ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ এই পোষ্টে ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করা হল। বিভিন্ন চাকুরী পরীক্ষায় উক্ত প্রশ্ন উত্তরগুলি কাজে আসবে। নিম্নে ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হল-
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্নঃ- সিরাজ উদ দৌলা কত সালে বাংলার মসনদে বসেন?
উত্তরঃ- ১৭৫৭ সালে।
প্রশ্নঃ- মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
উত্তরঃ- আলাউদ্দিন খলজী।
প্রশ্নঃ- আজমীর কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয় ?
উত্তরঃ- – ১৯৫৬।
প্রশ্নঃ- ডেকান এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- বাল গঙ্গাধর তিলক।
প্রশ্নঃ- সগৌলি-র সন্ধি কত সালে হয়?
উত্তরঃ- – ১৮১৬ সালে।
প্রশ্নঃ- আজমীর শরীফের ‘আড়াই দিন কা ঝোপড়া’ কে তৈরি। করেন?
উত্তরঃ- সুলতান কুতুবউদ্দিন আইবক।
প্রশ্নঃ- ‘হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন কে?
উত্তরঃ- আলাউদ্দিন খলজী।
প্রশ্নঃ- নওজোয়ান ভারত সভা’র প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- শহীদ -ই-আজম ভগৎ সিং।।
প্রশ্নঃ- যীশুখৃষ্টের কে প্রাণদণ্ড আদেশ দিয়েছিলেন?
উত্তরঃ- জুডিয়ার শাসক পাইলেট।।
প্রশ্নঃ- ইলোরা ও এলিফ্যান্টা গুহাচিত্র কোন বংশীয় রাজাদের অসামান্য কীর্তি?
উত্তরঃ- পল্লব।।
প্রশ্নঃ- সর্বশেষ বৌদ্ধ রাজা যিনি সংস্কৃতে পণ্ডিত ও লেখক ছিলেন?
উত্তরঃ- হর্ষবর্ধন।
প্রশ্নঃ- তাঞ্জোরের ‘বৃহদেশ্বর মন্দির’ কে নির্মাণ করেছেন?
উত্তরঃ- রাজ রাজ চোল।
প্রশ্নঃ- কোন নদীর ধারে বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত?
উত্তরঃ- তুঙ্গভদ্রা।
প্রশ্নঃ- বিখ্যাত অজন্তার গুহাচিত্র সর্বপ্রথম আঁকা শুরু হয়েছিল কোন রাজবংশের আমলে থেকে?
উত্তরঃ- সাতবাহন।।
প্রশ্নঃ- কোন আফ্রিকান দেশটি ‘Land of Gold’ নামে পরিচিত ?
উত্তরঃ– ঘানা।।
প্রশ্নঃ- মহাত্মা গান্ধী কোথায় সর্বপ্রথম সত্যাগ্রহ পন্থটি অবলম্বন করেন ?
উত্তরঃ- – নাটাল (দক্ষিণ আফ্রিকা), ভারতের চম্পারণে।
প্রশ্নঃ- বিনোদ ভূদান আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন?
উত্তরঃ- – বিনে ভাবে।
প্রশ্নঃ- প্রথম কোন সুলতান কৃষি সংক্রান্ত দপ্তর নিঃ কারেন?
উত্তরঃ- – মহম্মদ বিন তুঘলক।
প্রশ্নঃ- শিক্ষার উন্নতিকল্পে হান্টার কমিশন কে নিয়ােগ করেন?
উত্তরঃ- লর্ড রিপন (১৮৮২ সালে)।
প্রশ্নঃ- বিজয়নগর রাজ্যে বিখ্যাত উৎসব কী ছিল?
উত্তরঃ- রামনবমী।
প্রশ্নঃ- ‘পদ্মাবৎ’ বিখ্যাত কবিতা রাণী পদ্মিনীর কাহিনী অবলম্বনে রচিত। এই বিখ্যাত গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ- মালিক মুহম্মদ জায়স।।
প্রশ্নঃ- মুঘল আমলের তানসেন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ- গোয়ালিয়র।।
প্রশ্নঃ- হরপ্পা সভ্যতার কোন Script ব্যবহৃত হয় ?
উত্তরঃ– Undeciphered
প্রশ্নঃ- The Seat of Justice-কে স্থাপন করেছিল?
উত্তরঃ- জাহাঙ্গীর।
প্রশ্নঃ- বুদ্ধদেব কোথায় সর্বপ্রথম ধর্ম প্রচার করেন?
উত্তরঃ- কাশীর কাছে সারনাথে।।
প্রশ্নঃ- বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত?
উত্তরঃ-– পালি ভাষায়।
প্রশ্নঃ- বিম্বিসার, অজাতশত্রু ও চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?
উত্তরঃ– জৈন ধর্মে।
প্রশ্নঃ- আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন?
উত্তরঃ-– ৩২৭ খ্রিষ্টপূর্বাব্দে।
প্রশ্নঃ- বিখ্যাত ইন্দো-গ্রীক রাজা মিনান্দারের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ-– শাল বা শিয়ালকোটে।
প্রশ্নঃ- হলদিঘাটের যুদ্ধ কত খ্রিষ্টাব্দে হয়?
উত্তরঃ- ১৫৭৬ খ্রিষ্টাব্দে।
প্রশ্নঃ- বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাং কার সময় ভারতে আসেন?
উত্তরঃ- হর্ষবর্ধন।।
প্রশ্নঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময়কালে কোন চৈনিক পর্যটক ভারতে আসেন?
উত্তরঃ-– ফা-হিয়েন।
প্রশ্নঃ- রেড ফোর্ট ও জামা মসজিদ কার সময়ে তৈরি হয়েছে?
উত্তরঃ– শাহজাহান।
প্রশ্নঃ- তুঘলকাবাদ কোন্ সম্রাটের সময়ের স্থাপত্য নিদর্শন?
উত্তরঃ- গিয়াসউদ্দিন তুঘলক।
প্রশ্নঃ- হর্ষচরিত এবং রাজতরঙ্গিনী কার লেখা?
উত্তরঃ– হর্ষচরিত বাণভট্ট -এর লেখা ও রাজতরঙ্গিনী কলহন -এর লেখা।
প্রশ্নঃ- চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তরঃ- দ্বিতীয় পুলকেশী।
প্রশ্নঃ- পেশোয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ– বালাজি বিশ্বনাথ।
প্রশ্নঃ- মৃচ্ছকটিক কার লেখা?
উত্তরঃ- শূদ্রক।
প্রশ্নঃ- পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ– গােপাল পাল।
প্রশ্নঃ- ক্রমাংক দেব চরিত কার রচনা?
উত্তরঃ- বিহন।
প্রশ্নঃ- তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ রাজা কে?
উত্তরঃ- প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক এবং শ্রেষ্ঠ সম্রাট মহম্মদ-বিন-তুঘলক।
প্রশ্নঃ- পয়ুতন্ত্রের রচয়িতা কে?
উত্তরঃ- বিষু শর্মা। |
প্রশ্নঃ- বাংলায় স্বাধীন নবাবী কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মুর্শিদকুলি খাঁ।
প্রশ্নঃ- নাবালক আকবরের অভিভাবক কে ছিলেন?
উত্তরঃ- বৈরাম খাঁ।
প্রশ্নঃ- অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন?
উত্তরঃ- জেমস প্রিন্সেপ।
প্রশ্নঃ- সিন্ধু সভ্যতার অন্যতম নগর ‘বন্যযালি’ কোথায় অবস্থিত?
উত্তরঃ— হরিয়ানা।
প্রশ্নঃ- ‘নহর-ই-বেহেস্তঅর্থাৎ স্বগীয় খাল’ খনন করেছিলেন কোন মুঘল রাজা?
উত্তরঃ- শাহজাহান।
প্রশ্নঃ- শাহি বংশের হিন্দু রাজা জয়পালের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ- উদ্বার্ড পুর।
প্রশ্নঃ- সৈয়দ বংশের শেষ সুলতান কে?
উত্তরঃ- আলাউদ্দিন আলম শাহ।
প্রশ্নঃ- গুপ্ত যুগের রৌপ্য মুদ্রা কী নামে পরিচিত?
উত্তরঃ- রূপক।
প্রশ্নঃ- কোন শিলালিপিতে চোল যুগের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার উল্লেখ আছে?
উত্তরঃ- উত্তর মেরুর শিলালিপিতে।
প্রশ্নঃ- শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ- হর্ষবর্ধন।।
প্রশ্নঃ-– মিতাক্ষরা আইন রচনা করেন কে ?
উত্তরঃ- শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর।
প্রশ্নঃ- গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে?
উত্তরঃ- ধন্বন্তরী। |
প্রশ্নঃ- ভারতের এটিলা কাকে বলা হয়?
উত্তরঃ- মিহিরকুল।
প্রশ্নঃ- প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ- সম্রাট অশোক।
প্রশ্নঃ- কুনিক’ কার উপাধি ছিল?
উত্তরঃ- অজাতশত্রুর।
প্রশ্নঃ- সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন?
উত্তরঃ- ১৭ বার।
প্রশ্নঃ- কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?
উত্তরঃ- – প্রথম নরসিংহ বর্মণ।।
প্রশ্নঃ- চোলদের প্রথম ঐতিহাসিক রাজা কে?
উত্তরঃ- – কারিকল।
প্রশ্নঃ- কোন দাস বংশের সুলতান লাখি’ নামে পরিচিত ছিল?
উত্তরঃ– কুতুবউদ্দিন আইবক।
প্রশ্নঃ- কত সালে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন?
উত্তরঃ- ১৩৯৮ সালে।
প্রশ্নঃ- সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- খিজির খা।
প্রশ্নঃ- বাংলার কোন শাসকের সাথে বিশ্ববিখ্যাত কবি হাফিজের পত্রালাপ হতো?
উত্তরঃ– গিয়াস উদ্দিন চিস্তি।
প্রশ্নঃ- বিক্রম সম্বৎ কবে চালু হয়?
উত্তরঃ-—৫৮ B.C.।
প্রশ্নঃ- ভারতের কোথায় পুরনো প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যু ও নব্যপ্রস্তর যুগ
উত্তরঃ- তিনটি যুগেরই অস্তিত্ব পাওয়া গেছে— বেলান উপত্যকায় (উত্তরপ্রদেশ)।।
প্রশ্নঃ- হরপ্পা সভ্যতার সমস্ত স্থান মিলিয়ে আকৃতি কিরূপ?
উত্তরঃ– ত্রিভুজাকৃতি
এগুলিও পড়ুন
ডাউনলোড করুন – PDF ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
পূজার যেকোন তথ্য পেতে পড়ুন পূজাডেটটাইম.ইন (pujadatetime.in) . এখানে ক্লিক করে জেনে নিন আজকে আর কি কি পূজা আছে।
ট্যাগঃ
ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ডাউনলোড ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, PDF ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ফ্রী ডাউনলোড ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর