৬-৪৮ খ্রিঃ | চাদ সাহেব (ফরাসী বাহিনীর সাহায্যে) | ইংরেজ, নিজাম ও আনােয়ারউদ্দিন। |
১৫. দ্বিতীয় কর্ণটিকের যুদ্ধ | ১৭৫১-৫৫ খ্রিঃ | ইংরেজ ও নিজাম, আনােয়ারউদ্দিন | চাদ সাহেব ও ফরাসী বাহিনী |
১৬. তৃতীয় কর্ণাটকের যুদ্ধ | ১৭৫৬-৬১ খ্রিঃ | ইংরেজ | ফরাসী |
১৭. পলাশীর যুদ্ধ | ১৭৫৭ খ্রিঃ | ইংরেজ | সিরাজউদ্দৌলা |
১৮. তৃতীয় পানিপথের যুদ্ধ | ১৭৬১ | আহম্মদ শাহ আবদালি | মারাঠা |
১৯. বক্সারের যুদ্ধ | ১৭৬১ খ্রিঃ | ইংরেজ (মেজর মুনরাে) | মীরকাশিম ও সহযােগী বাহিনী |
২০. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ |
১৭৬৪ খ্রিঃ
১৭৬৭-৬৯ খ্রিঃ |
ইংরেজ | হায়দার আলি |
২১. দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ |
১৭৮০- ৮৪ খ্রিঃ
|
হায়দার আলি | ইংরেজ |
২২.তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ | ১৭৯০- ৯২ খ্রিঃ | ইংরেজ | টিপু সুলতান |
২৩. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ | ১৭৯৯-১৮০৫ খ্রিঃ | ইংরেজ | টিপু সুলতান |
২৪. দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ | ১৮০৩-০৫ খ্রিঃ | ইংরেজ | মারাঠা (রঘুজীভোঁসলে ও সিন্ধিয়া)। |
২৫. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ | ১৭১৭ খ্রিঃ | ইংরেজ | মারাঠা |
২৬. প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ | ১৮২৪-১৮২৬ খ্রিঃ | ইংরেজ | ব্রহ্মরাজ বােদো পা |
২৭. প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ | ১৮৩৯-৪১ খ্রিঃ | ইংরেজ | আফগান সুলতান দোস্ত মহম্মদ |
২৮. প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ | ১৮৪৬ খ্রিঃ | ইংরেজ | খালসা শিখ বাহিনী |
২৯. দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ | ১৮৪৯ খ্রিঃ | ইংরেজ | শিখ বাহিনী |
৩০. দ্বিতীয় ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ | ১৮৫২ খ্রিঃ | ইংরেজ | ব্রহ্মরাজ মিস্ডন |
৩১. ইন্দো-পাক যুদ্ধ | ১৯৬৫ খ্রিঃ | ভারত ও পাকিস্তান | (অমীমাংসিত) |
৩২. ইন্দো-পাক যুদ্ধ | ১৯৭১ খ্রিঃ | ভারত | পাকিস্তান |
File Details:
File Name: বিভিন্ন যুদ্ধ ও সময়কাল বিজয়ী এবং পরাজিত কারা
File Format: PDF
No of Page: 1
File Size: 793 KB
Download Link: Link 1 || Link 2 |Download PDF
এটিও পড়ুন – ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ
ট্যাগঃ বিভিন্ন যুদ্ধ ও সময়কাল , জেনে নিন বিভিন্ন যুদ্ধ ও সময়কাল
Pingback: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা PDF সহ - KmdInfo