You are currently viewing ভারতীয় বায়ুসেনা এর বিভিন্ন পদের নামের তালিকা

ভারতীয় বায়ুসেনা এর বিভিন্ন পদের নামের তালিকা

ভারতীয় বায়ুসেনাঃ এই পোষ্টে ভারতীয় বায়ুসেনা এর বিভিন্ন পদের নামের তালিকা সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতীয় বায়ুসেনা এর বিভিন্ন পদের নামের তালিকা PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য

ভারতীয় বায়ুসেনা

৮ই অক্টোবর-ভারতীয় বায়ুসেনা দিবস

পদের নাম বিবরণ
এয়ার চীফ মার্শাল বিমান বাহিনীর প্রধান (স্থলবাহিনীর জেনারেল ও নৌবাহিনীর অ্যাডমিরাল  পদের সমতুল্য)

 

এয়ার মার্শাল স্থলবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এর সমতুল্য

 

এয়ার ভাইস মার্শাল  স্থলবাহিনীর মেজর জেনারেল এর সমতুল্য
গ্রুপ ক্যাপ্টেন  স্থল বাহিনীর কর্নেল সমতুল্য
উইং কমান্ডার ফ্লাইং অফিসার  স্থলবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেলের সমতুল্য
স্কোয়াড্রন লিডার  স্থলবাহিনীর মেজর সমতুল্য

 

ফ্লাইট লেফটেন্যান্ট স্থলবাহিনীর ক্যাপ্টেনের সমতুল্য
এয়াল কমান্ডার  স্থল বাহিনীর ব্রিগেডিয়ার এর সমতুল্য
ফ্লাইং অফিসার স্থল বাহিনীর লেফটেন্যান্ট এর সমতুল্য

 

এগুলিও পড়ুন-

Leave a Reply

12 − eight =