বৈদিক সভ্যতা সম্পর্কিত জানা অজানা তথ্যঃ এই পোস্টে বৈদিক সভ্যতা সম্পর্কিত জানা অজানা তথ্য শেয়ার করা হয়েছে। আশা করি এই তথ্য গুলি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কাজে আসবে। এটিও পড়ুন – বিশ্ব দিবস তালিকা, কবে কি দিবস জেনে নিন
বৈদিক সভ্যতা সম্পর্কিত জানা অজানা তথ্য
- আর্যদের প্রাচীনতম সাহিত্য গ্রন্থ হল। বেদ, বিদ শব্দের অর্থ (জ্ঞান) থেকেই বেদ শব্দটির উৎপত্তি হয়েছে।
- বেদ চার প্রকারের (i) ঋক (ii) সাম (iii) যজু (iv) অথ্ব।
- ঋকবেদ হল- বিশ্বের প্রাচীনতম গ্রন্থ এবং প্রাচীনতম বেদ।
- পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ হল – ঋকবেদ।
- প্রতিটি বেদকে চার ভাগে ভাগ করা হত – পদ্যাংশ (সংহিতা), গদ্যাংশ (ব্রাহ্মণ), আরণ্যক, উপনিষদ।
- পরবর্তী বৈদিক যুগের অন্যতম বৈশিষ্ট্য হল- চতুরাশ্রম (ব্রহ্মচর্য, গার্হস্থ, বাণপ্রস্থ ও সন্ন্যাস)।
- মহাভারত রচনা করেন- বেদব্যাস।
- রামায়ণ রচনা করেন – বাল্মীকি।
- রামায়ণ ও মহাভারতের মধ্যে প্রাচীনতর হল – রামায়ণ।
- বিখ্যাত আর্যনারীগণ হলেন- গার্গী, মৈত্রেয়ী, মমতা, অপালা, ঘােষা, বিশ্ববারা ও বিশাখা।
- আর্য সভ্যতা ছিল- পিতৃতান্ত্রিক’ অর্থাৎ আর্য পরিবারে পুরুষের প্রাধান্য বেশি ছিল।
- আর্য সভ্যতায় উল্লেখযোগ্য দেবীগণ হলেন- উষা, অদিতি, অরুন্ধতী, সরস্বতী, সাবিত্রী।
- ‘আর্য হল ইন্দো-ইউরোপীয় ভাষা গােষ্ঠীর নাম।
এগুলিও পড়ুন –
- বিধানসভার স্পিকারদের নামের তালিকা, Free PDF
- নদীয়া জেলা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, Top Latest Nadia District GK 1000+