বিমানবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র এর তালিকা

[dropcap type=”default”]বিমান[/dropcap]বিমানবাহিনী প্রশিক্ষণ কেন্দ্রঃ এই পোষ্টে ভারতের কোথায় কোথায় বিমানবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তার তালিকা শেয়ার করা হয়েছে। নিম্নে বিমানবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র এর তালিকা PDF সহ শেয়ার করা হল। এটিও পড়ুন – খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর

বিমানবাহিনী  কোন দেশের সামরিক বাহিনীর অন্যতম একটি শাখা। এ বাহিনী মূলতঃ দেশের আকাশসীমা রক্ষায় প্রয়োজনীয় বিমান, অস্ত্রশস্ত্র সহযোগে আকাশ যুদ্ধে প্রতিপক্ষের সাথে অবতীর্ণ হয়। বিমানবাহিনীর প্রধান দায়িত্বই হচ্ছে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের আকাশসীমা রক্ষাসহ আকাশযুদ্ধ কার্যক্রম সফলভাবে সমাপণ করা। আকাশের নিয়ন্ত্রণভার গ্রহণ, সহযোগী সেনাবাহিনী, নৌবাহিনীসহ অন্যান্য বাহিনীকে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনায় সহায়তাকরণ, নির্দিষ্টস্থানে বোমা নিক্ষেপ করা এর অন্যতম দায়িত্ব। সামরিক যুদ্ধবিমান, বোমারু বিমান, হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান প্রমূখ আধুনিক বিমানবহর নিয়ে বিমানবাহিনী গঠিত। বিমানবহর অনেক সময় নির্দিষ্ট পন্থায় আকাশে উড্ডয়ন করে।

বিমানবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র

বিমানবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র
প্যারাট্রুপারস্‌ ট্রেনিং স্কুল আগ্রা
এয়ারফোর্স স্কুল সম্বর, বেলগাঁও
নেভিগেশন অ্যান্ড সিগন্যাল স্কুল হায়দ্রাবাদ
এয়ার ফোর্স টেকনিক্যাল কলেজ জালাহাল্লি
এয়ার ফোর্স অ্যাকাডেমি হায়দ্রাবাদ
এয়ারফোর্স অ্যাডমিনিসট্রেটিভ কলেজ কোয়েম্বাটুর
এলিমেন্টরী ফ্লাইং স্কুল বিদর
ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল তামবরম
কলেজ অব এয়ার ওয়ারফেয়াব সেকেন্দ্রাবাদ
গ্রাউন্ড ট্রেনিং ইনস্টিটিউট ভাদোদরা এবং ব্যারাকপুর

এগুলিও পড়ুন

ট্যাগঃ

কোথায় কোথায় বিমানবাহিনী প্রশিক্ষণ রয়েছে, বিমান বাহিনীর প্রশ্ন, বিমান বাহিনীর পদবী,বিমান বাহিনীর স্লোগান, বিমান বাহিনীতে কি কি প্রশ্ন আসতে পারে, বর্তমানে তিন বাহিনীর প্রধানের নাম কি, বিমান বাহিনী নিয়োগ 2020, বিমান বাহিনীর সুযোগ সুবিধা, ভারতের যুদ্ধ বিমানের সংখ্যা

Leave a Reply